১/৭: ২০২৩ সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গিয়ে এবার ফল প্রকাশের পালা। ইতিমধ্যেই পড়ুয়ারা দিন গুণতে শুরু করে দিয়েছে। এমনকি মাধ্যমিক পরীক্ষার ফল কবে প্রকাশ পাবে সেই নিয়ে জল্পনাও তুঙ্গে। এই আবহে মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিকের ফলাফল সংক্রান্ত বিষয়ে বড়ো বিজ্ঞপ্তি প্রকাশ করল।
২/৭: মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের সময় এগিয়ে আসছে। মধ্যশিক্ষা পর্ষদ এই বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করার ক্ষেত্রে বড়ো পদক্ষেপ নিল। এই পদক্ষেপ থেকেই ইঙ্গিত পাওয়া গেছে যে, খুব শীঘ্রই মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ পেতে চলেছে।
৩/৭: মধ্যশিক্ষা পর্ষদের তরফে গত শুক্রবার সন্ধ্যার দিকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, আজ অর্থাৎ ২৯ এপ্রিল, শনিবার থেকে আগামী ১ মে মধ্যরাত পর্যন্ত চলবে মাধ্যমিক পরীক্ষার অনলাইনে মার্কস ভেরিফিকেশনের প্রক্রিয়া।
🔥আরও পড়ুন:
👉 Reliance Foundation Scholarship 2023: ২ লক্ষ টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপে আবেদন করে, এইভাবে করুন আবেদন
🔥আরও পড়ুন:
👉 বিনামূল্যে জমি দেবে সরকার রাজ্যের বাসিন্দা হলেই! এভাবে করতে হবে আবেদন
🔥আরও পড়ুন:
👉 Aadhaar Card: ১৪ই জুনের মধ্যে আধার কার্ডের এই কাজ করে ফেলুন! নইলে বড়সড় সমস্যায় পতে হবে
৪/৭: পর্ষদ জানিয়েছে যে, নম্বর যাচাই প্রক্রিয়া যাতে দ্রুত শেষ করা যায়, সেই কারণেই এই বছরের মার্কস ভেরিফিকেশনের প্রক্রিয়া অনলাইনে চলছে। তাই https://www.wbbsedata.com/-এ যাচাই করা নম্বর আপলোড করতে হবে। পর্ষদের পরীক্ষা বিভাগের নির্দিষ্ট আধিকারিকরা এই নম্বর দেখতে পারবেন।
৫/৭: তবে মাধ্যমিক পরীক্ষার ফল কবে প্রকাশ করা হবে তা নির্দিষ্টভাবে এখনও পর্যন্ত জানানো হয়নি। নম্বর যাচাই করার প্রক্রিয়া যেহেতু এখন শুরু হয়েছে, সেহেতু মাধ্যমিক পরীক্ষার ফল মে মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে প্রকাশ হতে পারে বলেই ধারণা সংশ্লিষ্ট মহলের। যদি খুব বেশি হয় তাহলে সেটা মে মাসের চতুর্থ সপ্তাহ পর্যন্ত গড়াতে পারে।
মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কিভাবে দেখবেন?(WB Class 10th Results 2023)
৬/৭: (১) প্রথমে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট wbresults.nic.in অথবা www.wbbse.wb.gov.in-এ যেতে হবে।
(২) তারপর আপনাকে ‘WBBSE class 10th Results’ অপশনে ক্লিক করতে হবে।
(৩) তারপর আপনাকে আপনার রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে।
(৪) এরপর ‘Submit’ অপশনে ক্লিক করলেই আপনার সামনে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট চলে আসবে।
(৫) রেজাল্টটি ভবিষ্যতের জন্য আপনি ডাউনলোডও করে রাখতে পারবেন।
৭/৭: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন:
👉 DA News: দারুন খবর! এবারে ২ লাখ টাকা এক ধাক্কায় আসবে কর্মীদের অ্যাকাউন্টে, বিস্তারিত জানুন
👉 নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়! টেট-উত্তীর্ণ শিক্ষকদের সম্পর্কে সমস্ত তথ্য তলব CBI-এর
👉 WB School Holiday List: এতগুলো দিনের ছুটি ঘোষণা হলো স্কুলে! রইল তালিকা, এখনই দেখে নিন
👉 Dhirubhai Ambani Scholarship 2023