Lower Division Clerk Recruitment 2022 (LDC): উচ্চ মাধ্যমিক পাশে মোটা বেতনে লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ ২০২২। বিস্তারিত দেখুন!

|| Lower Division Clerk Recruitment 2022, LDC Recruitment 2022, Latest Jobs 2022, লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ ২০২২ ||

চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিরাট বড়ো সুযোগ! ভারত সরকারের পক্ষ থেকে এলডিসি পদে (LDC Recruitment 2022) অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক পদে (Lower Division Clerk Recruitment 2022) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পুরুষ-মহিলা নির্বিশেষে সকল ব্যক্তিই এই পদের জন্য আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যেকোনো জায়গার ব্যক্তিই এই পদের চাকরির জন্য আবেদন করতে পারবেন। এই কর্মবিজ্ঞপ্তিটি ইতিমধ্যে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। বিস্তারিত জানতে তাই আপনাকে শেষ পর্যন্ত এই নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।

এছাড়াও বিভিন্ন  চাকরিসরকারি প্রকল্পশিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

বিষয় তালিকা

Lower Division Clerk Recruitment 2022: লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ ২০২২

ভারত সরকারের গ্রুপ-সি বিভাগে (Lower Division Clerk Recruitment 2022) এলডিসি পদে (লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ ২০২২) অনেক বেতনের কর্মী নিয়োগ করা হতে চলেছে। এই নিয়োগে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি? বয়সসীমা কত? আবেদন ও নিয়োগ প্রক্রিয়া কি? ইত্যাদি বিষয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিস্তারিত জানতে তাই আপনাকে এই নিবন্ধটি শেষ পর্যন্ত পড়তে অনুরোধ করছি।

LDC Recruitment 2022: Vacancy Detail (পদের নাম)

ভারত সরকারের গ্রুপ-সি বিভাগে যে পদের জন্য কর্মী নিয়োগ করা হবে তা হল- এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক পদে।

Lower Division Clerk Recruitment 2022: Educational Qualification (লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ ২০২২: শিক্ষাগত যোগ্যতা)

আপনি যদি এই পদের চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই উচচমাধ্যমিক পাশ করতে হবে। এছাড়াও কম্পিউটারে আপনার টাইপিং স্পীড ইংলিশ এর ক্ষেত্রে ৩৫ ডব্লুপিএম এবং হিন্দির ক্ষেত্রে ৩০ ডব্লুপিএম হওয়া আবশ্যক।

Lower Division Clerk Recruitment 2022: Age Limit (লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ ২০২২: বয়স সীমা)

এই পদে আবেদনকারী প্রার্থীদের বয়সসীমা অবশ্যই হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। এছাড়াও আপনি যদি ST ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনি অতিরিক্ত ৫বছর, এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে অতিরিক্ত ৩বছর এবং যে সরকারি কর্মচারী প্রার্থীরা ৩বছর এই পেশার সঙ্গে যুক্ত তারা ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। এবং এই ক্ষেত্রে SC/ST ক্যান্ডিডেটরা ৪৫ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন।

Lower Division Clerk Recruitment 2022: Selection Process (লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ ২০২২: নিয়োগ প্রক্রিয়া)

এই পদের চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের প্রথমে লিখিত কম্পিটিটিভ পরীক্ষা নেওয়া হবে। কম্পিটিটিভ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রার্থীদের টাইপিং টেস্টের জন্য ডাকা হবে। এই দুটি পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে রেজাল্ট বের করা হবে। সেই রেজাল্ট দেখে কর্মী নিয়োগ করা হবে।

Lower Division Clerk Recruitment 2022: Salary (লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ ২০২২: বেতন)

এই পদের চাকরির জন্য কর্মীদের পে লেভেল-২ অনুযায়ী ১৯০০০ থেকে ৬৩২০০টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

How to Apply for Lower Division Clerk Recruitment 2022: লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ ২০২২: আবেদন প্রক্রিয়া

আপনি যদি এই পদের চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে অফলাইন মাধ্যমে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি ডাউনলোড (Download) করে ভালো করে ফিল আপ করে আবেদনপত্রটিকে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে। যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে তা হল-

  • আপনার মাধ্যমিকের সার্টিফিকেট
  • আপনার উচচমাধ্যমিকের সার্টিফিকেট
  • গেজেটেড অফিসারের থেকে আপনার ক্যারেক্টার সার্টিফিকেট
  • আপনার কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
  • আপনার আঁধার কার্ড, প্যান কার্ড
  • সেলফ অ্যাটেস্টেড করা ২টো পাসপোর্ট সাইজের ছবি।
  • একটি সেলফ অ্যাড্রেসড্ এনভেলাপে পোস্টাল স্ট্যাম্প।

আবেদনপত্রটি যে ঠিকানায় পৌঁছে দিতে হবে তা হল-

TO THE COMMANDANT, ARMY AD CENTRE, GOLABANDHA, GANJAM(ODISHA),PIN- 761052

আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিশ ডাউনলোডের লিঙ্ক নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

ldc lower division clerk recruitment 2022

Lower Division Clerk Recruitment 2022: Last Date of Apply (লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ ২০২২: আবেদনের শেষ তারিখ)

এই পদের চাকরির জন্য শেষ তারিখ হিসেবে কোনো নির্দিষ্ট তারিখ দেওয়া হয়নি। অফিসিয়াল নোটিফিকেশনে জানানো হয়েছে যে এই বিজ্ঞপ্তিটি প্রকাশের ৪৫দিনের মধ্যে আবেদন করতে হবে।

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরিসরকারি প্রকল্পশিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন
Official Notice Download LinkDownload করুন

আরও চাকরির আপডেট দেখুন 👇👇👇

🔥 WB PSC Recruitment 2022

🔥 Indian Railway Recruitment 2022 Group C

🔥 Nabanna Scholarship 2022 & Uttarkanya Scholarship 2022: মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পাস হলেই ১০ হাজার করে টাকা দিচ্ছে রাজ্য সরকার। বিস্তারিত দেখুন!

🔥 ভারতীয় ডাক বিভাগে নিয়োগ ২০২২

🔥 West Bengal Health Recruitment 2022

🔥 WB Job Recruitment 2022

🔥 West Bengal Asha Karmi Recruitment 2022

🔥 Indian Railway Group D Recruitment 2022

🔥 ICICI Bank Recruitment 2022

FAQ:

Q: Lower Division Clerk Recruitment 2022(লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ ২০২২)-তে আবেদনের শেষ তারিখ কবে?

Ans: এই বিজ্ঞপ্তিটি প্রকাশের ৪৫দিনের মধ্যে আবেদন করতে হবে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Q: Lower Division Clerk Recruitment 2022 (লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ ২০২২)-তে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি?

Ans: উচচমাধ্যমিক পাশ। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Q: Lower Division Clerk Recruitment 2022 (লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ ২০২২)-তে আবেদনের জন্য বয়সসীমা কত?

Ans: ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। এছাড়াও আপনি ST ক্যান্ডিডেট হলে অতিরিক্ত ৫বছর, এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে অতিরিক্ত ৩বছর এবং যে সরকারি কর্মচারী প্রার্থীরা ৩বছর এই পেশার সঙ্গে যুক্ত তারা ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। এই ক্ষেত্রে SC/ST ক্যান্ডিডেটরা ৪৫ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Leave a Comment