Latest Job Updates 2022: ১০ লক্ষ শূন্যপদে চাকরির পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে, বিস্তারিত দেখুন!

Latest Job Updates 2022, Latest Jobs 2022, Central Government jobs, Central Govt Jobs

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন যে কেন্দ্রীয় সরকার সমগ্র ভারতে  ১০ লক্ষ শূন্যপদে চাকরির যে পরিকল্পনা তা বাস্তবে পরিণত করার কাজ শুরু করে দিয়েছে। গত ১১ আগস্ট বৃহস্পতিবার রাজ্যসভায় তাঁকে নিয়োগ সংক্রান্ত প্রশ্ন করা হলে তার প্রত্যুত্তরে এমনটাই জানিয়েছেন তিনি।

এছাড়াও বিভিন্ন  চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

সারা ভারতের বিভিন্ন দপ্তরে এবং মন্ত্রালয়ে এই ১০ লক্ষ কর্মীদের নিয়োগ করা হবে। দেশে দুই থেকে তিন বছরের বেশি সময় ধরে বেশ কিছু শূন্যপদ রয়েছে যেগুলিকে আবারও পূরণ করার অর্থাৎ ন্যায্যভাবে শূন্যপদগুলিকে পূরণ করার প্রচেষ্টা করা হচ্ছে, সেদিন এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং।

এই বিষয়ে তিনি আরও জানান যে এখনও পর্যন্ত IAS-এ প্রায় ১৪৭২টি, IPS-এ ৮৬৪টি শূন্যপদ রয়েছে। একইভাবে ভারতীয় রেল, মিনিস্ট্রি অফ ডিফেন্স, গ্রুপ-এ ও গ্রুপ-বি গেজেট ছাড়াও সরকারের অন্যান্য ক্ষেত্রেও শূন্যপদ রয়েছে। কেন্দ্রীয় সরকার আগামী দেড় বছরের মধ্যে এই সমস্ত ক্ষেত্রে প্রায় ১০ লক্ষ শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে।

Latest Job Updates 2022: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং-এর পরিসংখ্যান অনুযায়ী শূন্যপদের বিন্যাস-

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং কেন্দ্রের মন্ত্রিসভার সদস্য সুশীল কুমার মোদীর প্রশ্নের উত্তরে জানিয়েছেন দেশের বিভিন্ন বিভাগে, বিভিন্ন দপ্তরে যে শূন্যপদ রয়েছে তার বিন্যাস করেছেন। তিনি আরও জানান যে ২০২১ সালের মার্চ মাস অনুসারে গোটা দেশে প্রায় ৯ লক্ষ ৭৯ হাজার শূন্যপদ রয়েছে। যার মধ্যে-

১)  ইন্ডিয়ান রেলে শূন্যপদের সংখ্যা ২ লক্ষ ৯৩ হাজার।

২) ২ লক্ষ ৬৪ হাজার শূন্যপদ রয়েছে মিনিস্ট্রি অফ ডিফেন্সে।

৩) গ্রুপ-এ গেজেট ক্যাটেগরিতে শূন্যপদ ২৩ হাজার ৫৮৪।

৪) এছাড়াও অন্যান্য বিভাগে শূন্যপদের সংখ্যা ৯০ হাজার ৫০।

৫) গ্রুপ-বি নন-গেজেট ক্যাটেগরিতে শূন্যপদের সংখ্যা ২৬ হাজার ২৮২।

৬) গ্রুপ-সি নন-গেজেট ক্যাটেগরিতে শূন্যপদের সংখ্যা ৮ লক্ষ ৩৬ হাজার।

৭) ৩৯ হাজার ৩৬৬ শূন্যপদ রয়েছে ডিফেন্স মিনিস্ট্রিতে গ্রুপ-বি নন-গেজেটেড ক্যাটেগরিতে।

৮) ডিফেন্স মিনিস্ট্রিতে গ্রুপ-সি নন-গেজেটেড ক্যাটেগরিতে ২ লক্ষ ১৪ হাজার।

৯) রেলের গ্রুপ-সি বিভাগে শূন্যপদ রয়েছে ২ লক্ষ ৯১ হাজার।

১০) MHA তে গ্রুপ-সি নন-গেজেটেড ক্যাটেগরিতে শূন্যপদের সংখ্যা ১ লক্ষ ২১ হাজার।

কেন্দ্রীয় সরকারের মতানুযায়ী আগামী দেড় বছরের মধ্যে গোটা দেশে প্রায় ১০ লক্ষ বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। ভারতীয় রেল বিভাগে শূন্যপদ পূরণের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু হলে দেশের চাকরি প্রার্থীদের জন্য নিদারুণ চাকরির সুযোগ থাকবে।

latest job update 1000000 vacancy

ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের ডিফেন্সে নিয়োগের জন্য কর্মবিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে। গ্রুপ-সি, রেলসহ অন্যান্য চাকরির খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন।

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇

🔥 Kolkata Port Trust Recruitment 2022

 🔥 How to Become ED in Bengali

🔥 WB Land Department Recruitment 2022

🔥 Karur Vysya Bank Recruitment 2022

🔥 Purba Medinipur District Magistrate & Collector Recruitment 2022 (Group C)

🔥 BSNL Recruitment 2022 

Leave a Comment