৩০টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য সরকার, কোন পদে কী যোগ্যতা প্রয়োজন? জেনে নিন নিন

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর! বেশ কিছু শূন্যপদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার। তবে এক্ষেত্রে বাংলা ভাষা জানা আবশ্যক। এই সমস্ত চাকরি গুলিতে নিয়োগের পর বেতনের কথা বলা হয়েছে মাসিক ২৫ হাজার করে।

চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কলকাতা পৌরসভা (Kolkata Municipal Corporation Recruitment)। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মোট ৩০টি শূন্যপদে  নেওয়া হবে কর্মী। তবে এক্ষেত্রে চাকরির জন্য কোনো লিখিত পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই। এখানে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের নিযুক্ত হওয়ার জন্য দিতে হবে শুধুমাত্র ইন্টারভিউ

স্টাফ ও নার্স পদে নিয়োগ করা হবে  চুক্তির মাধ্যমে,যা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এই পদে আবেদনের জন্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিএসসি নার্সিং কোর্সের শংসাপত্র থাকা দরকার। সঙ্গে, ওয়েস্ট বেঙ্গল নার্সিং  কাউন্সিলের অধীনে নথিবদ্ধ হতে হবে। সঙ্গে যেটি সবচেয়ে জরুরি তা হলো বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং বাংলা বলতে পারা প্রয়োজন। এই পদে নিয়োগের পর প্রতি মাসে বেতন হবে ২৫ হাজার টাকা। বয়সের সময়সীমা ৪০ বছরের মধ্যে হতে হবে।

নিয়োগ প্রক্রিয়া:

নিয়োগ প্রক্রিয়ার নিয়মানুযায়ী মোট ১০০ নম্বর থাকবে। তার মধ্যে ৪০ নম্বর শিক্ষাগত যোগ্যতার উপর এবং ৬০ নম্বর থাকবে ইন্টারভিউয়ের উপর। পরীক্ষার এই দুই প্রক্রিয়ায় যে সমস্ত প্রার্থী উত্তীর্ণ হতে পারবেন, তাঁদের মেধাতালিকার ভিত্তিতে নিয়োগ করা হবে।

Kolkata Municipal Corporation jobs in kolkata

আবেদন প্রক্রিয়া:

যে সমস্ত চাকরি প্রার্থীরা এই পদে চাকরি করতে ইচ্ছুক তাদের    আবেদনের জন্য প্রথমে কলকাতা পৌরসভার ওয়েবসাইটে (kmc.gov.in) যেতে হবে। এরপর হোমপেজ থেকে ‘রিক্রুটমেন্টে’ গিয়ে দেখতে হবে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি। সেখান থেকে চাকরির আবেদনপত্র ডাউনলোড করে, প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। এর পর সংশ্লিষ্ট  বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় আবেদনপত্র এবং প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিতে হবে। আবেদন করার সময়সীমা হলো থেকে ১৫ মার্চ  । সকাল ১১টা থেকে বিকেল ৪টের মধ্যে আবেদন পত্র পূরণ করে জমা দিতে হবে।

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

Leave a Comment