Latest Ministry of Ayush Recruitmen 2021 : আয়ুষ মন্ত্রকে একাধিক পদে চাকরির বিজ্ঞপ্তি

Ministry of Ayush Recruitment 2021 : ভারতবর্ষের বিভিন্ন মন্ত্রকের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মন্ত্রক হল আয়ুষ মন্ত্রক (Mf inistry of Ayush)। এই আয়ুষ মন্ত্রক (Ayush Mantrak) সদ্য একাধিক পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ  করেছে (Ministry oAyush Recruitment)। নিম্নে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো।

Ministry of Ayush Recruitment 2021
Ministry of Ayush Recruitment 2021, latest jobs, ministry of ayush

আয়ুষ মন্ত্রকে নিয়োগ (Ministry of Ayush Recruitment 2021)

কিছু শূন্যপদ পূরণের জন্য Ministry of Ayush সদ্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে। আয়ুষ মন্ত্রক (Ministry of Ayush) সব মিলয়ে মোট ৫ টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। পদগুলি হলো ম্যানেজার, ডেটা অ্যাসিস্টেন্ট, ডেটা এন্ট্রি অপারেটর। এই ৫ টি পদ নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে। আয়ুষ মন্ত্রকের প্রোগ্রাম ম্যানেজমেন্ট ইউনিটে Central Sector Scheme-এ বাছাই করা চাকরিপ্রার্থীদের নিয়োগ করবে কর্তৃপক্ষ। 

আয়ুষ মন্ত্রকের শূন্যপদ (Vacancy in Ministry of Ayush)

পদের নাম  শূন্যপদ 
Program Manager (Technical) 01
Program Manager (Administrative) 01
Program Manager (Accounts) 01
Data Assistant (Data entry operator) 02

শিক্ষাগত যোগ্যতা (Ministry of Ayush Recruitment educational qualification)

চাকরিপ্রার্থীকে এই পদে আবেদনের জন্য আয়ুর্বেদ, সিদ্ধা, ইউনানি হোমিওপ্যাথিতে স্নাতক হতে হবে। এছাড়া data entry পদের জন্য হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনে MBA অথবা ফিন্যান্সে MBA বা M.Com গ্র্যাজুয়েশন থাকতে হবে। তবে সব পদের জন্য এই ডিগ্রির প্রয়োজন নেই। পদ বিশেষে ভিন্ন ভিন্ন শিক্ষাগত  যোগ্যতা। বিশদে জানতে অবশ্যই আপনি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।

বয়স সীমা (Ministri of Ayush recruitment age limit)

এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীর বয়স ৫০-এর মধ্যে হতে হবে।  তবে ডেটা অ্যাসিস্ট্যান্ট ও ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়স ৪০-এর বেশি হলে তিনি আবেদন করতে পারবেন না।

আবেদনের সময়সীমা (Last date for Ministry of Ayush recruitment 2021)

Ministry of Ayush recruitment 2021-এ আবেদনের শেষ সময়সীমা ২৫ নভেম্বর।

আবেদনের পদ্ধতি (How to applay for Ministry of Ayush recruitment 2021 ?)

Ayush Ministry Recruitment-এর জন্য চাকরিপ্রার্থীদের  আগামী ২৫ নভেম্বরের মধ্যে (Drug Policy Section, Ministry of Ayush, NBCC, Office Block-III 2nd Floor, East Kidwai Nagar, New Delhi- 110023) ঠিকানায় আবেদনপত্র জমা দিতে হবে।

জিজ্ঞাসা (FAQ for Ministry of Ayush recruitment)

Q : আয়ুষ মন্ত্রকের নিয়োগ কে করে থাকে? (who appoimts the Ministry of Ayush ?)

Ans : কেন্দ্র সরকার।

Q : আয়ুষ মন্ত্রকের মোট কতগুলি শূন্যপদ আছে ? (How many vacancies are there in the Ministry of Ayush recuitment 2021 ?)

Ans :  ৫ টি।

Q : আয়ুষ মন্ত্রকের শূন্যপদ্গুলিতে আবেদনের সময়সীমা কি ? (What is the deadline to apply for vacant posts in the Ministry of Ayush recruitment 2021?)

Ans : ২৫ নভেম্বর।

2 thoughts on “Latest Ministry of Ayush Recruitmen 2021 : আয়ুষ মন্ত্রকে একাধিক পদে চাকরির বিজ্ঞপ্তি”

Leave a Comment