অকেজো হতে চলেছে ডিজিটাল রেশন কার্ড! আজই এই কাজ করুন রেশন সামগ্রী পাওয়া সচল রাখতে।

(১/১৩) এবার রেশন (Ration) নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে একটি বড় খবর শোনা গেল বন্ধ হয়ে যাচ্ছে ডিজিটাল রেশন (Digital Ration) পরিষেবা। আপনার রেশন কার্ডের সঙ্গে যদি আপনি এই কাজটি না করে থাকেন তবে আপনিও রেশন পরিষেবা থেকে বঞ্চিত হবেন।

(২/১৩) রেশন সামগ্রী নিয়ে খাদ্য দপ্তর একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করেছে। এই নোটিশ অনুযায়ী সবাইকে রেশন কার্ড (Ration Card) সচল রাখতে একটি নির্দিষ্ট কাজ করতে বলা হয়েছে সবাই যেন সঠিকভাবে রেশন পরিষেবা পায় তার জন্যই এরূপ নোটিশ জারি করেছে খাদ্য দপ্তর। বিস্তারিত জানার আগে আমদের WhatsApp গ্রুপে যুক্ত হন নিচে দেওয়া লিঙ্ক থেকে নিয়মিত আপডেট সবার আগে পাওয়ার জন্য-

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

(৩/১৩) কোন ব্যক্তির কাছে খাদ্য সাথী কার্ড থাকলে রাজ্য সরকারের তরফ থেকে তিনি সকল ধরনের রেশন পরিষেবা পেয়ে থাকেন। তবে সম্প্রতি খবর পাওয়া গেছে মে মাস এর পর থেকে সকল রেশন কার্ড বন্ধ হয়ে যাবে।

🔥 আরও পড়ুন:

👉 Pan Aadhaar link: এই বিরাট পরিবর্তন আনা হলো প্যান-আধার কার্ড লিংক -এর নিয়মে! বিপদে পড়বার আগে জানুন

🔥 আরও পড়ুন:

👉 PAN Card: সবার প্যান কার্ডে লেখা থাকে ১০ টি নম্বর, ৯৯% মানুষ জানেন না এই নম্বরের অর্থ! জেনে নিন এখনই

🔥 আরও পড়ুন:

👉 Business Idea: সেরা এই ১৬টি ব্যাবসার আইডিয়া, মহিলারা যা থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন | 16 Best Business Ideas For Women

(৪/১৩) খাদ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী ডিজিটাল রেশন কার্ডের (Digital Ration Card) মাধ্যমে প্রত্যেক উপভোক্তা কে সঠিক ভাবে রেশন পরিষেবা দিতে রেশন কার্ডের সাথে আধার তথ্য লিঙ্ক করার নির্দেশ দিয়েছিল Department of Food, Govt. of West Bengal. খাদ্য দপ্তরের এইরূপ নির্দেশ অনুযায়ী কিছু সংখ্যক মানুষ এটি পালন করলেও এখনো বহু মানুষ রয়েছে যারা এ নিয়ম পালন না করে বিনা রেশন আধার লিঙ্ক করে রেশন সামগ্রী নিয়ে যাচ্ছেন।

(/১৪) এ অবস্থায় সাধারণ মানুষকে এই কাজটি সম্পন্ন করার জন্য খাদ্য দপ্তর এপ্রিল মাসটি সম্পূর্ণ সময় দিয়েছে। খাদ্য দপ্তরের নোটিসে বলা হয়েছে এ সময়ের মধ্যেও যারা রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাবে না তাদের রেশন পরিষেবা দেওয়া বন্ধ করে দেওয়া হবে। এবং রেশন কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হবে।

(/১৩) অতএব আপনার রেশন পরিষেবা সঠিকভাবে বহাল রাখতে চাইলে দ্রুত নিজের রেশন কার্ডের সঙ্গে বা আপনার পরিবারের সকলের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্ত করিয়ে নিন। আবার কোন কোন ব্যক্তির ক্ষেত্রে এমনও দেখা যায় যে লিংক করানোর পরে ও স্ট্যাটাস চেক করতে গিয়ে Deactivate দেখায়। এমন অবস্থায় নিজের পদ্ধতি অনুযায়ী আপনি আপনার বা আপনার পরিবারের ডিজিটাল রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করিয়ে নিতে পারেন

আপনার ডিজিটাল রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা হয়েছে কিনা কিভাবে বুঝবেন?

(/১৩) Ration-Aadhar Link Status জানার জন্য প্রথমে আপনাকে food.wb.gov.in ওয়েবসাইটে যেতে হবে। এরপর সেখানে থাকা Ration Card এর অন্তর্গত Check The Status of Your Ration Card এ ক্লিক করুন। এরপর স্ক্রিনে একটি নতুন পেজ ওপেন হবে সেখানে আপনার Ration Card Number, Category Captcha Code দিয়ে Search এ ক্লিক করুন। এরপর ওপেন হওয়া পেজটিতে Status Active লেখা থাকলে বুঝবেন যে আপনার রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করা আছে।

রেশন-আধার লিঙ্ক কিভাবে করবেন?

(/১৩) যদি আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা না থাকে তবে সেই স্টাটাসে ডিঅ্যাক্টিভেট কথাটি লেখা থাকবে। এ অবস্থায় আপনার এই Deactivate রেশন কার্ডটিকে পুনরায় সক্রিয় করতে পাশে থাকাe-KYC অপশনে যেতে হবে।

(৯/১৩) এতে নতুন একটি পেজ খুলবে তাতে Link Aadhaar with Deactivated/Newly Approved Card এ ক্লিক করতে হবে। এরপর আরেকটি নতুন পেজ ওপেন হবে, সেখানে আপনার Ration Card Number, Category নির্বাচন করার পর আপনাকে Search বাটনে ক্লিক করতে হবে।

link ration card with aadhaar card before deactivate

(১০/১৩) এবার আপনি আপনার রেশন কার্ডের যাবতীয় তথ্য স্ক্রিনে দেখতে পাবেন। তবে আপনার রেশন-আধার লিঙ্ক করার জন্য Link Aadhaar & Mobile Number এ ক্লিক করুন। এরপর নির্দিষ্ট জায়গায় আপনার আধার নম্বরটি লিখে Send OTP  বাটানটি ক্লিক করতে হবে। এতে আপনার রেজিস্টার নম্বর দিতে একটি ওটিপি নম্বর আসবে সেটি যথাযথ জায়গায় লিখে দেওয়ার পর সাবমিট করতে হবে।

(১১/১৩) আপনার তথ্যগুলি পুনরায় যাচাই করতে চাইলে প্রিভিউ অপশনে গিয়ে সেটা দেখে নিতে পারেন সবকিছু ঠিকঠাক থাকলে Verify & Submit বাটনে ক্লিক করুন। আপনি যদি আপনার সমস্ত তথ্য সঠিকভাবে আপলোড করে থাকেন তবে আপনার রেশন কার্ড ও আধার কার্ড সংযুক্তিকরণ সফলভাবে সম্পন্ন হবে।

(১২/১৩) আপনার রেশন কার্ডটি আধার কার্ডের সঙ্গে সঠিকভাবে সংযুক্ত হয়ে গেলে আপনি পুনরায় রেশন সামগ্রী পাবেন। তবে এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে এর শেষ তারিখ হচ্ছে এই মাসের অর্থাৎ এপ্রিল মাসের ৩০ তারিখ। এ সময়ের মধ্যে রেশন ও আদর্শ সংযুক্ত কারণ এর কাজ সম্পন্ন না হলে আপনার রেশন কার্ডটি নিষ্ক্রিয় হয়ে যাবে এবং কোন প্রকার রেশন পরিষেবা আপনাকে দেওয়া হবে না।

(১৩/১৩) নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন:

 👉 Atal Pension Yojana১০,০০০ টাকা প্রতি মাসে মিলবে মাত্র 376 টাকা বিনিয়োগেই! এই কাজটি শীঘ্রই করুন!

👉 ডবল হয়ে যাবে আপনার টাকা পোস্ট অফিসের এই স্কিমে! জেনে নিন কোন স্কিম? ও কি ভাবে পাবেন?

👉 ৫ লক্ষ টাকা করে পাবেন রাজ্যের বেকার যুবক-যুবতীরা! কি ভাবে পাবেন? এখনই জেনে নিন

👉 WB Yuvasree Prakalpa Apply 2023

👉 বিরাট সুদ বাড়াল কেন্দ্র! টাকা ডাবল পোস্ট অফিসের এই স্কিমে

Leave a Comment