Karmai Dharma, Karmai Dharma Scheme, Karmai Dharma Scheme in Bengali, কর্মই ধর্ম প্রকল্প, Kormoi Dhormo, Karmai Dharma Prakalpa, Karmai Dharma Scheme Launch Date
কন্যাশ্রী, যুবশ্রী , সবুজসাথী থেকে শুরু করে স্মার্ট ফোন – রাজ্য সরকার সাধারণ মানুষের কথা মাথায় রেখে অনেক কিছু করেছে । এবার কর্ম সংস্থানের লক্ষ্যে আরও একধাপ এগিয়ে গোটা রাজ্যের প্রায় ২ লক্ষ বেকার যুবক-যুবতীদের মোটর বাইক দেবে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের ক্রমবর্ধমান বেকারত্বের কথা মাথায় রেখে এমনই ঘোষনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ৷ ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে গত এগারো বছরে রাজ্যের মানুষের বিভিন্ন উন্নতি প্রকল্পে প্রায় ৬৪ টি প্রকল্প চালু করেছে রাজ্য সরকার | রাজ্যের বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে এবার আরও এক প্রকল্পের ঘোষনা করেছেন মুখ্যমন্ত্রী ৷ প্রকল্পের নাম ‘কর্মই ধর্ম‘ (Karmai Dharma)| সাম্প্রতিক ঘোষিত এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বিভিন্ন জেলার ২ লক্ষ বেকার যুবক – যুবতীকে মোটর বাইক , স্কুটি প্রদান করবে রাজ্য সরকার | প্রকল্পের লক্ষ্য একটাই ব্যাপক হারে কর্মসংস্থান ৷ বিস্তারিত জানতে আপনাকে শেষ পর্যন্ত এই নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।
এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
বিষয় তালিকা
- 1 Karmai Dharma Scheme 2023: কর্মই ধর্ম প্রকল্প ২০২৩
- 2 Objective of Karmai Dharma Scheme in Bengali: কর্মই ধর্ম প্রকল্প 2023-এর উদ্দেশ্য
- 3 Karmai Dharma Scheme (Karmai Dharma Prakalpa): কিভাবে কর্মই ধর্ম প্রকল্প ২০২৩-এর কাজ সম্পন্ন হবে?
- 4 How to Apply for Karmai Dharma Scheme 2023 (Kormoi Dhormo Scheme) | কর্মই ধর্ম প্রকল্প ২০২৩: আবেদন প্রক্রিয়া
- 5 Karmai Dharma Scheme 2023 Official Website | কর্মই ধর্ম প্রকল্প ২০২৩: অফিসিয়াল ওয়েবসাইট
- 6 Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ)
- 7 FAQ:
Karmai Dharma Scheme 2023: কর্মই ধর্ম প্রকল্প ২০২৩
Name (প্রকল্পের নাম) | Karmai Dharma Scheme 2023 (কর্মই ধর্ম প্রকল্প) |
Launched by (চালু করেছেন) | West Bengal Chief Minister (পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী) |
Objective (উদ্দেশ্য) | Providing motorcycles (মোটর সাইকেল প্রদান করা) |
Beneficiaries (উপভোক্তা) | The youth of West Bengal State (পশ্চিমবঙ্গের যুব সমাজ) |
Official site (ওয়েবসাইট) | https://wb.gov.in |
Objective of Karmai Dharma Scheme in Bengali: কর্মই ধর্ম প্রকল্প 2023-এর উদ্দেশ্য
সরকারি সার্কুলার বা ঘোষনা অনুযায়ী রাজ্যের বর্তমান চাকরির বাজার ভালো নয় ৷ এই অবস্থায় সরকারী চাকরির ওপর ভরসা না করে রাজ্যের বিভিন্ন জেলার বেকার যুবক-যুবতীরা ঝুঁকছেন বেসরকারী চাকরি এবং ছোটখাটো ব্যবসার দিকে ৷ সেই কারণে ওই সব বেকার যুবক যুবতীদের প্রতিনিয়ত অনেক দূরে দূরে ছুটে বেড়াতে হচ্ছে ৷ ফলে তাঁদের যাতায়াতের একমাত্র মাধ্যম মোটর বাইক l অল্প টাকায় একমাত্র মোটর বাইকে চেপে স্বাচ্ছন্দে যাতায়াত করা যায় | বেকার চাকরী প্রার্থীদের কাজে উৎসাহ দিতেই সরকার এই প্রকল্পের সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে ৷
Karmai Dharma Scheme (Karmai Dharma Prakalpa): কিভাবে কর্মই ধর্ম প্রকল্প ২০২৩-এর কাজ সম্পন্ন হবে?
জানা গেছে রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত এবং পুরসভা এলাকার বাসিন্দা হলে সংস্লিষ্ট স্থানীয় পঞ্চায়েত এবং পুরসভার অফিস থেকে কর্মই ধর্ম প্রকল্প-এর অধীনে মোটর বাইক নেওয়ার ফর্ম পাবে বেকার যুবক-যুবতীরা ৷ পাশাপাশি যদি কোনও যুবক – যুবতী আগে থেকেই কাজে নিযুক্ত থাকেন তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন।
How to Apply for Karmai Dharma Scheme 2023 (Kormoi Dhormo Scheme) | কর্মই ধর্ম প্রকল্প ২০২৩: আবেদন প্রক্রিয়া
স্থানীয় পঞ্চায়েত ও পুরসভার অফিস থেকে ফর্ম তুলে নির্দিষ্ট সময়ের মধ্যে তা ফিলাপ করে তা ওই পঞ্চায়েত ও পুরসভাতেই জমা করতে হবে ৷ তবে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে ৷ এ ছাড়াও আবেদন কারীকে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে ৷
আবেদনপত্রের সঙ্গে যে কাগজপত্রগুলি জমা দেবেন:
আবেদনপত্রের সাথে যে ডকুমেন্টগুলি জমা দিতে হবে, সেগুলি নিম্নে তুলে ধরা হলো-
- আবেদনকারীর রেসিডেনসিয়াল সার্টিফিকেট বা স্থায়ী বসবাসের প্রমাণ পত্র
- আবেদনকারীর ভোটার কার্ড ও আাঁধার কার্ডের জেরক্স
- আবেদনকারীর কারেন্ট দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
- আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের জেরক্স
আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে পড়তে অনুরোধ করছি।
Karmai Dharma Scheme 2023 Official Website | কর্মই ধর্ম প্রকল্প ২০২৩: অফিসিয়াল ওয়েবসাইট
বর্তমান সরকারী চাকরীর বাজারে দিশেহারা বেকার কর্ম প্রার্থীদের নিজস্ব উদ্যোগে কিছু করা এবং বেসরকারী চাকরীর ক্ষেত্রে উদ্যমী এবং সাবলম্বি করতেই সরকারী ভাবে এই প্রকল্প টি চালু করা হয়েছে বলে জানা গিয়েছে ৷ কর্মই ধর্ম প্রকল্পটির বিস্তারিত জানতে সরকারী অফিসিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে বলা হয়েছে ৷ অফিসিয়াল ওয়েবসাইটটি হলো- https://wb.gov.in । এর সরাসরি লিঙ্ক নিচে দেওয়া হয়েছে।
👉 নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ)
🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉 | 🔥 যুক্ত হন |
Official Website Link | এখানে দেখুন |
আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇
🔥 Accredited Social Health Activist Recruitment 2022
🔥 Bandhan Bank Recruitment 2022
🔥 Balurghat District Hospital Recruitment 2022
🔥 Rupashree Prakalpa Recruitment 2022
🔥 Pradhan Mantri Kisan Samman Nidhi 2022
🔥 Indian Navy Recruitment 2022
🔥 Indian Railway Recruitment 2022
FAQ:
Q: Karmai Dharma Scheme 2023 (কর্মই ধর্ম প্রকল্প) কোন বছর থেকে চালু হয়েছে?
Ans: ২০২২ সাল থেকে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)
Q: Karmai Dharma Scheme 2023 (কর্মই ধর্ম প্রকল্প) চালু করেছেন কে?
Ans: পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা মমতা ব্যানার্জি। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)
Q: Karmai Dharma Scheme 2023 (কর্মই ধর্ম প্রকল্প)-এর উদ্দেশ্য কি?
Ans: রাজ্যের কর্মহীন যুবক-যুবতীদের মোটর বাইক প্রদান করা। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)
Q: Kormoi Dhormo Scheme 2023 (কর্মই ধর্ম প্রকল্প)-এর অফিসিয়াল ওয়েবসাইট কি?
Ans: https://wb.gov.in (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)