Kolkata Asiatic society recruitment 2022 | কলকাতা এশিয়াটিক সোসাইটি নিয়োগ ২০২২: ৮১,১০০ টাকা পর্যন্ত বেতনে কলকাতা এশিয়াটিক সোসাইটিতে চাকরির সুযোগ! (Apply Now!)

Kolkata Asiatic society recruitment 2022, Kolkata Asiatic society recruitment 2022 Apply Online, Kolkata Asiatic society Job Vacancy 2022, কলকাতা এশিয়াটিক সোসাইটি নিয়োগ ২০২২

চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল সুখবর! সম্প্রতি দ্যা এশিয়াটিক সোসাইটির (Kolkata Asiatic society recruitment 2022) পক্ষ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে এখানে কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের যেকোনো জায়গার ব্যক্তিই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তিটি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তাই আপনাকে শেষ পর্যন্ত এই নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।

এছাড়াও বিভিন্ন  চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

বিষয় তালিকা

Kolkata Asiatic society recruitment 2022 | কলকাতা এশিয়াটিক সোসাইটি নিয়োগ ২০২২

দ্যা এশিয়াটিক সোসাইটিতে (Kolkata Asiatic society recruitment 2022) কর্মী নিয়োগ করা হতে চলেছে। এই নিয়োগে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি? বয়সসীমা কত? আবেদন ও নিয়োগ প্রক্রিয়া কি? ইত্যাদি বিষয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিস্তারিত জানতে তাই আপনাকে এই নিবন্ধটি শেষ পর্যন্ত পড়তে অনুরোধ করছি।

Kolkata Asiatic society recruitment 2022: Vacancy Detail | কলকাতা এশিয়াটিক সোসাইটি নিয়োগ ২০২২: পদের নাম

কলকাতা এশিয়াটিক সোসাইটি নিয়োগ ২০২২-এ যে পদের জন্য কর্মী নিয়োগ করা হবে তা হলো- Publication Assistant cum Proof Reader.

Kolkata Asiatic society recruitment 2022: Age Limit | কলকাতা এশিয়াটিক সোসাইটি নিয়োগ ২০২২: বয়স সীমা

আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনার বয়স হতে হবে ৩০.১১.২০২২ অনুযায়ী ২৭ বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন।

Kolkata Asiatic society recruitment 2022: Salary | কলকাতা এশিয়াটিক সোসাইটি নিয়োগ ২০২২: বেতন

এই চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের পে ম্যাট্রিক্স লেভেল-৭ অনুযায়ী মাসিক ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

Kolkata Asiatic society recruitment 2022 Apply Online | কলকাতা এশিয়াটিক সোসাইটি নিয়োগ ২০২২: আবেদন প্রক্রিয়া

১) আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে এশিয়াটিক সোসাইটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে।

২) আবেদন করার পূর্বে আপনাকে আপনার সমস্ত নথিপত্র স্ক্যান করে নিতে হবে।

৩) আপনাকে আপনার বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। সার্টিফিকেট, ভেরিফিকেশন এবং অন্যান্য তথ্য আপনাকে এই মোবাইল নম্বর এবং ইমেল আইডিতে পাঠানো হবে।

৪) আবেদন করার সময় মনে রাখতে হবে, আবেদন করার সময় আপনি আপনার নাম, যে পোস্টের জন্য আবেদন করছেন, জন্মের তারিখ, আপনি বাসস্থানের ঠিকানা, ইমেল আইডি ইত্যাদি বিষয়গুলি চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।

প্রার্থীদের এশিয়াটিক সোসাইটির অনলাইন আবেদনপত্রটি ভালো করে ফিল আপ করতে অনুরোধ করা হচ্ছে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আবেদনপত্রে কোনো পরিবর্তন করা যাবে না।

৫) আপনি আবেদন মূল্য অনলাইন/ অফলাইন উভয়ভাবেই দিতে পারবেন (যদি থাকে)।

৬) সবশেষে আপনাকে ‘Submit’ অপশনে ক্লিক করতে হবে। আবেদনপত্রটি সাবমিট করার পর সেভ করে রাখতে পারেন অথবা পরবর্তী প্রয়োজনের জন্য অ্যাপ্লিকেশন নম্বরটি প্রিন্ট করে রাখতে পারেন।

Kolkata Asiatic society recruitment 2022: Required Documents | কলকাতা এশিয়াটিক সোসাইটি নিয়োগ ২০২২: প্রয়োজনীয় নথিপত্র

এই চাকরির আবেদনের জন্য যে নথিপত্রগুলির প্রয়োজন সেগুলি হলো-

  • আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • আপনার বয়সের প্রমাণপত্র 
  • আপনার বাসস্থানের প্রমাণপত্র
  • আপনার পরিচয়পত্র (আঁধার কার্ড, ভোটার কার্ড)
  • আপনার কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
  • আপনার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)

আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিশ ডাউনলোডের লিঙ্ক নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

, Kolkata Asiatic society Job Vacancy 2022: Application Fees | কলকাতা এশিয়াটিক সোসাইটি নিয়োগ ২০২২: আবেদন মূল্য

আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে ৩০০ টাকা আবেদন মূল্য দিতে হবে।

Kolkata Asiatic society recruitment 2022: Educational Qualification | কলকাতা এশিয়াটিক সোসাইটি নিয়োগ ২০২২: শিক্ষাগত যোগ্যতা

এই চাকরির জন্য আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনার ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে। এছাড়াও প্রুফ রিডিং এবং পাবলিকেশন ওয়ার্কে অভিজ্ঞতা থাকা আবশ্যক।

Kolkata Asiatic society recruitment 2022

Kolkata Asiatic society recruitment 2022: Last Date of Apply | কলকাতা এশিয়াটিক সোসাইটি নিয়োগ ২০২২: আবেদনের শেষ তারিখ

আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে ৩০.১১.২০২২ অর্থাৎ ৩০ নভেম্বর ২০২২ তারিখ বিকেল ৫টার মধ্যে।

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন
Kolkata Asiatic society recruitment 2022 Apply Online আবেদন করুন
Kolkata Asiatic society recruitment 2022 Official Notice ডাউনলোড করুন
Kolkata Asiatic society recruitment 2022 Official Website এখানে দেখুন

 🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇

🔥 WB Primary Recruitment 2022

🔥 South 24 Parganas Block Development Officer Recruitment 2022

🔥 Bank Holidays November 2022

🔥 Kharagpur IIT Recruitment 2022

🔥 WB Primary TET Syllabus 2022

FAQ: Kolkata Asiatic society recruitment 2022 (কলকাতা এশিয়াটিক সোসাইটি নিয়োগ ২০২২)

Q: Kolkata Asiatic society recruitment 2022 (কলকাতা এশিয়াটিক সোসাইটি নিয়োগ ২০২২)-তে আবেদনের শেষ তারিখ কবে?

Ans: ৩০ নভেম্বর ২০২২ তারিখ বিকেল ৫টার মধ্যে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Q: Kolkata Asiatic society recruitment 2022 (কলকাতা এশিয়াটিক সোসাইটি নিয়োগ ২০২২)-তে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি?

Ans: ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে। এছাড়াও প্রুফ রিডিং এবং পাবলিকেশন ওয়ার্কে অভিজ্ঞতা থাকা আবশ্যক। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Q: Kolkata Asiatic society recruitment 2022 (কলকাতা এশিয়াটিক সোসাইটি নিয়োগ ২০২২)-তে আবেদনের জন্য বয়সসীমা কত?

Ans: ২৭ বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Leave a Comment