আর কতদিন টাকা পাবেন? লক্ষ্মীর ভান্ডার নিয়ে মুখ্যমন্ত্রীর এই বিরাট ঘোষণা!

(/১০) লক্ষীর ভান্ডার (Lakshmir Bhandar Prakalpa) নিয়ে বড় ঘোষণা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যারা ইতিমধ্যেই এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন বা যারা নতুন করে এর জন্য আবেদন করেছেন তারা কবে পাবে টাকা? এ সম্পর্কে বিস্তারিত জানতে নিচের পোস্টটি সম্পূর্ণ পড়ুন।

(২/১০)এপ্রিল মাসে এক থেকে কুড়ি তারিখ পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এই ক্যাম্পে বিপুল সংখ্যক নতুন ভাবে লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদন জমা হয়েছে। এর সংখ্যা প্রায় ১১ লক্ষ

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

(৩/১০) এর মধ্যে তফসিলি জাতির মহিলা আবেদন করেছে প্রায় ১.৩ লক্ষ এবং তফসিলি প্রজাতির মহিলারা আবেদন করেছে প্রায় সাড়ে ২৮ হাজার মত। এত বিপুল সংখ্যার আবেদন যাচাই করনের জন্য কিছুটা সময় লাগবে। আগের এবং নতুন আবেদন মিলিয়ে সব মিলিয়ে প্রায় দুই কোটি মহিলা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেতে চলেছে।

🔥আরও পড়ুন:

👉 PAN Aadhaar Link এদের আর করতে হবে না! কারা পাচ্ছেন রেহাই? জেনে নিন এখনই

🔥আরও পড়ুন:

👉 বিরাট সুখবর! এবারে ৪২ দিন ছুটি পাবেন এক সাথে! নতুন এই ছুটির নিয়ম জারি করলো সরকার

🔥আরও পড়ুন:

👉 Madhyamik 2023 Result: মাধ্যমিকের রেজাল্ট নিয়ে এই বড় আপডেট দিলো পর্ষদ! জেনে নিন এখনই

(/১০) এত বিপুল সংখ্যক আবেদনগুলি যাচাই করনের জন্য কিছুটা সময় লাগবে তা যারা নতুন ভাবে আবেদন করেছে তাদের টাকা পেতে কিছুটা দেরি হবে। এবং যাদের পুরনো আবেদন রয়েছে কিন্তু মাস শেষ হয়ে গেলেও টাকা পাচ্ছেন না তাদের নথিপত্র গত কিছু ত্রুটি রয়েছে বলে মনে করবেন।। তাদের মূলত ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না করানোর জন্যই এই সমস্যাটি হতে পারে বা হচ্ছে।

(৫/১০) তাই আগামী মাস থেকে লক্ষীর ভান্ডারে (Lakshmir Bhandar Prakalpa) টাকা সঠিকভাবে পেতে গেলে নিজের ব্যাংকে গিয়ে আধার কার্ডের সঙ্গে লিংক করিয়ে আসুন তবেই নিয়মিত এবং সঠিকভাবে পাবেন এই প্রকল্পের সুবিধা।

(/১০) অন্যদিকে যাদের আবেদন পত্রের সমস্ত নথিপত্র সঠিক রয়েছে, এবং আবেদন প্রক্রিয়া সঠিকভাবে হয়েছে কিন্তু টাকা দিতে দেরি হচ্ছে, এমন অবস্থা হলে এক্ষেত্রে চিন্তার কোন কারণ নেই এ বছর অতিরিক্ত আবেদন পত্র জমা পাড়ায় সেটি প্রক্রিয়াকরণ করতে এবং যাচাই করতে দেরি হচ্ছে

(৭/১০) লক্ষীর ভান্ডার প্রকল্পের (Lakshmir Bhandar Prakalpa) এই বকেয়া টাকা মেটানোর প্রক্রিয়া দ্রুত চলছে। যারা এখনো টাকা পাননি তারা খুব দ্রুত এ টাকা পেয়ে যাবেন। আবার এমনও হতে পারে এ মাসে যারা টাকা পাবেন না তারা দ্বিতীয় মাসে দুই মাসের একসঙ্গে টাকা পেয়ে যাবেন। যারা নতুন ভাবে আবেদন করেছেন তারা সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্যাটেগরি অনুযায়ী আগামী মাস থেকে টাকা পাবে।

(/১০) এবিষয়ে সম্প্রতি নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যারা বিধবা ভাতার সুবিধা পাচ্ছেন তারাও এখন থেকে লক্ষ্মীর ভান্ডারে আবেদনের যোগ্য। অর্থাৎ বিধবা ভাতা পাচ্ছেন যেসকল মহিলারা তারা একসঙ্গে দুটি প্রকল্পের সুবিধা পাবে।

পাবেন। এই বৈঠকে তিনি আরো জানান ৬০ বছরের পর থেকেই মহিলারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সঙ্গে সঙ্গে বিধবা ভাতা পাওয়া শুরু করবে

money for Lakshmir Bhandar Prakalpa mamata banerjee announcement

(৯/১০) লক্ষীর ভান্ডার প্রকল্পের ক্ষেত্রে আরও একটি প্রশ্ন থেকে যাচ্ছে তা হল মহিলারা কত দিন এই প্রকল্পের টাকা পেতে থাকবেন? এ প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী স্বয়ং জানিয়েছেন রাজ্যে যতদিন পর্যন্ত তৃণমূল সরকার ক্ষমতায় আসীন থাকবে ততদিন পর্যন্ত রাজ্যের মহিলারা এ প্রকল্পের সুবিধা পেতে থাকবে। এই সূত্রে বলা যায় আগামী ২০২৬ সালের ভোটের পূর্ব মুহূর্ত পর্যন্ত রাজ্যের মহিলারা এ প্রকল্পের সুবিধা পেতে থাকবে।

(১০/১০) নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন:

👉 DA News: দারুন খবর! এবারে ২ লাখ টাকা এক ধাক্কায় আসবে কর্মীদের অ্যাকাউন্টে, বিস্তারিত জানুন

👉 Axis Bank Recruitment 2023

👉 নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়! টেট-উত্তীর্ণ শিক্ষকদের সম্পর্কে সমস্ত তথ্য তলব CBI-এর

👉 WB School Holiday List: এতগুলো দিনের ছুটি ঘোষণা হলো স্কুলে! রইল তালিকা, এখনই দেখে নিন

👉 Dhirubhai Ambani Scholarship 2023

Leave a Comment