১/৮: নিজের ভাগ্য পরীক্ষা করার জন্য অনেকেই লটারি (Lottery) কাটেন। কিন্তু লটারি কাটার সঠিক পদ্ধতি না জানার কারনে অনেক মানুষই প্রতিদিন টিকিট কাটার পরেও পুরস্কার জিততে পারেন না। আজকের প্রতিবেদনে কিছু বৈজ্ঞানিক Lottery Tips সম্পর্কে আলোচনা করা হলো। এই পদ্ধতি অনুসরণ করলে যে কোনো ব্যক্তি লটারি জিততে পারেন। তাহলে চলুন এই টিপস সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
বিষয় তালিকা
সঠিক পদ্ধতি, Lottery Tips জেনে টিকিট কাটলে আপনিও কোটিপতি হতে পারেন
২/৮: এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে, যেহেতু এই লটারি কাটা সম্পূর্ন অর্থ সম্পর্কিত ব্যাপার তাই আমরা কাউকে এতে উৎসাহিত করছি না। আপনি যদি কোনরকমের আর্থিক ক্ষতির স্বীকার হন, তাহলে এর জন্য আমরা কোনোভাবেই দায়ী নই। যদি এই বিষয়ে ইচ্ছা রয়েছে, তারা নিজেদের ব্যক্তিগত আগ্রহে এই খেলা খেলবেন।
৩/৮: অধিকাংশ মানুষ সময়ের অভাবে যে কোনো নম্বর বেছে নেন। তবে এতে লটারি জেতার সম্ভাবনা কম থাকে। অর্থাৎ নিজের ভাগ্যকে আরো পোক্ত করতে কৌশল এবং অভিজ্ঞতার প্রয়োগ করতে হবে। তাহলে চলুন কিছু বৈজ্ঞানিক টিপসের মাধ্যমে জেতার পদ্ধতি সম্পর্কে জেনে নেওয়া যাক।
🔥 আরও পড়ুন: 👇👇👇
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Online Earning: বাড়ি বসেই ইনকাম করার এই ৫টি সহজ উপায় জেনে নিন, মিলবে চাকরির থেকেও বেশি মুনাফা
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 ফ্রি-তে চলবে ইন্টারনেট! করতে হবে না রিচার্জও, এই App ডাউনলোড করে নিশ্চিন্তে OTT দেখুন
৪/৮: সাধারণত লটারি টিকিট কাটার নিয়ে সম্পর্কে অনেকেই জানেন না। লটারি টিকিট মূলত ৫ নম্বরের হয়ে থাকে। ধরা যাক, কোনো লটারির টিকিট নম্বর ABCDE। তাহলে A, B, C, D, E হিসেবে সংখ্যাগুলি ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ অর্থাৎ সংখ্যাগুলি হলো ১ থেকে ৯-এর মধ্যে যেকোনো সংখ্যা। লটারির টিকিটের প্রথম সংখ্যা অর্থাৎ ‘A’ হলো ব্যাক নম্বর। দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যা যথাক্রমে ‘BC’। এই ২ টি সংখ্যাকে মিডল নম্বর বলা হয়। শেষের দুটি সংখ্যা ‘DE’ হল লাস্ট ডিজিট নম্বর। অর্থাৎ যদি কোনো লটারি নম্বর ৮৬৩৮২ হয়ে থাকে, তবে ৮ ব্যাক নম্বর, ৬ এবং ৩ হলো মিডল নম্বর, আর ৮ এবং ২ হল লাস্ট ডিজিট নম্বর।
Scientific Lottery Tips and Tricks (লটারি কাটার টিপস)–
৫/৮: ১) যেকোনো লটারি টিকিট কাটার পূর্বে তার লাস্ট ডিজিট নম্বর দেখতে হবে। এই দুটি নম্বর বারংবার লক্ষ্য করে তবেই সিলেক্ট করতে হবে। তবে বেশিরভাগ মানুষই বাছাই করার সঠিক পদ্ধতি জানেন না। মিডল নম্বরের ঘরে যে দুটি সংখ্যা রয়েছে, তা দশ ঘর পর্যন্ত নম্বর এবং মিডিল নম্বরের বিপরীত নম্বরগুলোর দশ ঘরের মধ্যে থাকবে হবে।
৬/৮: উদাহরণ স্বরূপ বলা যায় যে, লটারির মিডল নম্বর হলো ৬ এবং ৮। লাস্ট ডিজিট নম্বর মিডল নম্বরের দুটো সংখ্যা ৬ এবং ৪-এর ভিত্তিতে হতে হবে দশ ঘরের মধ্যে অর্থাৎ ৬০-৬৯ এবং ৪০-৪৯-এর মধ্যে। টিকিটের মিডিল নম্বরের ভিত্তিতে বাছাই করা লাস্ট ডিজিট নম্বর হবে যথাক্রমে, ৬০-৬৯-এর মধ্যে এবং ৪০-৪৯-এর মধ্যের সংখ্যা। অপরদিকে, মিডল নম্বরের শেষ নম্বর অথবা ৪-এর বিপরীত নম্বর হবে ৯। তাই এই ঘরের সংখ্যা হবে ৯০-৯৯। অর্থাৎ সেই সংখ্যাকে সেকেন্ড টার্গেট লাস্ট নম্বর ধরে নিতে হবে।
৭/৮: তাহলে চলুন এবার লটারির টিকিটের বিপরীত নম্বরগুলো কিভাবে বুঝবেন তা জেনে নেওয়া যাক।
১) ০-এর বিপরীত ৫
২) ১-এর বিপরীত ৬
৩) ২-এর বিপরীত ৭
৪) ৩-এর বিপরীত ৮
৫) ৪-এর বিপরীত ৯
৮/৮: ২) লটারি কাটার পূর্বে দেখে নিতে হবে, এই দশ ঘর বিশিষ্ট নম্বরগুলোর মধ্যে মিডলের শেষ নম্বর এবং লাস্ট ডিজিট নম্বরের শেষ নম্বরের বিয়োগফল ১ অথবা ০ অথবা ১ হতে হবে। যেমন- ৬৪৮৩ নম্বরের বিয়োগফল ১। ৬৪৮৪ নম্বরের বিয়োগফল ০.৬৪৮৫ নম্বরের বিয়োগফল ১ হবে। এইভাবে ভাবনাচিন্তার পরই যদি আপনি টিকিট কাটেন, তাহলে আপনার জেতার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে।
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 বিরাট সুখবর! রেশন কার্ড থাকলেই পাবেন ১০০০ টাকা করে! জানুন বিস্তারিত
👉 Aadhaar link: মোবাইল নম্বর বদলেছেন? মাত্র ৫০ টাকা দিয়ে এভাবে আধারের সাথে লিঙ্ক করুন
👉 মাসে মাসে ৩০০০ টাকা করে, মিলবে ৪৪ লক্ষ টাকা! কেন্দ্রের এই প্রকল্প সম্পর্কে জেনে নিন
👉 WB Asha Karmi Recruitment 2023 West Bengal