১/৭: বাড়ির মহিলাদের কথা ভেবেই এলআইসি আধার শীলা পলিসি আনা হয়েছে।
২/৭: বর্তমানে জিনিসপত্রের দাম প্রায় আকাশছোঁয়া। তাই এই মূল্যবৃদ্ধির বাজারে প্রায় প্রত্যেকেই এক্সট্রা ইনকাম করার চেষ্টা করছেন। বাড়ির কর্তা পরিবারের চাহিদা মেটানোর জন্য সারাদিন অক্লান্ত পরিশ্রম করেন। শুধু তাই নয়, সংসারের হাল ধরার জন্য বাড়ির মহিলারাও আজকাল চাকরি করেন। আপনি যদি কোন বিকল্প আয়ের পথ খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক প্রতিবেদনটি পড়ছেন।
৩/৭: এলআইসি (LIC) বাড়ির মহিলাদের কথা ভেবে একটি নতুন পলিসি নিয়ে এসেছে। এই পলিসির নাম হলো- এলআইসি আধার শীলা পলিসি। তাহলে চলুন এই পলিসি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 টাকা জমাবেন? দেখে নিন কত রকমের সেভিংস প্ল্যান হয়? কোথায় বিনিয়োগ করলে সবচেয়ে বেশি লাভ?
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 ৮ হাজার টাকা পাবেন প্রতিমাসে! কেন্দ্র সরকারের এই স্কিমে আবেদন করলেই ধনলাভ!
🔥 আরও পড়ুন: 👇👇👇
৪/৭: এলআইসি আধার শীলা পলিসি পাওয়ার জন্য মহিলাদের বয়স হতে হবে ৮ থেকে ৫৫ বছরের মধ্যে। যেকোনো মহিলা এই পলিসিতে সর্বনিম্ন ৭৫ হাজার টাকা এবং সর্বোচ্চ ৩ লক্ষ টাকার বীমা কিনতে পারবেন। LIC-এর এই পলিতির আওতায় আপনি বিনিয়োগ করতে পারবেন ত্রৈমাসিক, অর্ধবার্ষিক এবং বার্ষিক ভিত্তিতে। সর্বনিম্ন ১০ বছর এবং সর্বোচ্চ ২০ বছরের জন্য এই পলিসিতে বিনিয়োগ করা যায়।
৫/৭: নিরাপত্তা এবং সঞ্চয় উভয়ই LIC-এর এই আধার শীলা পলিসিতে পাওয়া যায়। যে সমস্ত মহিলাদের আধার কার্ড তৈরি হয়েছে কেবলমাত্র সেই সমস্ত মহিলারাই এই সুবিধা নিতে পারবেন। পলিসি হোল্ডারের মৃত্যুর পর LIC-এর এই পলিসি তার পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করবে।
৬/৭: আপনি যদি দৈনিক ৬০ টাকা করে এই পলিসিতে জমা করেন, তাহলে LIC-এর এই আধার শীলা যোজনায় ১ বছরে আপনি ২১,৯১৮ টাকা জমা দিতে পারবেন। ২০ বছরে আপনি বিনিয়োগ করবেন ৪,২৯,৩৯২ টাকা। এরপর পলিসির মেয়াদ শেষ হলে আপনি রিটার্ন পাবেন ৭,৯৪,০০০ টাকা।
৭/৭: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 রাজ্যবাসীকে মাথাপিছু ১০,০০০ টাকা দিচ্ছে মমতা সরকার! এখনই আবেদন করুন (Apply Now)
👉 Jago Prakalpa: ৫০০০ টাকা করে প্রত্যেক মহিলা পাবেন এই প্রকল্পে আবেদন করলে! আবেদন প্রক্রিয়া দেখুন এখানেই