Madhyamik Result 2022 Date West Bengal: মধ্যমিকের রেজাল্ট নিয়ে বড়সড় ঘোষণা পর্ষদের!

Madhyamik Result 2022, Madhyamik Result 2022 Date, Madhyamik Result 2022 West Bengal, মাধ্যমিক রেজাল্ট ২০২২

মধ্যমিকের রেজাল্ট নিয়ে বড়সড় ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের! এই বছর মাধ্যমিক পরীক্ষা ৭ মার্চ শুরু হয়েছিল। পরীক্ষার্থীর সংখ্যাও ছিলো প্রচুর। এই বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিলো মোট ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন। এবার প্রায় ৫০,০০০ বেড়ে রেকর্ড পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্রীর সংখ্যা ছিলো ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ জন, এবং ছাত্রের সংখ্যা ছিলো ৫ লক্ষ ৫৯ জন।

Madhyamik Result 2022 Date: মধ্যমিকের রেজাল্ট নিয়ে বড়সড় ঘোষণা পর্ষদের!

পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ ঘোষণা করে যে, আগামী ৩ জুন মধ্যমিকের ফলাফল প্রকাশিত হতে চলেছে। এই ফলাফল ওয়েবসাইটে দেখা যাবে। এদিকে রেজাল্টের দিনক্ষণ ঘোষণা হতেই পরীক্ষার্থীদের মধ্যে চাপা টেনশান শুরু।

Madhyamik Result 2022: মাধ্যমিক রেজাল্ট ২০২২

করোনার জেরে কার্যত ২ বছর পর অফলাইনে মাধ্যমিক পরীক্ষা হয়। ২০২১ সালে মাধ্যমিক পরীক্ষাই হয়নি। সেইদিক থেকে দেখতে গেলে একপ্রকার ২ বছর পরেই অফলাইনে এবার পরীক্ষার্থীরা পরীক্ষা দেয়। যা নিয়ে বিশেষ উৎসাহও লক্ষ্য করা গিয়েছিল পরীক্ষার্থীদের একাংশের মধ্যে।

আরও পড়ুন 👇

🔥 Axis Bank Recruitment 2022: উচ্চমাধ্যমিক পাশে এক্সিস ব্যাংক-এ নিয়োগ ২০২২ চলছে!

🔥 দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পশ্চিমবঙ্গে প্রাইমারি স্কুলে শিক্ষক ও গ্রুপ ডি নিয়োগ নিয়োগ: West Bengal Primary Teacher & Geoup-D Recruitment

🔥 পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ও স্কুলে ‘মিড-ডে-মিল’ প্রকল্পের ‘গ্রুপ-সি’ পদে (Assistant Accountant and Accountant) নিয়োগ!: West Bengal Mid Day Meal Recruitment 2022

🔥 পশ্চিমবঙ্গে জেলার বিডিও অফিসে ‘গ্রুপ-সি’ পদে কর্মী নিয়োগ ২০২২ | WB Group-C Assistant Accountant Recruitment 2022

🔥 Indian Bank Recruitment 2022: ৬৩,০০০ টাকা বেতনে ইন্ডিয়ান ব্যাঙ্কে চাকরির সুযোগ

madhyamik result 2022

Madhyamik Result 2022 West Bengal: মাধ্যমিক রেজাল্ট ২০২২

পর্ষদের নিয়ম অনুসারে, এবারেও পরীক্ষার সময় ছিল মোট ৩ ঘণ্টা ১৫ মিনিট। তার মধ্যে প্রথম ১৫ মিনিট প্রশ্নপত্র পড়ে দেখার জন্য দেওয়া হত। পরের ৩ ঘণ্টায় পরীক্ষার্থীরা উত্তর লেখে। এবারের পরীক্ষাতেও পর্ষদ নিরাপত্তায় বিশেষ জোর দেয়। প্রশ্নফাঁস তথা যেকোনও রকমের বিশৃঙ্খলা এড়াতে পরীক্ষা চলাকালীন কয়েকটি জেলায় ইন্টারনেট বন্ধ রাখারও সিদ্ধান্ত নিয়েছিল পর্ষদ। এছাড়া পরীক্ষা মেনে চলা হয় চলাকালীন সমস্ত করোনা বিধিও। 

Leave a Comment