ভর্তুকি, গ্যারান্টি সহ ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ! বেকারদের জন্য রাজ্যের এই নতুন প্রকল্প সম্পর্কে জেনে নিন

West Bengal Government-

১/৯: সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি দেবে রাজ্য সরকার। পাশাপাশি রাজ্য ঋণের ১৫% গ্যারান্টিও দেবে।

২/৯: রাজ্য সরকার (West Bengal Goverment) রাজ্যের কর্মহীন যুবক যুবতীদের জন্য চালু করলো নতুন প্রকল্প। কর্মহীন যুবক যুবতীদের ২৫ হাজার টাকা ভর্তুকিসহ ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ (Loan to Youth) দেওয়া হবে। রাজ্য এর ১৫% গ্যারান্টার হবে।

৩/৯: ব্যাঙ্কিং কমিটির (Banking Commitee) বৈঠকে গত শুক্রবার রাজ্য সরকারের এই নতুন প্রকল্প ঘোষণা করা হয়।

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 ৮০০ টাকা করে বেকারদের বৃত্তি দিচ্ছে রাজ্য সরকার! আবেদন করলেই পাবেন টাকা

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 WB Govt New Scheme: নগদ ৫০,০০০ টাকা পাবেন রাজ্যের এই নয়া প্রকল্পে আবেদন করলেই! বিস্তারিত জেনে নিন

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 মাসে মাসে ৩০০০ টাকা করে, মিলবে ৪৪ লক্ষ টাকা! কেন্দ্রের এই প্রকল্প সম্পর্কে জেনে নিন

ওয়েস্ট বেঙ্গল ক্রেডিট কার্ড স্কিম-

৪/৯: রাজ্য সরকার এবার স্টুডেন্ট ক্রেডিট কার্ডের (Student Credit Card) মতোই বেকার যুবক যুবতীদের জন্য চালু করলো ওয়েস্ট বেঙ্গল ক্রেডিট কার্ড স্কিম (West Bengal Credit Card Scheme)। এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার বেকারদের সর্বোচ্চ ৫ লক্ষ টাকা ঋণ দেবে।

৫/৯: নবান্নে গত শুক্রবার রাজ্যস্তরের ব্যাঙ্কিং কমিটির বৈঠক হয়। রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (State Finance Minister Chandrima Bhattacharya), অর্থ উপদেষ্টা অমিত মিত্র (State Financial Advisor Amit Mitrs) এবং প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সাথে শতাধিক ব্যাঙ্ক কর্তৃপক্ষ (Bank Officials) ভার্চুয়াল বৈঠকে (Virtual Meeting) উপস্থিত ছিল। এই বৈঠকেই রাজ্য সরকার বেকারদের জন্য নতুন এই প্রকল্পের ঘোষণা করে।

কি কি সুবিধা?

৬/৯: রাজ্যের বেকার যুবক যুবতীরা ওয়েস্ট বেঙ্গল ক্রেডিট কার্ড স্কিমে ব্যাঙ্ক থেকে ৫ লক্ষ টাকা ঋণ পাবেন। রাজ্য সরকার এই প্রকল্পের জন্য সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি দেবে। এছাড়াও রাজ্য ঋণের ১৫% গ্যারান্টিও দেবে। ক্রেডিট মাইক্রো স্মল ট্রাস্ট হবে অবশিষ্ট ৮৫%-এর গ্যারান্টার। এই ওয়েস্ট বেঙ্গল ক্রেডিট কার্ড স্কিমের জন্য একটি পোর্টাল চালু করা হবে।

৭/৯: জানানো হয়েছে যে, দুয়ারে সরকারের শিবিরেও এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। এছাড়াও চলতি আর্থিক বছরে স্বনির্ভর গোষ্ঠীর জন্য ২০ হাজার কোটি টাকা খরচের কথা ঘোষণা করা হয়েছে।

Loan up to Rs 5 lakh with subsidy, guarantee! Know about this new scheme of west bengal for the unemployed

৮/৯: মাননীয়া মুখ্যমন্ত্রী কয়েকমাস আগে হাওড়ার পাঁচলায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে ঘোষণা করেছিলেন যে, ‘হাওড়ার ৫ হাজার শিল্পে ৫ হাজার কোটি টাকা বিনিয়োগ। এর ফলে হাওড়ায় ১.৫ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে।৬৭ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। আরও শিল্পে ১১ হাজার ২০০ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব রূপায়নের পথে। এর ফলে দেড় লক্ষ মানুষের কর্মসংস্থান হাওড়াতে আবার হবে। এই জেলায় ৩০ হাজারের বেশি MSME ইউনিট তৈরি করা হয়েছে। ২৭টি ক্লাস্টার চালু হয়েছে। এক লক্ষ মানুষ এই ক্লাস্টারগুলিতে কাজ করে।’

৯/৯: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

 🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 সুবর্ণ সুযোগ! মাত্র ৬০ টাকা বিনিয়োগ করে লাখপতি হওয়ার এই স্কিম আনল LIC! জানুন বিস্তারিত

👉 ৭৫ হাজার টাকা দেবে সরকার মেয়ের জন্ম হলেই! কিভাবে পাবে টাকা? জেনে নিন

👉 ৫০০০ টাকা করে রাজ্যের প্রত্যেক বেকার যুবক-যুবতীদের দিচ্ছে সরকার এই প্রকল্পের মাধ্যমে! এর লাভ উঠিয়ে নিন বিস্তারিত জেনে

👉 Post Office Scheme: মাত্র ৫ বছরেই হয়ে যাবে টাকা ডবল পোস্ট অফিসের এই স্কিমে! জেনে নিন এখনই

👉 নগদ ৪০,০০০ টাকা করে সকলকে দিচ্ছে কেন্দ্রী সরকার এই নয়া প্রকল্পের মাধ্যমে! কিভাবে পাবেন? জানুন।

Leave a Comment