(১/১১) সম্প্রতি ভারতের বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া একটি বিজ্ঞপ্তি জারি করেছে। তাতে হাজার হাজার গ্রাহকের মাথায় হাত পড়েছে। হঠাৎ করেই স্টেট ব্যাংকের বহু গ্রাহকের একাউন্ট সাসপেন্ড হয়ে যাচ্ছে। এর ফলে দেশের সমস্ত গ্রাহকেরা আর্থিক সমস্ত লেনদেন থেকে বঞ্চিত হচ্ছে।
(২/১১) তবে প্রশ্ন হচ্ছে কেন তাদের সঙ্গে এরকম হচ্ছে? স্টেট ব্যাংককে এরকম প্রশ্ন করা হলে তারা জানায় সমস্ত কিছু আইন এবং নিয়ম মেনে করা হচ্ছে। তবে কেন সে সমস্ত গ্রাহকদের একাউন্ট সাসপেন্ড করা হলো এ তালিকায় আপনার নামও নেই? তাহলে চলুন জেনে নেয়া যাক বিস্তারিত।
(৩/১১) স্টেট ব্যাংক অনেক গ্রাহকের একাউন্ট সাসপেন্ড করে দিয়েছে এর পেছনে রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি নির্দেশিকা। এই নির্দেশিকা মেনেই স্টেট ব্যাংক গ্রাহকদের একাউন্ট সাসপেন্ড করে দিয়েছে। তবে এর পেছনে আবশ্যিক কারণ রয়েছে। ভারতের সর্বোচ্চ ব্যাঙ্ক RBI নির্দেশ দিয়েছে, প্রতিটি বাণিজ্যিক ব্যাঙ্কের গ্রাহককে নির্দিষ্ট সময়ে অন্তর KYC জমা দিতে হবে।
(৪/১১) এমনকি গ্রাহকদের একাউন্টের কোনো তথ্যও যদি পরিবর্তন করতে না হয় অর্থাৎ ঠিকানা, নাম, নমিনি বা অন্য কোনও গুরুত্বপূর্ণ তথ্য পরিবর্তন না হলেও নির্দিষ্ট সময় অন্তর গ্রাহকদের অ্যাকাউন্টের কেওয়াইসি জমা দিতে হবে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।
(৫/১১) ইতিমধ্যেই রিজার্ভ ব্যাংকের এ নির্দেশ পালন করা শুরু করে দিয়েছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক। এই কারণে কে মাস কেওয়াইসি জমা না করা গ্রাহকদের একাউন্ট সাময়িকভাবে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে।
(৬/১১) হঠাৎ করে এসবিআই এর গ্রাহকদের একাউন্ট বন্ধ হয়ে যাওয়ায় অনেকে সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে ক্ষোভ প্রকাশ করতে শুরু করে এর জন্য অনেক প্রশ্নের মুখে পড়ে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া।
(৭/১১) এ নিয়ে সোশ্যাল মিডিয়া টুইটারে এসবিআই ব্যাঙ্ককে ট্যাগ করে অনেক ব্যাক্তি ক্ষোভ প্রকাশ করে জানান যে, তাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে এর কারণ কি? অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ায় তারা হঠাৎ করে অনেক বিপদের মুখে পড়েছে। আর্থিকভাবে লেনদেন তাদের ব্যাহত হচ্ছে। বিশেষ করে এ সমস্ত সমস্যায় ভুগছেন দেশের বাইরে যে সমস্ত এসবিআই ব্যাংকের গ্রাহকরা রয়েছেন তারা।
(৮/১১) গ্রাহকদের এরকম একাধিক প্রশ্নের সম্মুখীন হয়ে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া একটি নতুন বিজ্ঞপ্তি জারি করে। যেখানে বলা হয়, যে সমস্ত গ্রাহকরা কেওয়াইসি জমা করেননি তাদের অ্যাকাউন্ট সাময়িকভাবে সাসপেন্ড করে দেওয়া হয়েছে যদি আবার তারা কেউ এসে জমা করে তবে তৎক্ষণাৎ তাদের অ্যাকাউন্ট পুনরায় চালু করে দেওয়া হবে।
(৯/১১) স্টেট ব্যাংকের এরূপ বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে গ্রাহকদের একটা অংশ জানায় যে কোনরকম সাবধানবাণী ছাড়াই স্টেট ব্যাংক এরকম বড় একটি পদক্ষেপ কেন নিয়েছে? একাউন্ট বন্ধের পূর্বে তাদেরকে একবার নির্দেশিকা দেওয়া প্রয়োজন ছিল।
(১০/১১) এ নিয়ে স্টেট ব্যাংক জানায় তারা এর পূর্বে অনেকবার গ্রাহকদের kyc জমা করার কথা বললেও অনেক গ্রাহক ব্যাপারটি এড়িয়ে গিয়েছে। তাই তারা বাধ্য হয়ে এই পদক্ষেপটি গ্রহণ করেছে।
(১১/১১) নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন:
👉 Bank Loan: আধার কার্ড দেখালেই ব্যাঙ্ক লোন পাবেন! সময় লাগবে মাত্র ৫ মিনিট! উপায় জেনে নিন
👉 চাকরির চিন্তা শেষ! ১.৫ লক্ষ টাকা প্রতি মাসে আয় করুন এই ব্যবসা শুরু করেই
👉 PAN Aadhaar Link এদের আর করতে হবে না! কারা পাচ্ছেন রেহাই? জেনে নিন এখন
👉 বিরাট সুখবর! এবারে ৪২ দিন ছুটি পাবেন এক সাথে! নতুন এই ছুটির নিয়ম জারি করলো সরকার