১/৮: আমাদের দেশ হলো কৃষি নির্ভর দেশ। এই কৃষিকে হাতিয়ার করেই ভারতে সবুজ বিপ্লবের সুচনা হয়। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ভারতের অর্থনীতির স্তম্ভ হিসেবে কৃষিকে বেছে নিয়েছেন। তাই কেন্দ্রের বর্তমান বিজেপিই হোক কিংবা এই রাজ্যের তৃণমূল সরকার, উভয়ই কৃষি এবং কৃষকদের প্রতি সহানুভূতিশীল।
২/৮: দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর বিজেপি সরকার কৃষকদের জন্য কৃষক সম্মান নিধি প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের অধীনে দেশের প্রান্তিক কৃষকরা বার্ষিক ৬,০০০ টাকা ভাতা পান। দেশের প্রত্যেক কৃষিজীবী প্রত্যেক বছর এই ভাতা পান।
৩/৮: তবে শুধু কৃষক সম্মান নিধি প্রকল্পই বয়, তাদের আর্থিক দুর্দশার কথা চিন্তা করে কৃষকদের জন্য কেন্দ্রের মোদী সরকার চালু করেছে স্বল্প সুদের (low interest) ভিত্তিতে কৃষি ঋণ। অর্থাৎ দেশের সমস্ত কৃষকরা সরকারি, বেসরকারি, সমবায় ব্যাংকের (bank) মাধ্যমে স্বল্প সুদে ঋণ নিতে পারবেন।
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Jio-র ধামাকা অফার! ২৩ দিনে ৭৫ জিবি ডেটা ফ্রী! তাড়াতাড়ি জেনে নিন অফার
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Pension Scheme: মাসে ৮ হাজার টাকা করে পাবেন কেন্দ্র সরকারের এই স্কিমে আবেদন করলে
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 সকলকে ১০ লক্ষ টাকা করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার নতুন এই প্রকল্পের মাধ্যমে! কি ভাবে আবেদন করবেন? | PM Mudra Yojana Apply Now 2023
৪/৮: অপরদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক ভাইদের জন্য একটি জনমুখী প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পের নাম হলো- কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্প চালু করা হয় ২০১৯ সালে। এই প্রকল্পের অধীনে রাজ্যের কৃষকরা বার্ষিক ১০০০০ টাকা করে অনুদান পান।
৫/৮: কিন্তু সমস্যা হলো এই যে, রাজ্যের কৃষকদের জন্য সরকার যে সমস্ত জনমুখী প্রকল্প চালু করেছে সেই সম্পর্কে অনেক কৃষক ভাইরাই জানেন না। তাই আজ আমরা আপনাদের এই কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কে বিস্তারিতভাবে জানাবো।
৬/৮: (১) রাজ্য সরকার প্রত্যেক বছর রাজ্যের কৃষক ভাইদের বার্ষিক ১০ হাজার টাকা অনুদান প্রদান করে।
(২) এই প্রকল্পের সুবিধাভোগী কৃষকের বয়সসীমা হতে হবে ১৮ থেকে ৬০ বছরের মধ্যে।
(৩) রাজ্যের যেকোনো কৃষকই এই সুবিধা পাবেন।
(৪) যদি প্রকল্পের সুবিধা পাওয়াকালীন কৃষকের মৃত্যু ঘটে তাহলে তার পরিবারকে রাজ্য সরকারের তরফে ২ লক্ষ টাকা দেওয়া হবে।
(৫) এই প্রকল্পের আবেদনকারী কৃষকের অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে।
(৬) আবেদন করার পর যদি ব্যাংকে প্রথমে ২,০০০ টাকা ঢোকে তাহলে বুঝতে হবে যে আপনার আবেদনটি সফল হয়েছে।
(৭) সেইক্ষেত্রে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সংশ্লিষ্ট ইমেল আইডি [email protected]-এ গিয়ে এই বিষয়ে বিস্তারিতভাবে জেনে নিতে হবে। অথবা (8597974989 বা 6291720406) নম্বরের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন।
(৮) আবেদনকারীদের অবশ্যই আধার কার্ড, ভোটার কার্ড, মোবাইল নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট, জমির যাবতীয় তথ্য প্রদান করতে হবে।
৭/৮: আপনি যদি কৃষিকাজ করে থাকেন এবং ১০ হাজার টাকা অনুদান পেতে চান তাহলে আর দেরি না করে শীঘ্রই ‘কৃষক বন্ধু প্রকল্পে’ নিজের নাম নথিভুক্ত করুন।
৮/৮: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 টাকা ঢুকছে না? প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পেতে করতে হবে এই কাজ!
👉 Swastha Sathi Prakalpa: স্বাস্থ্যসাথীতে কোন ক্ষেত্রে কত টাকা পাবে বেসরকারি হাসপাতাল? জানাল রাজ্য