Kalyani AIIMS Recruitment 2022 | ৪৫,৩০০ টাকা পর্যন্ত মাসিক বেতনে কল্যাণী এইমস-এ নিয়োগ (Apply Now!)

Kalyani AIIMS Recruitment 2022, (কল্যাণী এইমস নিয়োগ ২০২২) Kalyani AIIMS Recruitment 2022 Apply Online, Official Website, Kalyani AIIMS Job Vacancy 2022, Kalyani AIIMS Vacancy 2022, Jobs in West Bengal 2022

চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল সুখবর! আপনি যদি দীর্ঘদিন ধরে চাকরির জন্য অপেক্ষা করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুযোগ। সম্প্রতি Broadcast Engineering Consultants India Limited (Kalyani AIIMS Recruitment 2022) কর্তৃক একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে যে এখানে কর্মী নিয়োগ করা হবে। যেকোনো ভারতীয় নাগরিক এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তিটি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তাই আপনাকে শেষ পর্যন্ত এই নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।

এছাড়াও বিভিন্ন সরকারি চাকরি (Sarkari Job) সহ বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

বিষয় তালিকা

Kalyani AIIMS Recruitment 2022 | কল্যাণী এইমস নিয়োগ ২০২২

🔥 Organization Name (সংস্থার নাম)All India Institute of Medical Sciences (AIIMS)
🔥 Post Details (পোস্টের নাম)জুনিয়র ওয়ার্ডেন এবং অন্যান্য 
🔥 Total Vacancies (মোট শূন্যপদ)৮টি
🔥 Salary (বেতন)২৩,১০০ থেকে ৪৫,৩০০ টাকা পর্যন্ত 
🔥 Job Location (চাকরির স্থান)কল্যানী
🔥 Apply Mode (আবেদন মাধ্যম)অনলাইন
🔥 Official Website (অফিশিয়াল ওয়েবসাইট)https://www.becil.com/

কল্যাণী এইমস-এ (Kalyani AIIMS Recruitment 2022) কর্মী নিয়োগ করা হতে চলেছে। এই নিয়োগে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি? বয়সসীমা কত? আবেদন ও নিয়োগ প্রক্রিয়া কি? ইত্যাদি বিষয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিস্তারিত জানতে তাই আপনাকে এই নিবন্ধটি শেষ পর্যন্ত পড়তে অনুরোধ করছি।

Kalyani AIIMS Job Vacancy 2022 | কল্যাণী এইমস নিয়োগ ২০২২: পদের নাম

🔥 Post Name (পোস্টের নাম )🔥 Post Vacancy (শূন্যপদের সংখ্যা)
🔥 Junior Warden ৬টি 
🔥 Social Worker ১টি 
🔥 Data Entry Operator ১টি 
🔥 Projectionsist Gr.II
🔥 IT Technician 
🔥 IT Programmer 
🔥 Total৮টি 

আরও পড়ুন: 👇👇👇

🔥 লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ দিয়ে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে নিয়োগ | Presidency University Recruitment 2022 (Apply Now!)

🔥 Federal Bank Recruitment 2022 

 🔥 National Horticulture Board Recruitment 2022

🔥 Punjab and Sind Bank Recruitment 2022

Kalyani AIIMS Vacancy 2022: Age Limit| কল্যাণী এইমস নিয়োগ ২০২২: বয়স সীমা

🔥 Post Name (পোস্টের নাম )🔥 Age Limit (বয়স সীমা)
🔥 Junior Warden 
৩০ থেকে ৪৫ বছরের মধ্যে 
🔥 IT Programmer
🔥 Social Worker ১৮ থেকে ৩৫বছরের মধ্যে
🔥 Projectionsist Gr.II
১৮ থেকে ৩০বছরের মধ্যে
🔥 IT Technician 
🔥 Data Entry Operator ১৮ থেকে ২৭বছরের মধ্যে

Kalyani AIIMS Recruitment 2022: Selection Process | কল্যাণী এইমস নিয়োগ ২০২২: নিয়োগ প্রক্রিয়া  

এই চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের প্রথমে স্কিল টেস্ট নেওয়া হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

Kalyani AIIMS Recruitment 2022: Salary | কল্যাণী এইমস নিয়োগ ২০২২: বেতন  

🔥 Post Name (পোস্টের নাম )🔥 Salary (বেতন)
🔥 Junior Warden ২৩,১০০ টাকা 
🔥 Social Worker 
২৪,৮০০ টাকা  
🔥 Data Entry Operator 
🔥 Projectionsist Gr.II
২৬,১০০ টাকা
🔥 IT Technician 
🔥 IT Programmer ৪৫,৩০০ টাকা 

Kalyani AIIMS Recruitment 2022 Apply Online: | কল্যাণী এইমস নিয়োগ ২০২২: আবেদন প্রক্রিয়া 

১) আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্ট ইন্ডিয়া লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে।

২) আবেদন করার পূর্বে আপনাকে আপনার সমস্ত নথিপত্র স্ক্যান করে নিতে হবে।

৩) আপনাকে আপনার বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। সার্টিফিকেট, ভেরিফিকেশন এবং অন্যান্য তথ্য আপনাকে এই মোবাইল নম্বর এবং ইমেল আইডিতে পাঠানো হবে।

৪) আবেদন করার সময় মনে রাখতে হবে, আবেদন করার সময় আপনি আপনার নাম, যে পোস্টের জন্য আবেদন করছেন, জন্মের তারিখ, আপনি বাসস্থানের ঠিকানা, ইমেল আইডি ইত্যাদি বিষয়গুলি চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।

প্রার্থীদের ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্ট ইন্ডিয়া লিমিটেডের অনলাইন আবেদনপত্রটি ভালো করে ফিল আপ করতে অনুরোধ করা হচ্ছে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আবেদনপত্রে কোনো পরিবর্তন করা যাবে না।

৫) আপনি আবেদন মূল্য অনলাইন/ অফলাইন উভয়ভাবেই দিতে পারবেন (যদি থাকে)।

৬) সবশেষে আপনাকে ‘Submit’ অপশনে ক্লিক করতে হবে। আবেদনপত্রটি সাবমিট করার পর সেভ করে রাখতে পারেন অথবা পরবর্তী প্রয়োজনের জন্য অ্যাপ্লিকেশন নম্বরটি প্রিন্ট করে রাখতে পারেন। 

Kalyani AIIMS Recruitment 2022: Required Documents | কল্যাণী এইমস নিয়োগ ২০২২: প্রয়োজনীয় নথিপত্র  

এই চাকরির আবেদনের জন্য যে নথিপত্রগুলির প্রয়োজন সেগুলি হলো-

  • আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • আপনার বয়সের প্রমাণপত্র 
  • আপনার বাসস্থানের প্রমাণপত্র
  • আপনার পরিচয়পত্র (আঁধার কার্ড, ভোটার কার্ড)
  • আপনার কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
  • আপনার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)

আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিশ ডাউনলোডের লিঙ্ক নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।  

Kalyani AIIMS Recruitment 2022: Application Fees | কল্যাণী এইমস নিয়োগ ২০২২: আবেদন মুল্য 

এই চাকরির জন্য সাধারণ শ্রেণী, অবসরপ্রাপ্ত কর্মচারী, মহিলা প্রার্থীদের এবং OBC শ্রেণীর প্রার্থীদের ৮৮৫ টাকা আবেদন মুল্য দিতে হবে। এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ৫৩১ টাকা আবেদন মুল্য দিতে হবে।

Kalyani AIIMS Recruitment 2022: Education Qualification | কল্যাণী এইমস নিয়োগ ২০২২: শিক্ষাগত যোগ্যতা  

🔥 Post Name (পোস্টের নাম )🔥 Education Qualification (শিক্ষাগত যোগ্যতা)
🔥 Junior Warden গ্র্যাজুয়েশন এবং ২ বছরের অভিজ্ঞতা 
🔥 Social Worker মাধ্যমিক পাস এবং ৮ বছরের অভিজ্ঞতা 
🔥 Data Entry Operator মাধ্যমিক পাস এবং ঘণ্টায় ৮০০০ কী ডিপ্রেসন
🔥 Projectionsist Gr.IIম্যাট্রিকুলেশন পাস, সিনেমাটোগ্রাফিতে সার্টিফিকেট এবং ৪ বছরের অভিজ্ঞতা 
🔥 IT Technician কম্পিউটার সায়েন্স বিষয়ে B.E. /B. Tech/ B.C.A/./ IT বিষয়ে B.Sc./ ডিপ্লোমা এবং ৬ মাসের অভিজ্ঞতা
🔥 IT Programmer কম্পিউটার/ ইলেকট্রনিকস এবং কমিউনিকেশন বিষয়ে MCA/(BE/B.Tech)/ কম্পিউটার সায়েন্স/ IT বিষয়ে M.Sc./ ফিজিক্স, ম্যাথামেটিকস/ স্ট্যাটিসটিক্স/ অপারেশন রিসার্চ বিষয়ে মাস্টার্স ডিগ্রী এবং ২ বছরের অভিজ্ঞতা 
Kalyani AIIMS Recruitment 2022

Kalyani AIIMS Recruitment 2022: Important Dates | কল্যাণী এইমস নিয়োগ ২০২২: গুরুত্বপুর্ণ তারিখসমুহ  

  • আবেদন শুরু তারিখ: ১৫.১১.২০২২ অর্থাৎ ১৫ নভেম্বর ২০২২ তারিখ
  • আবেদনের শেষ তারিখ: ৩০.১১.২০২২ অর্থাৎ ৩০ নভেম্বর ২০২২ তারিখ

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও সরকারি চাকরি (Sarkari Job) সহ বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন
Kalyani AIIMS Recruitment 2022 Apply Online আবেদন করুন
Kalyani AIIMS Recruitment 2022 Official Notice ডাউনলোড করুন
Kalyani AIIMS Recruitment 2022 Official Website এখানে দেখুন

 🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇

🔥লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ দিয়েই রাজ্য সরকারের অধীনে চাকরির সুযোগ (Apply Now!)

🔥 NMDC Recruitment 2022

🔥 BECIL Recruitment 2022

🔥 ICICI Bank Recruitment 2022

FAQ: Kalyani AIIMS Recruitment 2022 (কল্যাণী এইমস নিয়োগ ২০২২)

Q: Kalyani AIIMS Recruitment 2022 (কল্যাণী এইমস নিয়োগনিয়োগ ২০২২)-তে আবেদনের শেষ তারিখ কবে?

Ans: ৩০ নভেম্বর ২০২২ তারিখের মধ্যে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Q: Kalyani AIIMS Recruitment 2022 (কল্যাণী এইমস নিয়োগ ২০২২)-তে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি?

Ans: মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রী। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Q: Kalyani AIIMS Recruitment 2022 (কল্যাণী এইমস নিয়োগ ২০২২)-তে আবেদনের জন্য বয়সসীমা কত?

Ans: ৪৫  বছরের মধ্যে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Leave a Comment