মার্চ মাসে অকেজো হয়ে যাবে লক্ষ লক্ষ প্যান কার্ড! এই নিয়ম মেনে চলুন আপনারটা সচল রাখতে

১/৭: আয়কর দপ্তর (Income Tax Department) একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিল প্যান কার্ড (Pan Card) সংক্রান্ত বিষয়ে। আপনি যদি এই নির্দেশ না মানেন তাহলে আপনার প্যান কার্ড অকেজোও হতে পারে। সংশ্লিষ্ট দপ্তর একটি ট্যুইট বার্তায় সম্পূর্ণ বিষয়টি জানিয়েছে। জানা গেছে যে, আগামী মার্চ মাসের মধ্যেই প্যান কার্ডের সাথে আধার কার্ড লিংক (Aadhar Card) করে নিতে হবে। নচেৎ এগুলি বাতিল হয়ে যাবে।

২/৭: আয়কর দপ্তর গত শনিবার এই বিষয়ে একটি ট্যুইট বার্তায় জানিয়েছে যে, আধার নম্বরের সঙ্গে প্যান কার্ড আগামী ৩১ মার্চ, ২০২৩ তারিখের মধ্যে লিঙ্ক করতে নিতে হবে। নাহলে এই কার্ড আগামী ১ এপ্রিল, ২০২৩ তারিখ থেকে সম্পূর্ণ অকেজো হয়ে যাবে।

৩/৭: ট্যুইট বার্তায় আয়কর দপ্তর জানিয়েছে যে, “১৯৬১ সালের আয়কর আইন অনুযায়ী, ২০২৩ সালের ৩১ মার্চের আগে দেশের সমস্ত প্যান কার্ড গ্রাহকদের বাধ্যতামূলক ভাবে প্যানের সঙ্গে আধার লিঙ্ক করিয়ে নিতে হবে। এমতাবস্থায়, যাঁরা তা করাবেন না, তাঁদের আগামী ১ এপ্রিল, ২০২৩ থেকে প্যান কার্ডটি নিষ্ক্রিয় হয়ে যাবে।” শুধু তাই নয়, আয়কর দফতর আরও জানিয়েছে, ‘‘যেটি বাধ্যতামূলক, সেটি দরকারিও বটে। তাই আর দেরি না করে আজই প্যানের সঙ্গে আধারের লিঙ্ক করিয়ে ফেলুন।”

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 PAN-Aadhaar Card Update: আপনার প্যান ও আধার কার্ডে এটি না করলে বিপদে পড়বেন! আয়কর দফতরের গুরুত্বপূর্ণ বার্তা!

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 how to apply pan card online

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Aadhaar Card-এর জরুরি এই কাজটি আজও করেননি? না হলে ১০,০০০ টাকা জরিমানা দিতে হবে!

৪/৭: যদি আপনি আগামী ৩১ মার্চের মধ্যে প্যান কার্ডের সঙ্গে আধারের লিঙ্ক না করেন তাহলে আপনি প্যান কার্ডের মাধ্যমে আয়কর রিটার্ন দাখিল করাসহ অন্যান্য একাধিক গুরুত্বপূর্ণ কাজ করতে পারবেন না। এছাড়াও গ্রাহকরা ব্যাঙ্কের কাজের ক্ষেত্রেও সমস্যার সম্মুখীন হবেন। আপনি আয়কর দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট www.incometax.gov.in-এ গিয়েও প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন।

৫/৭: এর পূর্বে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার শেষ তারিখ ছিল ২০২২ সালের ৩১ মার্চ। এই লিঙ্কটি করতে তখন ৫০০ টাকা খরচ হতো। এরপর এই লিংক করার সময়সীমা আরও ১ বছর বাড়িয়ে দেওয়া হয়২০২২ সালের ১ এপ্রিল অথবা তারপর যাঁরা আধার এবং প্যান কার্ড সংযুক্তি করাচ্ছেন তাঁদের ১,০০০ টাকা খরচ হচ্ছে

Millions of PAN cards will become useless in March Follow these rules to keep yours active

৬/৭: আয়কর দপ্তর জানিয়েছে যে, জম্মু ও কাশ্মীর, অসম অথবা মেঘালয়ের বাসিন্দা এবং যাঁদের বয়স ৮০ বছর অথবা তার বেশি এবং যাঁরা আমাদের দেশের নাগরিক নন তাঁদের প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করানোর কোনো প্রয়োজনীয়তা নেই

৭/৭: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

 🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Bandhan Bank Data Entry Operator Recruitment 2022-2023

👉 Shyama Prasad Mookerjee Port Recruitment 2022

👉 হাতে মাত্র কয়েকদিন! আবেদন করে ফেলুন এই স্কলারশিপগুলিতে

👉 কখন শুরু হবে স্কুল? কতক্ষণ ক্লাস? কড়া এই নির্দেশিকা দিল মধ্যশিক্ষা পর্ষদ!

Leave a Comment