Madhyamik 2023 পরীক্ষার্থীদের সুখবর দিয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ পর্ষদের। কড়াকড়ি হবে না, এবার পরীক্ষার ফি ও লাগবে না।

১/৭: পর্ষদ মাধ্যমিক পরীক্ষা ২০২৩-এর জন্য রুটিন প্রকাশ করেছে। এবারের মাধ্যমিক পরীক্ষায় বসার জন্য বেশ কিছু নিয়মের পরিবর্তন হয়েছে। আর তাই নিয়েই প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। নয়া নিয়মে পরীক্ষার্থীরা অতিরিক্ত কিছু সুবিধা পেতে চলেছে। তবে স্কুল কর্তৃপক্ষকে পরীক্ষার্থীদের এই সুবিধাগুলি সম্পর্কে জানাতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে চলুন পর্ষদের পক্ষ থেকে কি কি ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে তা বিষদে জেনে নেওয়া যাক।

Madhyamik 2023

এছাড়াও বিভিন্ন  চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

মাধ্যমিক পরীক্ষা 2023 – নিয়ে বিশেষ পরীক্ষার্থীদের দেওয়া হবে ১১ রকমের বিশেষ সুবিধা।

২/৭: মাধ্যমিক পরীক্ষা ২০২৩ শুরু হচ্ছে আগামী ২৩.০২.২০২২ তারিখ থেকে। স্কুলগুলি এখন পুজোর ছুটির পরে পুরনো ছন্দে ফিরছে। খুব তাড়াতাড়িই স্কুলগুলিতে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা শুরু হবে। এর মধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করে পর্ষদ মাধ্যমিকের পরিবর্তিত নিয়মগুলি জানালো। কিন্তু  তার আগে দেখে নেওয়া যাক মাধ্যমিক পরীক্ষা ২০২৩-এর রুটিন (Madhyamik Routine 2023)।

Madhyamik Routine 2023

১) ২৩.০২.২০২৩ (বৃহস্পতিবার) – প্রথম ভাষা

২) ২৪.০২.২০২৩ (শুক্রবার) – দ্বিতীয় ভাষা

৩) ২৫.০২.২০২৩ (শনিবার) – ভূগোল

৪) ২৭.০২.২০২৩ (সোমবার) – ইতিহাস

৫) ২৮.০২.২০২৩ (মঙ্গলবার) – জীবন বিজ্ঞান

৬) ০২.০৩.২০২৩ (বৃহস্পতিবার) – অঙ্ক

৭) ০৩.০৩.২০২৩ (শুক্রবার) – ভৌত বিজ্ঞান

৮) ০৪.০৩.২০২৩ (শনিবার) – ঐচ্ছিক বিষয়

🔥 প্রতি মাসে ৫৯,০০০ টাকা ঘরে বসেই কামিয়ে নিন! দেখুন SBI-এর অসাধারণ এই অফার!

🔥 Duare Sarkar Camp: এবার ‘দুয়ারে সরকার’ শিবির থেকে মিলবে আরও এই দু’টি পরিষেবা!

৩/৭: রাজ্যের সমস্ত স্কুলের প্রধান শিক্ষককে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারির পক্ষ থেকে বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, যে সমস্ত বিশেষ ক্ষমতা সম্পন্ন ছাত্রছাত্রী ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে পাঠরত তারা বেশ কিছু সুবিধা পেতে চলেছে। এমনকি এই সুবিধা পাবেন মাধ্যমিক পরীক্ষা ২০২৩-এর পরীক্ষার্থীরাও। আসুন, তাহলে সেই বিজ্ঞপ্তি সম্বন্ধে আলোচনা করা যাক।

৪/৭: নয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, নিয়মানুযায়ী বিশেষ ক্ষমতা সম্পন্ন ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষার জন্য শ্রুতি লেখক, অতিরিক্ত সময়, সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রিটর ইত্যাদি কিছু সুবিধা পেয়ে থাকে। কিন্তু এই বছর মাধ্যমিক পরীক্ষায় যত সংখ্যক বিশেষ ক্ষমতা সম্পন্ন পরীক্ষার্থী অর্থাৎ CWSN Students বসবেন, এই সুবিধাগুলি পাওয়ার আবেদন পর্ষদের কাছে তুলনামূলকভাবে অনেক কম সংখ্যায় পৌঁছেছে। তাই খুব শীঘ্রই সে সমস্ত তথ্যগুলি আপডেট করতে বলা হয়েছে।

৫/৭: এই বিজ্ঞপ্তি পাঠিয়ে স্কুলগুলিকে পুনরায় অ্যাসেসমেন্ট করে লিস্ট পাঠাতে হবে। এই সমস্ত পরীক্ষার্থীরা যে সুবিধাগুলি পেতে পারেন তা হলো-

১) অতিরিক্ত সময়ের ব্যবস্থা করতে হবে এই সমস্ত পরীক্ষার্থীদের জন্য। এই পরীক্ষা নিয়ে কোনো তাড়াহুড়ো অথবা কড়াকড়ি মনোভাব তবে না।

২) যদি কোনো পরীক্ষার্থীর দৃষ্টি সংক্রান্ত অসুবিধা থাকে তাহলে সে আতস কাঁচ ব্যবহার করতে পারবেন।

৩) পরীক্ষার্থীরা সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রিটর পেতে পারেন।

৪) এছাড়াও তারা প্রশ্ন পড়ার জন্য সাহায্যকারী নিতে পারবেন।

৫) যদি কোনো পরীক্ষার্থীর চোখে সমস্যা থেকে থাকে তাহলে সেই পরীক্ষার্থী স্কেচ পেন দিয়ে পরীক্ষা দিতে পারবে।

৬) পরীক্ষার্থীদের ম্যাপ অথবা ছবি আঁকা বিষয়ের প্রশ্নগুলির পরিবর্তে বিকল্প প্রশ্ন দেওয়া হবে।

৭) এই সমস্ত পরীক্ষার্থীরা লেখক অথবা পাঠক ব্যবহার করার সুবিধাও পাবে। কিন্তু সেই সাহায্যকারী যেন নবম শ্রেণীর বেশি পড়াশোনা না করে থাকে। বোর্ড থেকে তারা কোনো অর্থ পাবেন না। সেইক্ষেত্রে পরীক্ষার্থীকে প্রয়োজন হলে সেই অর্থ তাকে দিতে হবে।

৮) পরীক্ষার্থীরা কেয়ার অ্যাসিস্ট্যান্টও ব্যবহার করতে পারবে।

৯) এই পরীক্ষার্থীদের জন্য ভিন্ন চেয়ার, টেবিল এবং বেঞ্চের ব্যবস্থা করতে হবে।

১০) অসুস্থ পরীক্ষার্থীদের জন্য হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা করতে হবে।

১১) যে সমস্ত পরীক্ষার্থী চোখে কম দেখে এবং শ্রবণশক্তিও কম সেই সমস্ত পরীক্ষার্থীদের পরীক্ষার জন্য কোনো ফি দিতে হবে না।

৬/৭: মাধ্যমিক পরীক্ষার জন্য হাতে বেশি সময় নেই। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তা মান্য করেই সমস্ত কাজ করতে হবে। প্রত্যেকটি পরীক্ষার্থীকে তাদের পরীক্ষার জন্য আমাদের পক্ষ থেকে রইলো অনেক শুভকামনা। এছাড়াও অন্যান্য চাকরির এবং পরীক্ষার খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন। ধন্যবাদ।

৭/৭: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

 🔥 আরও চাকরি, প্রকল্প ও লেটেস্ট আপডেট দেখুন 👇👇👇

🔥 6th Pay Commission DA

🔥 WB Primary TET 2022: শিশু বিকাশ এবং শিশুবিদ্যা বিষয়ে প্রাইমারী টেট-এর নমুনা প্রশ্নোত্তর

🔥 Duare Sarkar Camp: এবার ‘দুয়ারে সরকার’ শিবির থেকে মিলবে আরও এই দু’টি পরিষেবা!

🔥 WB Primary TET 2022-এ এমন ধরনের প্রশ্ন আসবে, জানালো পর্ষদ! দেখে নিন প্রশ্নের নমুনা

🔥 WB Primary TET 2022: প্রাথমিক শিক্ষক নিয়োগে এই ডিগ্রি থাকলেও আবেদন করতে পারবেন! নতুন বিজ্ঞপ্তি পর্ষদের!

Leave a Comment