আবারও ১৩,৪০৪ শূন্য পদে শিক্ষক ও অশিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে! (Apply Now!) | KVS Recruitment 2022

KVS Recruitment 2022, (কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন নিয়োগ ২০২২) KVS Recruitment 2022 Apply Online, Official Notice Pdf Download, Kendriya Vidyalaya Sangathan

চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল সুখবর! আপনি যদি দীর্ঘদিন ধরে চাকরির জন্য অপেক্ষা করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুযোগ। সম্প্রতি Kendriya Vidyalaya Sangathan (KVS Recruitment 2022) কর্তৃক একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে যে এখানে প্রচুর কর্মী নিয়োগ করা হবে। যেকোনো জায়গার ব্যক্তিই পারবেন এই চাকরির জন্য আবেদন করতে। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তিটি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তাই আপনাকে শেষ পর্যন্ত এই নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।

এছাড়াও বিভিন্ন সরকারি চাকরি (Sarkari Job) সহ বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

বিষয় তালিকা

KVS Recruitment 2022 | কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন নিয়োগ ২০২২

🔥 Organization Name (সংস্থার নাম)Kendriya Vidyalaya Sangathan (KVS)
🔥 Post Details (পোস্টের নাম)প্রাইমারি টিচার এবং অন্যান্য 
🔥 Total Vacancies (মোট শূন্যপদ)১৩,৪০৪ টি
🔥 Job Location (চাকরির স্থান)সমগ্র দেশে (ইন্ডিয়া)
🔥 Apply Mode (আবেদন মাধ্যম)অনলাইন
🔥 Official Website (অফিশিয়াল ওয়েবসাইট)kvsangathan.nic.in

কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনে (KVS Recruitment 2022) কর্মী নিয়োগ করা হতে চলেছে। এই নিয়োগে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি? বয়সসীমা কত? আবেদন ও নিয়োগ প্রক্রিয়া কি? ইত্যাদি বিষয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিস্তারিত জানতে তাই আপনাকে এই নিবন্ধটি শেষ পর্যন্ত পড়তে অনুরোধ করছি। 

KVS Job Vacancy 2022 | কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন নিয়োগ ২০২২: পদের নাম  

🔥 Post Name (পোস্টের নাম)🔥 Post Vacancy (শূন্যপদের সংখ্যা)
🔥 Primary Teacher ৬৪১৪ টি 
🔥 Assistant Commissioner ৫২ টি
🔥 Principal ২৩৯ টি
🔥 Vice Principal ২০৩ টি
🔥 Post Graduate Teacher১৪০৯ টি
🔥 Trained Graduate Teacher৩১৭৬ টি
🔥 Librarian ৩৫৫ টি
🔥 Primary Teacher (Music)৩০৩ টি
🔥 Finance officer ৬ টি
🔥 Assistant Engineer (Civil)২ টি
🔥 Assistant Section Officer (ASO)১৫৬ টি
🔥 Hindi Translator১১ টি
🔥 Senior Secretariat Assistant৩২২ টি
🔥 Junior Secretariat Assistant (LDC)৭০২ টি
🔥 Stenographer Grade-II৫৪ টি
🔥 Total১৩,৪০৪ টি

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 BSF Recruitment 2022

👉 New Scheme For Student: মাসে ১০,০০০ টাকা করে ভাতা পাবেন বিনামূল্যে প্রশিক্ষণ নিয়ে! কি ভাবে পাবেন? জেনে নিন

👉 Primary TET Result 2022: টেট-এর রেজাল্ট এই সময়ে প্রকাশ করতে চায় পর্ষদ! জানুন বিস্তারিত

KVS Recruitment 2022: Selection Process | কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন নিয়োগ ২০২২: নিয়োগ প্রক্রিয়া  

এই চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের প্রথমে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ভিত্তি করে।

How To Apply For KVS Recruitment 2022: | কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন নিয়োগ ২০২২: আবেদন প্রক্রিয়া  

১) আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে।

২) আবেদন করার পূর্বে আপনাকে আপনার সমস্ত নথিপত্র স্ক্যান করে নিতে হবে।

৩) আপনাকে আপনার বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। সার্টিফিকেট, ভেরিফিকেশন এবং অন্যান্য তথ্য আপনাকে এই মোবাইল নম্বর এবং ইমেল আইডিতে পাঠানো হবে।

৪) আবেদন করার সময় মনে রাখতে হবে, আবেদন করার সময় আপনি আপনার নাম, যে পোস্টের জন্য আবেদন করছেন, জন্মের তারিখ, আপনি বাসস্থানের ঠিকানা, ইমেল আইডি ইত্যাদি বিষয়গুলি চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।

প্রার্থীদের কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের অনলাইন আবেদনপত্রটি ভালো করে ফিল আপ করতে অনুরোধ করা হচ্ছে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আবেদনপত্রে কোনো পরিবর্তন করা যাবে না।

৫) আপনি আবেদন মূল্য অনলাইন/ অফলাইন উভয়ভাবেই দিতে পারবেন (যদি থাকে)।

৬) সবশেষে আপনাকে ‘Submit’ অপশনে ক্লিক করতে হবে। আবেদনপত্রটি সাবমিট করার পর সেভ করে রাখতে পারেন অথবা পরবর্তী প্রয়োজনের জন্য অ্যাপ্লিকেশন নম্বরটি প্রিন্ট করে রাখতে পারেন

KVS Recruitment 2022: Required Documents | কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন নিয়োগ ২০২২: প্রয়োজনীয় নথিপত্র  

এই চাকরির আবেদনের জন্য যে নথিপত্রগুলির প্রয়োজন সেগুলি হলো-

  • আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • আপনার বয়সের প্রমাণপত্র 
  • আপনার বাসস্থানের প্রমাণপত্র
  • আপনার পরিচয়পত্র (আঁধার কার্ড, ভোটার কার্ড)
  • আপনার কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
  • আপনার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)

আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিশ ডাউনলোডের লিঙ্ক নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

KVS Recruitment 2022: Application Fees | কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন নিয়োগ ২০২২: আবেদন মুল্য  

এই চাকরির জন্য কোনো আবেদন মুল্য দিতে হবে না।

KVS Recruitment 2022

KVS Recruitment 2022: Important Dates | কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন নিয়োগ ২০২২: গুরুত্বপুর্ণ তারিখসমূহ 

  • আবেদনের শুরুর তারিখ: ০৫.১২.২০২২ অর্থাৎ ৫ ডিসেম্বর ২০২২ তারিখ 
  • আবেদনের শেষ তারিখ: ২৬.১২.২০২২ অর্থাৎ ২৬ ডিসেম্বর ২০২২ তারিখ

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন
KVS Recruitment 2022 Apply Online আবেদন করুন
KVS Recruitment 2022 Official Notice ডাউনলোড করুন
KVS Recruitment 2022 Official Website এখানে দেখুন

 🔥 আরও পড়ুন 👇👇👇

👉 বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে ৬,০০০ চাকরির ঘোষণা পশ্চিমবঙ্গে! প্রশিক্ষণ শেষেই চাকরি (Apply Now!)

👉 জানুয়ারি মাসেই বিরাট পরিবর্তন আনছে SBI! বিপদ এড়াতে আগেই জানুন এই নিয়ম

👉 প্রতিদিন ৮০০ টাকা করে ঘরে বসেই ইনকাম করুন! কি ভাবে ইনকাম করবেন? জেনে নিন

👉 PMSS Scholarship 2022

FAQ: KVS Recruitment 2022 (কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন নিয়োগ ২০২২)

Q: KVS Recruitment 2022 (কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন নিয়োগ ২০২২)-তে আবেদনের শেষ তারিখ কবে?

Ans: ২৬ ডিসেম্বর ২০২২ তারিখের মধ্যে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Q: KVS Recruitment 2022 (কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন নিয়োগ ২০২২)-তে কিভাবে আবেদন করবেন?

Ans: অনলাইন মাধ্যমে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Q: KVS Recruitment 2022 (কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন নিয়োগ ২০২২)-তে আবেদন মূল্য কত?

Ans: কোনোরকম আবেদন মুল্য দিতে হবে না। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Leave a Comment