Latest MSCWB Paribesh Bandhu Recruitment 2022 | @mscwb.org-তে পরিবেশ বন্ধু নিয়োগ ২০২২, WBMSC Recruitment 2022 Jobs

(Paribesh Bandhu Recruitment 2022, পরিবেশ বন্ধু নিয়োগ ২০২২, MSC Recruitment 2022, WBMSC Recruitment 2022, West Bengal Jobs, Govt Jobs In West Bengal, সরকারি চাকরির খবর 2022)

পশ্চিমবঙ্গের মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের (MSCWB Recruitment 2022) মাধ্যমে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের (KMC) অধীনে পরিবেশ বন্ধু নিয়োগ ২০২২ করা হবে। পরিবেশ বন্ধু পদটির জন্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। যোগ্যতার মানদণ্ড, নির্বাচন প্রক্রিয়া, পরিবেশবন্ধু পদের মাসিক বেতন এবং অন্যান্য বিশদ বিবরণ নীচে তুলে ধরা হয়েছে। তাই অনুগ্রহ করে আপনি আমাদের এই নিবন্ধটি বিস্তারিত পড়ে সরাসরি অনলাইনে আবেদন করুন।

বিষয় তালিকা

MSCWB Paribesh Bandhu Recruitment 2022, MSCWB Recruitment 2022 – Overview | পরিবেশ বন্ধু নিয়োগ ২০২২

Board Name West Bengal Municipal Service Corporation (WBMSC)
Name of the posts Paribesh Bandhu Recruitment 2022
Total Number of Posts 03 Posts
Job Type West Bengal Jobs
Apply online Released date 25th March 2022
Notification Apply Date 28th March 2022
Last date for the application form 24th April 2022
Selection Process Interview/Personality Test
Mode of application Online

এগুলিও পড়ুন:

🔥 Latest WB Job Recruitment 2022, West Bengal Job Recruitment 2022 | চাকরির খবর 2022

🔥 Top 5 সরকারি চাকরির খবর ২০২২ | Sorkari Chakrir Khobor 2022, Sarkari Chakrir Khobor 2022

🔥Latest Job In Kolkata 2022, Govt Jobs In Kolkata 2022, Job Vacancy In Kolkata 2022, Kolkata Job 2022: কলকাতায় সরকারি চাকরির খবর

MSCWB Paribesh Bandhu Recruitment 2022: Eligibility Criteria |পরিবেশ বন্ধু নিয়োগ 2022 : যোগ্যতা 

  • প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে।
  • প্রার্থীকে শারীরিকভাবেসুস্থ ও বলবান হতে হবে।
  • প্রার্থীকে আউট ডোর বা বাইরের কাজ-এর ডিউটি ভালোভাবে করতে পারতে হবে।

Paribesh Bandhu Recruitment 2022: Age Limit | পরিবেশ বন্ধু নিয়োগ ২০২২: বয়সসীমা 

WBMSC Recruitment 2022-এর পরিবেশ বন্ধু নিয়োগ ২০২২-এ আবেদনের জন্য প্রার্থীর বয়সসীমা নিম্নরূপ-

  • ০১/০১/২০২২-এর নিরিখে প্রার্থীর বয়স ১৮-এর নিচে হলে আবেদন করা যাবে না। প্রার্থীর বয়স অবশ্যই ১৮ হতে হবে
  • ০১/০১/২০২২-এর নিরিখে প্রার্থীর বয়স ৪০-এর বেশি হলে আবেদন করা যাবে না। প্রার্থীর বয়স অবশ্যই ৪০-এর মধ্যে হতে হবে

MSCWB Paribesh Bandhu Recruitment 2022: Selection Process | পরিবেশ বন্ধু নিয়োগ ২০২২: নিয়োগ প্রক্রিয়া 

এই পদের জন্য দুই ধাপে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে-

  1. Read and Write Ability Test
  2. Field Test

WBMSC Paribesh Bandhu Salary: পরিবেশ বন্ধুর বেতন 

WBMSC Recruitment 2022-এর পরিবেশ বন্ধু নিয়োগ ২০২২-এর বেতন হবে নিম্নরূপ-

  • Pay level – 1 of the pay matrix of ROPA 2019

Paribesh Bandhu Recruitment 2022: Application Process | পরিবেশ বন্ধু নিয়োগ ২০২২: প্রক্রিয়া 

How to Apply For MSCWB Paribesh Bandhu Recruitment 2022? | পরিবেশ বন্ধু নিয়োগ 2022-এর জন্য আবেদন করবো কি ভাবে? 

নিম্নে ধাপে ধাপে পরিবেশ বন্ধু নিয়োগ 2022-এর আবেদন প্রক্রিয়া তুলে ধরা হলো-

  1. সর্বপ্রথমে অফিসিয়াল পোর্টাল https://www.mscwb.org/-এ যান।
  2. Home পেজে, ‘Employment Notice’ বিভাগে যান।
  3. এরপর একটি নতুন পেইজ খুলবে, সেখানে “Advertisement No: 05 of 2022 Recruitment Examination, for the post of Paribesh Bandhu under Kolkata Municipal Corporation” এই লিঙ্কে ক্লিক করুন।
  4. সেখানে MSCWB-এর অফিসিয়াল নটিফিকেশনটি ভালো করে একবার দেখে নিন।
  5. এর পর ‘Apply Online’ লিঙ্কে ক্লিক করুন।
  6. অ্যাপ্লিকেশন ফর্মে সঠিক তথ্য প্রদান করুন।
  7. এরপর অনলাইনে আবেদন ফি জমা দিন।
  8. ফাইনাল সাবমিশনের আগে আবেদনপত্রটি ক্রস-ভেরিফাই করুন।
  9. সবশেষে আবেদনপত্রের মূল কপিটি প্রিন্টআউট করে আপনার কাছে রেখে দিন।

Paribesh Bandhu Recruitment 2022: Application Fee | পরিবেশ বন্ধু নিয়োগ ২০২২: আবেদন খরচ 

এই পদে আবেদনের জন্য আবেদন ফি নিম্নরূপ-

  • UR, OBC প্রার্থীদের জন্য আবেদন ফি লাগবে ২০০ টাকা
  • SC, ST, PH শ্রেনিদের ক্ষেত্রে আবেদন ফি লাগবে ৫০ টাকা

MSCWB Paribesh Bandhu Recruitment 2022: Total Vacancy | পরিবেশ বন্ধু নিয়োগ ২০২২: মোট শূন্য পদ 

WBMSC Recruitment 2022-এর পরিবেশ বন্ধু নিয়োগ ২০২২-এর জন্য মোট শূন্য পদ ৩ টি- (ST-Ex Sm-1, OBCA Ex Sm-1, OBCB Ex Sm-1)

MSCWB Paribesh Bandhu Recruitment 2022

Paribesh Bandhu Recruitment 2022: Important Links | গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ 

গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ: 

🔥 আমদের Talegram গ্রুপ-এ যুক্ত হন 🔥 যুক্ত হন (Join)
অফিসিয়াল নোটিশ লিঙ্ক  এখানে দেখুন 
আবেদনের লিঙ্ক  এখানে দেখুন
অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক  এখানে দেখুন 

FAQ

Q: পরিবেশ বন্ধু নিয়োগ 2022-এর জন্য আবেদনের শেষ তারিখ কবে?

Ans: পরিবেশ বন্ধু নিয়োগ 2022-এর জন্য আবেদনের শেষ তারিখ হলো- ২৪ এপ্রিল, ২০২২। 

Q: পরিবেশ বন্ধু নিয়োগ ২০২২-এর আবেদন প্রক্রিয়া কিরূপ? 

Ans: পরিবেশ বন্ধু নিয়োগ ২০২২-এর আবেদনের প্রক্রিয়া ধাপে ধাপে আমাদের sarkariagat.in-এর এই নিবন্ধটিতে বিস্তারিত তুলে ধরা হয়েছে, আপনি অনুগ্রহ করে এই নিবন্ধটি বিস্তারিত পড়ুন। 

Q: পরিবেশ বন্ধু নিয়োগ ২০২২-এর (Paribesh Bandhu Recruitment 2022) নির্বাচন প্রক্রিয়া কিরূপ? 

Ans: পরিবেশ বন্ধু নিয়োগ ২০২২-এর (Paribesh Bandhu Recruitment 2022) নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে দুই ধাপে- 

  1. Read and Write Ability Test
  2. Field Test

Leave a Comment