১/৫: কেন্দ্রীয় সরকারের (Government of West Bengal) তরফে এলপিজি কানেকশনিয়ে বিষয়ে নতুন আপডেট দেওয়া হয়েছে।
২/৫: যে সমস্ত মানুষের এলপিজি কানেকশন রয়েছে, আজকের এই প্রতিবেদনটি তাদেরই জন্য। পরিসংখ্যান অনুযায়ী, গত ৯ বছরে রেকর্ড ১৭ কোটি নতুন কানেকশন নেওয়া হয়েছে। এর ফলে মোট এলপিজি গ্রাহকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ কোটি ২৬ লক্ষ। সরকারের তথ্য অনযায়ী, ২০১৪ সালে এই সংখ্যা ছিল ১৪.৫২ কোটি। অর্থাৎ ২০২৩ সালের মার্চ মাসে সেই সংখ্যাটা ৩১.০৬ কোটিতে গিয়ে দাঁড়িয়েছে।
৩/৫: এই ব্যাপক গ্রাহকের বৃদ্ধির কারণ হলো প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PMUY)। এই স্কিমের কারণে, এলপিজির কভারেজ ২০১৬ সালে ৬২% থেকে ২০২২ সালে উন্নীত হয়েছে ১০৪.১%। একটা সময় ছিল যখন গ্যাস পেতে কয়েক মাস লেগে যেত। নূন্যতম ১৫ থেকে ২০ দিন সময় তো লাগতোই। তবে এখন সময় বদলেছে। বর্তমানে গ্যাস বুকিং-এর ১ দিনের মধ্যেই বহু জায়গায় গ্যাস পাওয়া যায়।
🔥 আরও পড়ুন:
🔥 আরও পড়ুন:
👉 অকেজো হতে চলেছে ডিজিটাল রেশন কার্ড! আজই এই কাজ করুন রেশন সামগ্রী পাওয়া সচল রাখতে।
🔥 আরও পড়ুন:
👉 Pan Aadhaar link: এই বিরাট পরিবর্তন আনা হলো প্যান-আধার কার্ড লিংক -এর নিয়মে! বিপদে পড়বার আগে জানুন
চালু হয়েছে ৫ কেজি সিলিন্ডার-
৪/৫: এমন অনেক মানুষ আছেন যারা টাকার অভাবে ১৪ কেজির গ্যাস সিলিন্ডার কিনতে পারেন না। আবার অনেকে ট্রান্সফারেবেল চাকরি হওয়ার জন্য পার্মানেন্ট কানেকশন নিতে পারেন না। তাদের কথা মাথায় রেখেই সরকারি বিক্রেতারা ৫ কেজি গ্যাস সিলিন্ডার চালু করেছে। দরিদ্র পরিবারে বিনামূল্যে রান্নার গ্যাস সংযোগ প্রদানের উদ্দেশ্যে ২০১৬ সালের ১ মে PMUY প্রকল্পটি চালু করা হয়েছিল। পরিসংখ্যান অনুযায়ী, ৩০ জানুয়ারি ২০২৩ তারিখের মধ্যে এই সংখ্যা হয়েছে ৯.৫৮ কোটি।
৫/৫: এছাড়াও বাকি পরিবারকে এই সুবিধা প্রদান করতে ১০ আগস্ট, ২০২১ চালু করা হয় উজ্জ্বলা ২.০। এই প্রকল্পের মাধ্যমে আরও ১ কোটি সিলিন্ডার এলপিজি সংযোগ দেওয়া হয়। তবে ৩১ জানুয়ারি ২০২২ তারিখের মধ্যেই এই লক্ষ্য পূরণ হয় এবং তার ফলে আরও ৬০ লক্ষ গ্যাস কানেকশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন:
👉 NBU Non Teaching Staff Recruitment 2023
👉 PAN Card: সবার প্যান কার্ডে লেখা থাকে ১০ টি নম্বর, ৯৯% মানুষ জানেন না এই নম্বরের অর্থ! জেনে নিন এখনই