Karmai Dharma Scheme: ২ লক্ষ বেকার যুবক যুবতীদের মোটরবাইক দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে! কি ভাবে পাবেন? জেনে নিন

Karmai Dharma Scheme Apply Online, Eligibility (কর্মই ধর্ম প্রকল্প)

১/১২: সমগ্র দেশে বেকারত্বের হার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। চাকরির বাজারেরও অবস্থা শোচনীয়। সরকারি, বেসরকারি উভয়ক্ষেত্রেই কর্মসংস্থান সংকুচিত হচ্ছে। উচ্চশিক্ষা গ্রহণ করে হাতে ডিগ্রী নিয়েও কাজের জন্য রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন অনেকে। বেসরকারি সংস্থায় কাজ পেলেও সেখানেও তাদের কাজ করতে হয় খুবই সামান্য বেতনে। এমনকি এমন কিছু সংস্থা আছে, যেখানে সেই সামান্য বেতনটুকুও সময়মতো দেয় না। আর তাই বর্তমানে দেশের সবথেকে বড়ো সমস্যা হলো এই বেকারত্ব

২/১২: তবে এবার রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য রাজ্য সরকার নিয়ে এসেছে দারুন খবর। শীঘ্রই রাজ্য সরকারের তরফে প্রায় ২ লক্ষ্য যুবক যুবতীদের দেওয়া হবে মোটরবাইক। আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে এবং বর্তমানে যদি বেকার হয়ে থাকেন তাহলে আপনি এই সুবিধা পেয়ে যাবেন। যারা নিয়মিত একই স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করে তাদের সুবিধার কথা ভেবেই এবং কর্মসংস্থানে যাতে তারা সময়মতো পৌঁছতে পারে, সেই কারণেই সরকারের এই পরিকল্পনা। 

৩/১২: এবারে কেউ যাতে বেকার না থাকেন, সেই উদ্দেশ্যে মাননীয়া মুখ্যমন্ত্রীর তরফে আরও এক জনমুখী প্রকল্পের সূচনা করা হয়েছে। এর মাধ্যমে রাজ্যের সকল বেকার যুবক যুবতীদের রাজ্য সরকারের তরফ থেকে এককালীন একটা নির্দিষ্ট অংকের টাকা দেওয়া হবে। যে সমস্ত যুবক যুবতী মাধ্যমিক পাস করে বহু চেষ্টা করা সত্ত্বেও চাকরি পায়নি, তারা এই অর্থের মাধ্যমে নিজের ব্যবসা করে সাবলম্বী হতে পড়বে।

🔥 আরও পড়ুন:

👉 WB Police Recruitment 2023

🔥 আরও পড়ুন:

👉 Sukanya Samriddhi Yojana: ৬৫ লাখ টাকা মেয়ে পাবে ২১ বছর বয়স হলেই! জানুন বিস্তারিত

🔥 আরও পড়ুন:

 👉 Atal Pension Yojana১০,০০০ টাকা প্রতি মাসে মিলবে মাত্র 376 টাকা বিনিয়োগেই! এই কাজটি শীঘ্রই করুন!

৪/১২: বেকার মানুষদের নিজের পায়ে দাঁড় করানোর জন্য রাজ্য সরকার একাধিক প্রকল্পের সূচনা করেছে। এর মধ্যে উৎকর্ষ বাংলা, কর্মদিশা, গতিধারা ইত্যাদি প্রকল্প অন্যতম। এই প্রকল্পগুলি বহু মানুষকে কর্মসংস্থানের দিশা খুঁজে পেতে সহায়তা করেছে।

৫/১২: আজকের প্রতিবেদনে যে প্রকল্প সম্পর্কে আমরা আলোচনা করবো তা হলো “কর্মই ধর্ম” (Karmai Dharma) প্রকল্প। যদিও এই প্রকলের কথা মাননীয়া মুখ্যমন্ত্রী বছর খানেক আগেই ঘোষণা করেছিলেন। তবে এটিকে কার্যকর করা হবে। সরকার সূত্রে জানা গেছে যে, চলতি বছরের সেপ্টেম্বর মাসের মধ্যেই এই প্রকল্প শুরু হবে। 

“কর্মই ধর্ম” প্রকল্প কি? (About Karmai Dharma Scheme)

৬/১২: বর্তমানে দৈনন্দিন নানা কাজের জন্য মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে হয়। আর সেই কথা মাথায় রেখেই সরকার নতুন এই প্রকল্পের ঘোষণা করেছে। তাই এবার রাজ্যের প্রায় ২ লক্ষ কর্মহীন যুবক যুবতীদের মোটরবাইক কেনার জন্য কর্মই ধর্ম প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা করা হবে। বেকার যুবক-যুবতীরা যাতে কাজের সন্ধান করে সেই কাজের জন্য মোটরবাইক ব্যবহার করে নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারেন সেই জন্যই সরকার এই পরিকল্পনা করেছে।

“কর্মই ধর্ম” প্রকল্পের উদ্দেশ্য কি? (Propose) of the Karmai Dharma Scheme)

৭/১২: ১) বর্তমানে এই রাজ্যে বহু বেকার মানুষ রয়েছেন যারা চাকরির সন্ধানে হন্যে হয়ে ঘুরছেন। কিন্তু তবুও হচ্ছে না কর্মসংস্থান। অপরদিকে যে কোনো ব্যবসা করবেন, তারও উপায় নেই। কারণ পর্যাপ্ত পরিমাণ মূলধন নেই। এই প্রকল্পের মাধ্যমে সেই সমস্ত মানুষ উপকৃত হবেন।

২) এই প্রকোলের টাকায় নিজের বাইক কিনে কোনো পণ্য সামগ্রী নিয়ে বিক্রি করলে কষ্ট কম হবে এবং তাতে ভালো রোজগারও করা যাবে।

“কর্মই ধর্ম” প্রকল্পে আবেদন করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা? (Eligibility of Karmai Dharma Scheme)

৮/১২: এই প্রকল্পে আবেদন করার জন্য যে যোগ্যতাগুলির প্রয়োজন তা হলো-

১) আবেদনকারী প্রার্থীদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

২) আবেদনকারীদের মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস করতে হবে।

৩) বেকার যুবক যুবতীদের এই সুবিধা দেওয়া হবে, তবে তাদের কাজ করার মানসিকতা থাকা বাঞ্ছনীয়।

৪) আবেদনকারী প্রার্থীদের আধার কার্ড এবং ভোটার কার্ড থাকতে হবে।

কিভাবে আবেদন করতে হবে? (How to Apply for Karmai Dharma Scheme)

৯/১২: এই প্রকল্পের জন্য আপনাকে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। নিম্নলিখিত ধাপ অনুসরন করে আপনাকে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

১) প্রথমে আপনাকে রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইট www.wb.gov.in-এ যেতে হবে।

২) তারপর আপনাকে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে।

৩) তারপর আপনার সামনে রেজিস্ট্রেশন ফর্ম চলে আসবে।

৪) সেখানে আপনাকে প্রয়োজনীয় তথ্য প্রদান করে ফর্মটিকে ফিলআপ করতে হবে।

৫) সবশেষে আপনাকে সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।

Karmai Dharma Scheme apply online eligibility

প্রয়োজনীয় ডকুমেন্টস (Documents Required for Karmai Dharma Scheme)

১০/১২: এই প্রকল্পে আবেদনের জন্য যে নথিপত্রগুলির প্রয়োজন সেগুলি হলো-

  • আপনার আধার কার্ড এবং ভোটার কার্ড
  • আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট
  • আপনার মাধ্যমিক পাসের মার্কশিট এবং সার্টিফিকেট
  • আপনার স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট
  • আপনার এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো
  • আগে থেকে ব্যবসা করে থাকলে আপনার ব্যবসার যাবতীয় প্রমানপত্র

নির্বাচন প্রক্রিয়া (Selection Process for Karmai Dharma Scheme)

১১/১২: আবেদনপত্র জমা হওয়ার পর রাজ্য সরকার আবেদনপত্র যাচাই করে যাদের এই সুবিধা দেওয়া উচিত, তাদের এই সুবিধা প্রদান করবে। আরো বিস্তারিত জানার জন্য রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইট www.wb.gov.in-এ ভিজিট করুন।

১২/১২: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন যুক্ত হন

🔥 আরও পড়ুন:

👉 ডবল হয়ে যাবে আপনার টাকা পোস্ট অফিসের এই স্কিমে! জেনে নিন কোন স্কিম? ও কি ভাবে পাবেন?

👉 ৫ লক্ষ টাকা করে পাবেন রাজ্যের বেকার যুবক-যুবতীরা! কি ভাবে পাবেন? এখনই জেনে নিন

👉 WB Yuvasree Prakalpa Apply 2023

👉 বিরাট সুদ বাড়াল কেন্দ্র! টাকা ডাবল পোস্ট অফিসের এই স্কিমে

👉 প্রতিমাসে ৫,০০০ অতিরিক্ত টাকা পেতে শীঘ্রই করুন এই কাজটি! ক্লিক করে জেনে নিন কীভাবে করবেন

Leave a Comment