PAN Aadhaar Link: অনলাইনে নয়, এবার মোবাইলেই PAN ও Aadhaar লিঙ্ক করার এই সহজ পদ্ধতি জেনে নিন! কয়েক সেকেন্ডে কাজ শেষ

PAN Aadhaar Linking Easy Process-

১/১০: আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক (Aadhaar Pan Link) করার জন্য বর্তমানে একাধিক পদ্ধতি রয়েছে। এমন অনেকে আছেন যাদের এই অনলাইন পদ্ধতি বুঝতে অসুবিধা হচ্ছে। তবে তাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তাদের জন্য রয়েছে একটি সহজ পদ্ধতি

২/১০: আপনি যদি প্যান (PAN Card) এবং আধার কার্ড (Aadhaar Card) যদি এখনো লিঙ্ক না করে থাকেন, তাহলে শীঘ্রই এই কাজ সম্পন্ন করুন। কারণ হাতে আর বেশি সময় নেই। নির্ধারিত সময়ের মধ্যে যদি এই লিঙ্ক না করা হয়, তাহলে আপনি সমস্যায় পড়তে পারেন। এই লিঙ্ক প্রক্রিয়াটি করা না থাকলে, প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। আর প্যান কার্ড অকেজো হয়ে গেলে প্যান সংক্রান্ত একাধিক আর্থিক কাজকর্ম, লেনদেন কিছুই করতে পারবেন না। এছাড়াও যদি সময়সীমা অতিক্রম হয়ে যায় তখন এই লিঙ্ক প্রক্রিয়াটি সম্পন্ন করতে আপনাকে ১,০০০ টাকা জরিমানা দিতে হতে পারে।

৩/১০: এই কাজ করা বাধ্যতামূলক হলেও অনলাইনে ঝক্কির কথা ভেবে অনেকেই এই কাজ করতে পারছেন না। এই কাজ সম্পন্ন করার জন্য আগামী ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত সময় রয়েছে। অর্থাৎ হাতে রয়েছে আর মাত্র ১০ দিন

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 PAN Aadhaar Link: আপনার প্যান-আধার লিঙ্ক কী আদেও সফল হয়েছে? অনলাইনে এই ভাবে দেখে নিন

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Pan Card Update: ১ লক্ষ টাকা পাবেন প্যান কার্ড থাকলেই! কারা কীভাবে পাবেন? জেনে নিন এক ক্লিকেই

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Aadhaar card: আপনার আধার কার্ডে করে ফেলুন এই আপডেট, পেতে পারেন এই সব সুবিধা!

৪/১০: আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক না করলে বাতিল হয়ে যাবে প্যান কার্ড। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (CBDT) ২০২২ সালে মার্চ মাসে এই বিষয়ে একটি নির্দেশ জারি করে। এখন যদি প্যান কার্ড বাতিল হয়ে যায় তাহলে ব্যাঙ্কিং কাজ সম্পূর্নরূপে বন্ধ হয়ে যাবে।

৫/১০: ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টসহ SEBI-ও তার কাস্টমারদের Aadhaar Card-এর সাথে PAN Card লিঙ্ক করে রাখতে বলেছে, যাতে টাকাপয়সা লেনদেন করার ক্ষেত্রে নিরাপত্তা থাকে। আধারের সাথে প্যান কার্ড লিঙ্ক করার অনেক পদ্ধতি রয়েছে। যাদের এই অনলাইন পদ্ধতি বুঝতে অসুবিধা হচ্ছে, তাদের জন্য রয়েছে একটি সহজ উপায়। 

PAN Aadhaar লিঙ্কিংয়ের সহজ প্রক্রিয়া-

৬/১০: আপনি SMS-এর মাধ্যমেও এই কাজ করতে পারেন। SMS করে আপনাকে UIDPIN লিখতে হবে। এরপর নিজের আধার নম্বর প্রদান করতে হবে। তারপর আপনাকে আপনার নিজের প্যান নম্বর প্রদান করতে হবে। সবশেষে ৫৬৭৬৭৮ অথবা ৫৬১৬১ নম্বরে এই SMS (UIDPIN<12 ডিজিটের আধার নম্বর<10 ডিজিটের প্যান নম্বর>) পাঠিয়ে দিতে হবে।

৭/১০: যদি এরমধ্যেই আপনার লিঙ্ক প্রক্রিয়া হয়ে গিয়ে থাকে, তাহলে আপনার কাছে একটি SMS আসবে, যাতে লেখা থাকবে যে, আপনার আধারের সাথে প্যান কার্ড লিঙ্ক হয়ে গেছে

৮/১০: এখন PAN Aadhaar Linking প্রক্রিয়াটি খুব সহজেই SMS-এর মাধ্যমে করা যায়। কিন্তু সঠিক উপায়ে পরপর আধার এবং প্যান নম্বরগুলি কিভাবে দিতে হবে, সেই বিষয়ে আপনাকে জেনে রাখতে হবে।

Learn this simple method to link PAN and Aadhaar on mobile instead of online

৯/১০: আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে UIDPIN টাইপ করার পর স্পেস দিয়ে প্রথমে ১২ ডিজিটের আধার নম্বর, তারপর পিরণার স্পেস দিয়ে আপনাকে ১০ ডিজিটের প্যান নম্বর লিখতে হবে। এরপর আপনাকে ৫৬৭৬৭৮ অথবা ৫৬১৬১ নম্বরে সেই SMS টি পাঠিয়ে দিতে হবে। আবেদনকারীর লিঙ্কিং প্রক্রিয়া সম্পন্ন হলে তার মোবাইলে একটি ম্যাসেজ আসবে।

১০/১০: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

 🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 DA Hike News: আজই বাড়ছে ডিএ! কত টাকা বেশি বেতন পাবেন? জেনে নিন

👉Post Office Group D Recruitment 2023

👉 ৪৪ লাখ টাকা পাবেন ৩ হাজার টাকা জমালেই! কেন্দ্রের এই স্কিমে বিনিয়োগে হবেন মালামাল

👉 MSCWB Recruitment 2023

👉 ২৬ লাখ টাকা পেয়ে যান ১১৫ টাকা জমিয়েই! মধ্যবিত্তদের সমস্যা মেটাতে এই দারুণ স্কিম নিয়ে এল LIC

Leave a Comment