LIC HFL Recruitment 2022 | এলআইসি নিয়োগ ২০২২: ১ লক্ষ টাকা অবধি বেতনে এলআইসি-তে চাকরির সুযোগ! বিস্তারিত দেখুন!

LIC HFL Recruitment 2022, LIC Recruitment 2022, এলআইসি নিয়োগ ২০২২

চাকরি প্রার্থীদের জন্য রয়েছে 5বিশাল সুখবর! সম্প্রতি এলআইসি ফাইনান্স হাউসিং লিমিটেডের (LIC HFL Recruitment 2022) পক্ষ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে যে এখানে ভালো বেতনে কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের যেকোনো জায়গার ব্যক্তিই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। আপনি যদি দীর্ঘদিন ধরে চাকরির জন্য অপেক্ষারত হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুযোগ। ইতিমধ্যেই এই কর্মবিজ্ঞপ্তিটি অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তাই আপনাকে শেষ পর্যন্ত এই নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।

এছাড়াও বিভিন্ন  চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

বিষয় তালিকা

LIC HFL Recruitment 2022 | এলআইসি নিয়োগ ২০২২

Organization Name (সংস্থার নাম)এলআইসি ফাইনান্স হাউসিং লিমিটেড (LIC HFL)
Post Details (পোস্টের নাম)অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 
Total Vacancies (মোট শূন্যপদ)৮০টি
Salary (বেতন)২২,৭৩০ থেকে ১,০১,০৪০ টাকা পর্যন্ত
Job Location (চাকরির স্থান)সমগ্র দেশে (ইন্ডিয়া)
Apply Mode (আবেদন মাধ্যম)অনলাইন
Official Website (অফিশিয়াল ওয়েবসাইট)lichousing.com

এলআইসি ফাইনান্স হাউসিং লিমিটেডে (LIC HFL Recruitment 2022) কর্মী নিয়োগ করা হতে চলেছে।এই নিয়োগে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি? বয়সসীমা কত? আবেদন ও নিয়োগ প্রক্রিয়া কি? ইত্যাদি বিষয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিস্তারিত জানতে তাই আপনাকে এই নিবন্ধটি শেষ পর্যন্ত পড়তে অনুরোধ করছি।

LIC HFL Recruitment 2022: Vacancy Detail | এলআইসি নিয়োগ ২০২২: পদের নাম

এলআইসি নিয়োগ ২০২২-এ যে পদের জন্য কর্মী নিয়োগ করা হবে তা হলো-

  • অ্যাসিস্ট্যান্ট
  • অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আদার্স)
  • অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ডিরেক্ট মার্কেটিং এক্সিকিউটিভ)

LIC HFL Recruitment 2022: Age Limit | এলআইসি নিয়োগ ২০২২: বয়স সীমা

অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আদার্স)-

উপরিউক্ত পদগুলোর জন্য আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনার বয়স সীমা অবশ্যই হতে হবে ০১.০১.২০২২ অনুযায়ী ২১ থেকে ২৮ বছরের মধ্যে।

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ডিরেক্ট মার্কেটিং এক্সিকিউটিভ)-

এই পদের চাকরির জন্য আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনার বয়স হতে হবে ০১.০১.২০২২ অনুযায়ী ২১ থেকে ৪০ বছরের মধ্যে।

LIC HFL Recruitment 2022: Selection Process | এলআইসি নিয়োগ ২০২২: নিয়োগ প্রক্রিয়া

অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আদার্স)-

উপরিউক্ত পদগুলোর জন্য আবেদনকারী প্রার্থীদের অনলাইন পরীক্ষা এবং ইন্টারভিউ এবং মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ডিরেক্ট মার্কেটিং এক্সিকিউটিভ)-

এই পদের জন্য আবেদনকারী প্রার্থীদের পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা, অনলাইন পরীক্ষা এবং ইন্টারভিউ এবং মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।

LIC HFL Recruitment 2022: Salary | এলআইসি নিয়োগ ২০২২: বেতন

অ্যাসিস্ট্যান্ট-

এই পদের জন্য কর্মীদের ২২,৭৩০ থেকে ৫২,৪৭৫ টাকা পর্যন্ত মাসিক বেতন দেওয়া হবে।

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার-

এই পদের জন্য কর্মীদের মাসিক ৫৩,৬২০ থেকে ১,০১,০৪০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

How to Apply for LIC HFL Recruitment 2022: | এলআইসি নিয়োগ ২০২২: আবেদন প্রক্রিয়া

১) আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে।

২) অফিসিয়াল ওয়েবসাইট www.lichousing.com-এ গিয়ে ‘Careers’ অপশনে ক্লিক করতে হবে।

৩) এরপর ‘Job Opportunities’ নামক অপশনে ক্লিক করতে হবে।

৪) তারপর আপনার সামনে ‘RECRUITMENT OF ASSISTANTS/ ASSISTANT 

MANAGER’ পেজটি খুলবে।

৫) সেখানে আপনাকে ‘Apply Online’ অপশনে ক্লিক করতে হবে।

৬) এরপর ‘Click here for New Registration’ অপশনে ক্লিক করতে হবে।

৭) আবেদনপত্রটি ভালো করে ফিল আপ করে সেটিকে অনলাইনে সাবমিট করতে হবে।

আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিশ ডাউনলোডের লিঙ্ক নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

LIC HFL Recruitment 2022: Required Documents | এলআইসি নিয়োগ ২০২২: প্রয়োজনীয় নথিপত্র

এই চাকরির আবেদনের জন্য যে নথিপত্রগুলির প্রয়োজন সেগুলি হলো-

  • আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • আপনার বয়সের প্রমাণপত্র 
  • আপনার নিজের সাক্ষর
  • আপনার বাসস্থানের প্রমাণপত্র
  • আপনার পরিচয়পত্র (আঁধার কার্ড, ভোটার কার্ড)
  • আপনার কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
  • আপনার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)

LIC HFL Recruitment 2022: Application Fees | এলআইসি নিয়োগ ২০২২: আবেদন মূল্য

আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে ৮০০ টাকা আবেদন মূল্য দিতে হবে।

LIC HFL Recruitment 2022: Educational Qualification | এলআইসি নিয়োগ ২০২২: শিক্ষাগত যোগ্যতা

অ্যাসিস্ট্যান্ট-

আপনি যদি এই পদের জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই ৫৫% নম্বরসহ গ্র্যাজুয়েশন পাশ করতে হবে। এছাড়াও কম্পিউটারের জ্ঞান থাকা আবশ্যক।

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আদার্স)-

এই পদের চাকরির জন্য আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনাকে ৬০% নম্বরসহ গ্র্যাজুয়েশন পাশ করতে হবে। অথবা যেকোনো বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন পাশ করতে হবে। এছাড়াও কম্পিউটারের জ্ঞান থাকা আবশ্যক।

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ডিরেক্ট মার্কেটিং এক্সিকিউটিভ)-

এই পদের চাকরির জন্য আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই ৫০% নম্বরসহ গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন পাশ করতে হবে। মার্কেটিং/ ফাইনান্স-এ MBA থাকলে আপনি এই পদের চাকরির জন্য অগ্রাধিকার পাবেন। এছাড়াও এই বিষয়ে আপনার কাজের ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

LIC HFL Recruitment 2022

LIC HFL Recruitment 2022: Last Date of Apply | এলআইসি নিয়োগ ২০২২: আবেদনের শেষ তারিখ

আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে ২৫.০৮.২০২২ অর্থাৎ ২৫ আগস্ট ২০২২ তারিখের মধ্যে।

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন
LIC HFL Recruitment 2022 Apply Online আবেদন করুন
LIC HFL Recruitment 2022 Official Notice ডাউনলোড করুন
LIC HFL Recruitment 2022 Official Website এখানে দেখুন

 🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇

🔥 BSF Recruitment 2022 Online Apply

🔥 Birbhum BDO Office Recruitment 2022

🔥 Collective Development Officer Nadia Recruitment 2022

🔥 Central Government Recruitment 2022

🔥 MAKAUT Recruitment 2022

🔥 Kolkata Metro Recruitment 2022 | কলকাতা মেট্রো নিয়োগ ২০২২

FAQ: LIC HFL Recruitment 2022: Last (এলআইসি নিয়োগ ২০২২)

Q: LIC HFL Recruitment 2022: Last (এলআইসি নিয়োগ ২০২২)-তে আবেদনের শেষ তারিখ কবে?

Ans: ২৫ আগস্ট ২০২২ তারিখের মধ্যে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Q: LIC HFL Recruitment 2022: Last (এলআইসি নিয়োগ ২০২২)-তে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি?

Ans: গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন। এছাড়াও কম্পিউটারের জ্ঞান থাকা আবশ্যক। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Q: LIC HFL Recruitment 2022: Last (এলআইসি নিয়োগ ২০২২)-তে আবেদনের জন্য বয়সসীমা কত?

Ans: ২১ থেকে ৪০ বছর। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Leave a Comment