Mahindra Scholarship 2023, (মাহিন্দ্রা স্কলারশিপ ২০২৩) Mahindra Scholarship 2023 Apply Online, Official Website
ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বিশাল সুখবর! নতুন প্রজন্ম অর্থাৎ শিশুরাই হলো আমাদের দেশের ভবিষ্যৎ। তাই শিশুদের ভালো করে পড়াশোনা শিখিয়ে তাদের মানুষের মত মানুষ করে তোলাই আমাদের দায়িত্ব। কিন্তু তা সবসময় সম্ভব হয়ে ওঠে না। আমাদের দেশের দরিদ্র মানুষরা ঠিকভাবে দুবেলা নিজেদের পেট চালাতে হিমশিম খায়। সেখানে ভালো করে পড়াশোনার কথা ভাবা তাদের কাছে শুধুই স্বপ্ন। তাই এই সমস্ত পরিবারের ছেলেমেয়েরা একটু বড়ো হওয়ার পরই এদিক ওদিক কাজ করতে শুরু করে দেয়। শৈশবকাল বলতে তাদের আর কিছু থাকে না। তাদের ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে যায়।
সেই সমস্ত পড়ুয়ারাও যাতে ভালো করে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে পারে তাই প্রত্যেক বছর বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থা নানা ধরনের স্কলারশিপের ব্যবস্থা করে থাকে। এবার একটি বিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান এই সমস্ত পড়ুয়াদের জন্য একটি স্কলারশিপের (Mahindra Scholarship) ব্যবস্থা করেছে। বিশেষত সমাজের সুবিধাবঞ্চিত এবং আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পড়ুয়াদের জন্যই এই স্কলারশিপ। তাহলে চলুন এই স্কলারশিপ সম্বন্ধে বিষদে জেনে নেওয়া যাক।
Mahindra Scholarship 2023: Scholarship Name | মহিন্দ্রা স্কলারশিপ ২০২৩: স্কলারশিপের নাম
বিখ্যাত এডুকেশনাল ইনস্টিটিউশন K.C Mahindra Educational Trust-এর তরফে পড়ুয়াদের যে স্কলারশিপ দেওয়া হবে তা হলো- Mahindra Scholarship।
Mahindra Scholarship 2023: Scholarship Ammount | মাহিন্দ্রা স্কলারশিপ ২০২৩: বৃত্তির পরিমাণ
১) এই স্কলারশিপের জন্য আবেদনকারীদের মধ্যে স্কলারশিপ পাওয়ার জন্য যোগ্য হিসেবে যারা বিবেচিত হবেন, তাদের নামের একটি লিস্ট তৈরি করা হবে। সেই তালিকায় যে ৩ জনের নাম প্রথমে থাকবে তাদেরকে ১০ লক্ষ টাকা করে বৃত্তি দেওয়া হবে।
২) যাদের নাম এই ৩ জনের পরে থাকবে তাদেরকে ৫ লক্ষ টাকা করে বৃত্তি দেওয়া হবে।
🔥 আরও পড়ুন: 👇👇👇
🔥 আরও পড়ুন: 👇👇👇
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 TSDPL Silver Jubilee Scholarship Apply Online
Mahindra Scholarship 2023: Selection Process | মাহিন্দ্রা স্কলারশিপ ২০২৩: নির্বাচন প্রক্রিয়া
এই স্কলারশিপের আবেদনকারী পড়ুয়াদের আবেদনপত্র এবং অন্যান্য ডকুমেন্টসগুলি ভালো করে খতিয়ে দেখে যারা যোগ্য হিসেবে বিবেচিত হবেন, K.C Mahindra Educational Trust-এর তরফে তাদের প্রাপ্য অনুযায়ী স্কলারশিপের টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে।
Mahindra Scholarship 2023 Apply Online | মাহিন্দ্রা স্কলারশিপ ২০২৩: আবেদন প্রক্রিয়া
১) প্রথমে আপনাকে Buddy4Study-এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.buddy4study.com/Scholarship/K-c-mahindra-scholarships-for-post-graduate-studies-aboard-এ যেতে হবে।
২) তারপর সেখানে নীচের দিকে Apply Now অপশনে আপনাকে ক্লিক করতে হবে।
৩) তারপর আপনার সামনে একটি নতুন পেজ খুললে সেখানে আপনাকে Registration লিঙ্কে ক্লিক করে আপনার নাম, ঠিকানা, একটি বৈধ ইমেল আইডি এবং ফোন নম্বরসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
৪) রেজিস্ট্রেশন করার পর আপনার সামনে আরেকটি নতুন পেজ খুলে যাবে। সেখানে আপনাকে K.C. Mahindra Scholarships for Post-Graduate Studies Abroad অপশনে গিয়ে Click Here to Apply বাটনে ক্লিক করতে হবে।
৫) তারপর আপনার সামনে যে পেজটি খুলবে সেখানে আপনাকে Create an Account অপশনে ক্লিক করতে হবে। সেখানে আপনাকে প্রয়োজন মতো তথ্য দিয়ে সঠিকভাবে পূরণ করতে হবে।
৬) অ্যাকাউন্ট খোলার পর অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্ম আসবে। সেখানে আপনাকে যাবতীয় তথ্য দিয়ে ফিলাপ করতে হবে।
৭) এরপর আপনাকে আপনার শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টসসহ অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
Mahindra Scholarship 2023: Required Documents | মাহিন্দ্রা স্কলারশিপ ২০২৩: প্রয়োজনীয় নথিপত্র
এই স্কলারশিপে আবেদনের জন্য কে নথিপত্রগুলির প্রয়োজন সেগুলি হলো-
- আপনার বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট অথবা বার্থ সার্টিফিকেট
- আপনার আধার কার্ড/ভোটার কার্ড
- আপনার মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক ডিগ্রি এবং ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট এবং সার্টিফিকেট
- আপনার স্কুল লিভিং সার্টিফিকেট
- আপনার Rank সার্টিফিকেট
- আপনার IELTS/TOEFL score-এর একটি কপি স্ক্যান করা
- আপনার GRE/GMAT score-এর একটি কপি স্ক্যান করা
- আপনার Recomendation লেটার
- আপনার Admission লেটারের জেরক্স
- আপনি ভবিষ্যতে কোন পেশার সঙ্গে যুক্ত হতে চান তার সম্পর্কে একটি সাদা কাগজে লেখা বিবরন স্ক্যান করা
- আপনার নিজের নামে খোলা একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুকের প্রথম পাতা স্ক্যান করা
Mahindra Scholarship 2023: Eligibity | মাহিন্দ্রা স্কলারশিপ ২০২৩: যোগ্যতা
১) এই স্কলারশিপে আবেদনের জন্য আবেদনকারী পড়ুয়াদের অবশ্যই ভারতের একজন স্থায়ী নাগরিক হতে হবে।
২) আবেদনকারী পড়ুয়াদের কেন্দ্রীয় সরকার অনুমোদিত ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউশন থেকে ফার্স্ট ক্লাসসহ ডিগ্ৰি অথবা ডিপ্লোমা কোর্স করতে হবে।
৩) যে সমস্ত পড়ুয়ারা বিদেশের স্বনামধন্য ইউনিভার্সিটির অধীনে ২০২৩ সালের আগস্ট মাস থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে শুরু হওয়া কোনো কোর্সের জন্য আবেদন করছেন, এই স্কলারশিপের জন্য তারাই আবেদন যোগ্য। অন্যরা নন।
৪) এই স্কলারশিপের জন্য আবেদনকারী পড়ুয়াদের নিজের নামে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।
Mahindra Scholarship 2023: Important Dates | মাহিন্দ্রা স্কলারশিপ ২০২৩: গুরুত্বপূর্ণ তারিখসমুহ
এই স্কলারশিপের জন্য আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এই স্কলারশিপে আবেদনের শেষ তারিখ হলো ৩১.০৩.২০২৩ অর্থাৎ ৩১ মার্চ ২০২৩ তারিখ।
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉 | 🔥 যুক্ত হন |
Mahindra Scholarship 2023 Official Website | এখানে দেখুন |
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Atal Bihari Vajpayee Scholarship 2023
👉 Reliance Foundation Scholarship 2023
👉 বছরে ১ লক্ষ টাকা পাবেন এতে আবেদন করলেই! এখনই আবেদন করুন (Apply Now!)
👉 ২০,০০০ টাকার স্কলারশিপ পড়ুয়াদের দিচ্ছে LIC! টাকা পেতে এভাবে করে ফেলুন আবেদন
👉 এতে আবেদন করলেই মিলবে ২ বছরের পড়াশোনার খরচ! কিভাবে আবেদন করবেন? দেখুন
FAQ: Mahindra Scholarship 2023 (মাহিন্দ্রা স্কলারশিপ ২০২৩)
Q: Mahindra Scholarship 2023 (মাহিন্দ্রা স্কলারশিপ ২০২৩)-এ আবেদন কিভাবে করতে হবে?
Ans: অনলাইন মাধ্যমে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)
Q: Mahindra Scholarship 2023 (মাহিন্দ্রা স্কলারশিপ ২০২৩)-এ আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি?
Ans: কেন্দ্রীয় সরকার অনুমোদিত ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউশন থেকে ফার্স্ট ক্লাসসহ ডিগ্ৰি অথবা ডিপ্লোমা কোর্স Complete এবং বিদেশের স্বনামধন্য ইউনিভার্সিটির অধীনে ২০২৩ সালের আগস্ট মাস থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে শুরু হওয়া কোনো কোর্সের জন্য আবেদন করছেন। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)
Q: Mahindra Scholarship 2023 (মাহিন্দ্রা স্কলারশিপ ২০২৩)-এ বৃত্তির পরিমাণ কত?
Ans: ৫ থেকে ১০ লক্ষ টাকা। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)