১/১০: সিবিল রিপোর্ট নিয়মিত পরীক্ষা করাই হলো প্যান কার্ড (PAN Card) প্রতারণার হাত থেকে বাঁচার সবথেকে সহজ উপায়।
২/১০: সাধারণ মানুষ নিত্যনতুন সাইবার প্রতারণার শিকার হচ্ছেন। প্যান কার্ডের তথ্য (PAN Card Information) ব্যবহার করে প্রতারণা চলছে। এর থেকে বাদ পড়েছেন না সেলিব্রিটিরাও। প্যান কার্ডের তথ্য এবং আধার কার্ডের তথ্য ব্যবহার করেই ভারতে অধিকাংশ আর্থিক প্রতারণা হয়ে থাকে। এই ধরনের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে প্রতারকরা ক্রেডিট কার্ডও বের করে ফেলছে।
৩/১০: এম এস ধোনি, শিল্পা শেট্টি, অভিষেক বচ্চন, মাধুরি দিক্ষিত, ইমরান হাসমির মতো প্রখ্যাত সেলিব্রিটিরাও শিকার হয়েছেন এই ধরনের প্রতারণার। তাঁদের প্যান কার্ডের তথ্যও চুরি হয়ে গেছে।
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 এবার আধারের সব সমস্যার সমাধান হবে নিমেষে! UIDAI লঞ্চ করল এই দুর্দান্ত পরিষেবা
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Aadhaar Card: আধার কার্ডের এই কাজ এক্ষুনি করুন! না হলে সমস্যায় পড়তে পারেন
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 বাতিল হয়ে যাবে PAN Card! ৩১ মার্চের আগে করতে হবে এই কাজ
বিষয় তালিকা
আপনার প্যান কার্ডের তথ্যের অপব্যবহার আটকাবেন কিভাবে?
৪/১০: (১) যেকোনো জায়গায় আপনার প্যান কার্ডের তথ্য দেবেন না। পরিবর্তে আপনি ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্সের তথ্য ব্যবহার করতে পারেন। আপনি যদি এই ধরনের তথ্য ব্যবহার করেন, তাহলে প্রতারণার সম্ভাবনা অনেকটা কমবে।
(২) প্রয়োজন হলে কেবলমাত্র পরিচিত, নির্ভরযোগ্য সংস্থা এবং ব্যক্তিকেই প্যান কার্ডের তথ্য জানান। যদি ফোটোকপি দেন, তাহলে সেখানে সই করে ডেট দিয়ে দিন।
(৩) আপনার সম্পূর্ণ নাম এবং জন্ম তারিখ অনলাইন পোর্টালগুলিতে দেবেন না। প্রতারকরা আপনার প্যান কার্ডের তথ্যের হদিশ এই তথ্য ব্যবহার করে পেতে পারে।
(৪) আপনার আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিংক রাখবেন না। কেন্দ্রীয় সরকারের তরফে সেসবকে নির্দেশ দেওয়া হয়েছে তা অনুযায়ী, আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিংক আর বাধ্যতামূলক নয়।
(৫) আপনার অজান্তে আপনার নামে কোনো ক্রেডিট কার্ড ইস্যু হয়েছে কিনা কিংবা কোনো লোন দেওয়া হয়েছে কিনা তা জানার জন্য আপনাকে নিয়মিত নিজের ক্রেডিট রিপোর্ট চেক করতে হবে।
(৬) আপনার ফোনে আপনার প্যান কার্ডের ছবি তুলে রাখবেন না। যদি ফোন হারিয়ে যায়, তাহলে প্যান কার্ডের অপব্যবহারের সম্ভাবনা বৃদ্ধি পায়।
(৭) সিবিল রিপোর্ট নিয়মিত পরীক্ষা করাই হলো প্যান কার্ড প্রতারণার হাত থেকে বাঁচার সবথেকে সহজ উপায়। আপনার যাবতীয় লোন এবং ক্রেডিট কার্ডের তথ্য এই রিপোর্টেই থাকে। সিবিল রিপোর্টে যদি দেখেন যে, আপনার নামে কোনো লোন অথবা ক্রেডিট কার্ড আপনার অজান্তে দেওয়া হয়েছে, তাহলে অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। সিবিল রিপোর্ট ছাড়াও আপনি ইক্যুইফ্যাক্স, এক্সপেরিয়ান, পেটিএম, ব্যাঙ্ক বাজার অথবা সিআরআইএফ হাই মার্কের রিপোর্টের ওপরেও নির্ভর করতে পারেন।
প্যান কার্ডের অপব্যবহার হলে কিংবা প্রতারণার শিকার হলে অভিযোগ করবেন কোথায়?
৫/১০: (১) প্রথমে আপনাকে TIN NSDL-এর পোর্টালে যেতে হবে।
(২) তারপর আপনাকে হোম পেজে কাস্টমার কেয়ার অপশনে গিয়ে ড্রপ ডাউন মেনুতে কমপ্লেইন্টস/কোয়্যারিস অপশনে ক্লিক করতে হবে।
(৩) তারপর আপনার সামনে একটি কমপ্লেইন্ট ফর্ম খুলে যাবে।
(৪) এরপর সেখানেই যাবতীয় তথ্য দিয়ে ক্যাপচা কোড লিখে অভিযোগপত্র জমা দিতে হবে।
কিভাবে প্রতারণার শিকার হলেন সেলিব্রিটিরা?
৬/১০: প্রতারকরা গুগল থেকেই এই সেলিব্রিটিদের জিএসটি সংক্রান্ত তথ্য পায়। তারা জানেন যে, জিএসটিআইএন-এর প্রথম ২ টি সংখ্যা হয় স্টেট কোড। বাকি ১০ টি ডিজিট হলো প্যান নম্বর৷
৭/১০: এছাড়াও সেলিব্রিটিদের জন্ম তারিখও পাওয়া যায় গুগলে। এর ফলে খুব সহজেই প্রতারকরা সেলিব্রিটিদের প্যান নম্বর এবং জন্ম তারিখ পেয়ে যায়। এরপর প্রতারকরা এই তথ্য দিয়েই নকল প্যান কার্ড তৈরি করে নিজেদের ছবি বসিয়ে দেয়। এতে ভিডিও ভেরিফিকেশন করার সময় তাদের সঙ্গে প্যান-আধার কার্ডের ওপরে দেওয়া ছবি মিলে যায়৷
৮/১০: একইভাবে প্রতারকরা সেলিব্রিটিদের আধার তথ্যও চুরি করে। প্যান, আধারের তথ্য হাতানোর পর প্রতারকরা ক্রেডিট কার্ডের জন্য আবেদন করে। ভিডিও ভেরিফিকেশনের সময় প্রতারকরা আর্থিক লেনদেন সংক্রান্ত প্রশ্নের জবাবও দিয়ে দেয়৷ তার কারণ প্রতারকরা সেলিব্রিটিদের সিবিল রিপোর্ট দেখে সেই তথ্যও পেয়ে যায়।
৯/১০: প্রতারকরা সেলিব্রিটিদের সিবিল স্কোর খুব ভালোভাবেই জানে। এর ফলে ক্রেডিট কার্ডের আবেদন করলে তা পাওয়ার সম্ভাবনাও বেশি৷
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 WB Volunteers Recruitment 2023
👉 বিরাট সুখবর সরকারি কর্মচারীদের জন্য! লাফিয়ে বাড়বে বেতন! মিলবে পুরোনো পেনশনও
👉 Breaking News!: প্রতি মাসে ৫ হাজার টাকা দেবে মোদী সরকার! এদের জন্য এল বড় খবর!