Madhyamik Result 2022, Madyamik First Position 2022, Madhyamik Result 2022 Date, Madhyamik Result 2022 West Bengal, মাধ্যমিক রেজাল্ট ২০২২
২০২২ সালের মাধ্যমিকের ফলাফল (WB Madhyamik Results 2022) প্রকাশিত হল । এই বছর ৬৯৩ নম্বর পেয়ে ২ জন প্রথম হয়েছেন। বাঁকুড়ার রাম হরিপুর রামকৃষ্ণ মিশনের অর্ণব ঘড়াই ও বর্ধমান সিএমএস স্কুলের রৌনক মণ্ডল প্রথম স্থান অধিকার করেছেন। মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় হয়েছে কৌশিকী সরকার এবং রৌনক মণ্ডল নামের আরও ছাত্র। পরীক্ষায় তৃতীয় স্থানাধিকারীর নাম অনন্যা দাশগুপ্ত (Madhyamik Rank Holders)
Madhyamik Result 2022
এ বার মাধ্যমিকের ফলপ্রকাশ হয়েছে পরীক্ষা শেষ হওয়ার ৭৯ দিনের মাথায়। এইবার এই পরীক্ষা দিয়েছেন প্রায় ১১ লক্ষ পড়ুয়া। ছাত্রদের তুলনায় ছাত্রীদের ১১ শতাংশ বেশি সংখ্যা। এবার ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা ১ লক্ষ ২০ হাজার ৯৬১ জন বেশি। এ বছরও পূর্ব মেদিনীপুর পাশের হারে প্রথম। পূর্ব মেদিনীপুরে এবার পাশের হার ৯৭.৬৩ শতাংশ। কালিম্পং, পশ্চিম মেদিনীপুর, কলকাতায় ৯৪ শতাংশর বেশি পাশের হার । উত্তর ২৪ পরগনায় ৯১.৯৮ শতাংশ পাশের হার। দক্ষিণ ২৪ পরগনায় ৮৯.০৮ শতাংশ পাশের হার। ঝাড়গ্রামে ৯২.৫৯ শতাংশ পাশের হার।
আরও পড়ুন 👇
🔥 Axis Bank Recruitment 2022: উচ্চমাধ্যমিক পাশে এক্সিস ব্যাংক-এ নিয়োগ ২০২২ চলছে!
🔥 Indian Bank Recruitment 2022: ৬৩,০০০ টাকা বেতনে ইন্ডিয়ান ব্যাঙ্কে চাকরির সুযোগ
এ বারের পরীক্ষায় পাশ করেছে ৯ লক্ষ ৪৯ হাজার ৯২৭ জন পরীক্ষার্থী। এ বারের মাধ্যমিকে কোনও অসম্পূর্ণ ফলাফল নেই। এবছর পরীক্ষায় পাশের হার ৮৬.৬ শতাংশ। ছাত্রদের ৮৮.৫৯ শতাংশ পাশের হার। আর ছাত্রীদের পাশের হার ৮৫ শতাংশ। স্ক্রুটিনির জন্য সময় দেওয়া হয়েছে ১৫ দিন।
ছেলেরা পাশের হারে এগিয়ে
এ বছর মাধ্যমিক পরীক্ষায় ছাত্রদের তুলনায় ১১ শতাংশ বেশি ছিল ছাত্রীদের সংখ্যা, যা প্রায় ১ লক্ষ ২০ হাজার। তার মধ্যে এ বারে ছেলেদের ৮৬.৬০ শতাংশ পাশের হার। মেয়েদের পাশের হার ৮৫ শতাংশ।
এ বারেও মাধ্যমিক পরীক্ষায় জেলার জয়জয়কার। এ বছরও পাশের হারে প্রথম স্থানে পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরে ৯৭.৬৩ শতাংশ পাশের হার। কালিম্পংয়ে ৯৪.৭১, পশ্চিম মেদিনীপুর ৯৪.৬২ এবং কলকাতায় পাশের হার ৯৪.৩৬ শতাংশের কিছু বেশি।