Latest Bandhan Bank Recruitment 2022 | বন্ধন ব্যাংক নিয়োগ ২০২২: লিখিত পরীক্ষা ছাড়াই বন্ধন ব্যাংকে চাকরির সুযোগ!

Bandhan Bank Recruitment 2022Bandhan Bank Job 2022, Bank Jobs, (বন্ধন ব্যাঙ্ক নিয়োগ ২০২২), bandhanbank.comBandhan Bank Application Form 2022, Apply Online

চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল সুখবর! আপনি যদি দীর্ঘদিন ধরে চাকরির জন্য অপেক্ষা করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুযোগ। সম্প্রতি বন্ধন ব্যাংক (Bandhan Bank Recruitment 2022) কর্তৃক একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে এখানে একাধিক শূন্যপদের জন্য প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হবে। যেকোনো জায়গার ব্যক্তিই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। তাই আপনাকে শেষ পর্যন্ত এই নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।

এছাড়াও বিভিন্ন  চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

বিষয় তালিকা

Bandhan Bank Recruitment 2022 | বন্ধন ব্যাংক নিয়োগ ২০২২

🔥 Organization Name (সংস্থার নাম)বন্ধন ব্যাংক 
🔥 Post Details (পোস্টের নাম)রিলেশনশিপ অফিসার এবং অন্যান্য 
🔥 Total Vacancies (মোট শূন্যপদ)১০, ০০০টি 
🔥 Apply Mode (আবেদন মাধ্যম)অফলাইন
🔥 Official Website (অফিশিয়াল ওয়েবসাইট)https://bandhanbank.com/

স্বনামধন্য বন্ধন ব্যাংকে (Bandhan Bank Recruitment 2022) একাধিক শূন্যপদের জন্য বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি? বয়সসীমা কত? আবেদন ও নিয়োগ প্রক্রিয়া কি? ইত্যাদি বিষয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিস্তারিত জানতে তাই আপনাকে এই নিবন্ধটি শেষ পর্যন্ত পড়তে অনুরোধ করছি।

Bandhan Bank Recruitment 2022: Vacancy Detail | বন্ধন ব্যাংক নিয়োগ ২০২২: পদের নাম

বন্ধন ব্যাংক নিয়োগ ২০২২-এ যে পদের জন্য কর্মী নিয়োগ করা হবে তা হলো-

  • Relationship Officer (RO)
  • Relationship Officer Super Saver (RO-SS)
  • Administration
  • Agri Business
  • Analytics/BIU/Corporate Strategy
  • Audit
  • Banking Operations & Customer Services
  • Branch Banking
  • Compliance
  • Corporate Salary
  • Corporate Services
  • Digital Banking
  • Finance & Accounts
  • Housing Finance
  • Human Resources
  • IT
  • Legal/Vigilance
  • Marketing
  • Micro Banking
  • Outdoor Collector
  • Indoor Staff
  • Retail Assets
  • Risk
  • SME & MSME Banking
  • Trade Finance
  • Treasury
  • Wholesale Banking

Bandhan Bank Recruitment 2022: Selection Process | বন্ধন ব্যাংক নিয়োগ ২০২২: নিয়োগ প্রক্রিয়া

এই চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের কোনরকমের লিখিত পরীক্ষা ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ে সিলেকশনের পর প্রার্থীদের ট্রেনিং দেওয়া হবে। এরপর প্রার্থীদের কাজে জয়েন করানো হবে।

Bandhan Bank Recruitment 2022: Salary | বন্ধন ব্যাংক নিয়োগ ২০২২: বেতন

এই চাকরির জন্য কর্মীদের মাসিক ১৪,৫০০ থেকে ২১,৫০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

How to Apply for Bandhan Bank Recruitment 2022: | বন্ধন ব্যাংক নিয়োগ ২০২২: আবেদন প্রক্রিয়া

আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে অফলাইন মাধ্যমে। আপনার সমস্ত নথিপত্র এবং CV একটি মুখবন্ধ খামে ভরে বন্ধন ব্যাংকের ডিভিশন অফিসে গিয়ে জমা দিতে হবে।

Bandhan Bank Recruitment 2022: Required Documents | বন্ধন ব্যাংক নিয়োগ ২০২২: প্রয়োজনীয় নথিপত্র

এই চাকরির আবেদনের জন্য যে নথিপত্রগুলির প্রয়োজন সেগুলি হলো-

  • আপনার শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • আপনার টেকনিক্যাল যোগ্যতার প্রমানপত্র
  • আপনার জন্ম এবং বয়সের প্রমাণপত্র
  • আপনার  পরিচয়পত্র (আঁধার কার্ড, ভোটার কার্ড)
  • আপনার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)

Bandhan Bank Recruitment 2022: Work Type | বন্ধন ব্যাংক নিয়োগ ২০২২: কাজের ধরন

বন্ধন ব্যাংকে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ করা হবে। এখানে কর্মীদের সকালে গ্রুপ লোন অথবা বাজার লোন কালেকশনের জন্য পাঠানো হবে, তারপর অফিসে এসে যাদের নতুন করে লোন পাস হবে আপনাকে তাদের লোনের ব্যবস্থা করে দিতে হবে। সবশেষে আপনাকে ব্যাংকের প্রয়োজনে হিসাবপত্র করতে হবে। এছাড়াও বন্ধন ব্যাংকের তরফে ‘বন্ধন ব্যাংক NextGen Banker’s জেনারেশন ব্যাংকার’ নামে একটি কোর্স লঞ্চ করা হয়েছে। এখানে চাকরিপ্রার্থীদের প্রথমে ট্রেনিং করানো হবে।

যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে ট্রেনিং নেবেন ট্রেনিং-এর শেষে তাদের নিশ্চিত চাকরির ব্যবস্থা রয়েছে। চাকরি প্রার্থীরা সরাসরি বন্ধন ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই বন্ধন ব্যাংক নেট জেনারেশন ব্যাংকার সার্চ করে সরাসরি আবেদন করতে পারবেন। চাকরিপ্রার্থীদের সরাসরি ১ বছরের জন্য ট্রেনিং দেওয়া হবে ১০ মাস ইনডোর ট্রেনিং এবং ২ মাস আউটডোর অথবা ফিল্ড ট্রেনিং হবে। ট্রেনিং শেষে চাকরিপ্রার্থীদের চাকরিতে জয়েন করানো হবে।

Bandhan Bank Recruitment 2022

Bandhan Bank Recruitment 2022: Educational Qualification | বন্ধন ব্যাংক নিয়োগ ২০২২: শিক্ষাগত যোগ্যতা

আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। এছাড়াও আপনি যদি উচ্চশিক্ষিত হয়ে থাকেন তাহলে আপনি উচ্চপদের জন্য আবেদন করতে পারবেন।

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন
Bandhan Bank Recruitment 2022 Official Website এখানে দেখুন

 🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇

🔥 Coal India Recruitment 2022

🔥 WB Ration Dealers Recruitment 2022

🔥 Burdwan University Recruitment 2022 

🔥 Darjeeling DEO Recruitment 2022

🔥 WB Health Recruitment 2022

🔥 Uttar Dinajpur Sub Divisional Office Recruitment 2022

🔥 Indian Coast Guard Recruitment 2022

FAQ: Bandhan Bank Recruitment 2022 (বন্ধন ব্যাংক নিয়োগ ২০২২)

Q: Bandhan Bank Recruitment 2022 (বন্ধন ব্যাংক নিয়োগ ২০২২)-তে আবেদন কিভাবে করতে হবে?

Ans: অফলাইন মাধ্যমে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Q: Bandhan Bank Recruitment 2022 (বন্ধন ব্যাংক নিয়োগ ২০২২)-তে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি?

Ans: উচ্চমাধ্যমিক পাশ। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Q: Bandhan Bank Recruitment 2022 (বন্ধন ব্যাংক নিয়োগ ২০২২)-তে শূন্যপদের সংখ্যা কত?

Ans: ১০ হাজারেরও বেশি। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Leave a Comment