১/২: ২০২২ সালের বাজেট পেশ করা হয়েছে গত ১ ফেব্রুয়ারি। এই বাজেটে এবার স্বস্তি পেয়েছেন করদাতারা। পরিবর্তন হয়েছে ট্র্যাফিক আইন, LPG, CNG, PNG সহ অনেক নিয়মের। তাহলে চলুন আগামী সময়ে কি কি পরিবর্তন হবে তা জেনে নেওয়া যাক।
বিষয় তালিকা
১) প্যাকেজিং আইন-
এই বাজেটে পণ্য প্যাকেজিং নিয়মের বদল করা হয়েছে। কেন্দ্রীয় সরকার নতুন নিয়মে শিশুর খাবার, ভোজ্যতেল, ময়দা, বিস্কিট, সিমেন্টের মতো পণ্যের প্যাকেজিংয়ে নতুন নিয়ম জারি করছে। সেখানে প্যাকেটের ওপর সেই পণ্য কোথায় তৈরি হয়েছে, উৎপাদনের তারিখ, ওজন ইত্যাদি সম্পর্কে জানাতে হবে।
২) ট্যাক্স ছাড়-
এই বাজেটে সরকার আয়কর আইনের 80C-এর আওতায় কর ছাড় দিচ্ছে। কর ছাড়ের সীমা ১.৫০ লক্ষ থেকে বাড়িয়ে করা হয়েছে ২ লক্ষ টাকা।
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Pradhan Mantri Awas Yojana: আবাস যোজনায় আরও ৮৪ লাখ বাড়ি! বাজেটে বড় ঘোষণা করতে পারে কেন্দ্র সরকার
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 কেন্দ্র সরকারের নয়া নিয়ম! ১লা মার্চ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে আসছে এই বদল!
🔥 আরও পড়ুন: 👇👇👇
৩) ট্রাফিক নিয়মের পরিবর্তন-
ট্রাফিক আইনেও এবার কড়াকড়ি। যদি কেউ দিল্লি-এনসিআর-এ ট্রাফিক নিয়ম ভাঙ্গেন তাহলে সরাসরি তার ব্যাংক অ্যাকাউন্টে চালান যাবে। এমনকি ট্রাফিক নিয়ম না মানলে করা হতে পারে ১০,০০০ টাকা জরিমানা।
৪) অনলাইন গেমসের নিয়মে পরিবর্তন-
গত ১ ফেব্রুয়ারি থেকে অনলাইন গেমসের নিয়মের পরিবর্তন হয়েছে। নতুন নিয়মানুযায়ী, অনলাইন গেমিং সংস্থাগুলির ক্ষেত্রে স্বনিয়ন্ত্রক সংস্থার সাথে রেজিস্টার্ড করা বাধ্যতামূলক করা হয়েছে। এই সমস্ত কোম্পানির নাম দেশের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে যোগ করা বাধ্যতামূলক করা হয়েছে।
৫) LPG, CNG এবং PNG-এর দামে পরিবর্তন-
প্রত্যেক মাসের ১ তারিখে দাম নির্ধারণ করা হয় LPG, CNG এবং PNG সিলিন্ডারের। এবারও খুব শীঘ্রই দাম কমবে গ্যাস সিলিন্ডারের।
৬) টাটার গাড়ির দাম বৃদ্ধি-
টাটা মোটরস ঘোষণা করেছিল যে, ICE চালিত যাত্রীবাহী গাড়ির দাম তারা ১ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ থেকে বাড়াবে। ১.২% পর্যন্ত এই দাম বাড়বে।
২/২: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Dangerous Apps: এবার হদিশ মিলল ২০০টি ভুয়ো অ্যাপের! স্মার্ট ফোন ইউজাররা সাবধান এই অ্যাপগুলি থেকে!
👉 Big News: প্রাইমারী শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে এই বিরাট দাবি সামনে এলো! জানুন বিস্তারিত
👉 North Western Railway Recruitment 2023
👉 ৩ লাখ নাম বাদ গেলো বৃদ্ধভাতা ও বিধবা ভাতা থেকে! আপনার নাম বাদ যায়নি তো? এখনই চেক করুন।