Nabanna Scholarship 2022 & Uttarkanya Scholarship 2022: মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পাস হলেই ১০ হাজার করে টাকা দিচ্ছে রাজ্য সরকার। বিস্তারিত দেখুন!

|| Nabanna Scholarship 2022, Uttarkanya Scholarship 2022, Nabanna Scholarship Form, Nabanna Scholarship 2022 Application Form, Uttarkanya Scholarship Form Pdf, Uttarkanya Scholarship 2022 Application Form, নবান্ন স্কলারশিপ ২০২২, উত্তরকন্যা স্কলারশিপ ২০২২ ||

পশ্চিমবঙ্গ রাজ্যের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণদের জন্য রয়েছে বিশাল বড়ো সুখবর! রাজ্যের সমস্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ উত্তীর্ণকারী ছাত্রছাত্রীদের নবান্ন স্কলারশিপ ২০২২ (Nanna Scholarship 2022) এবং উত্তরকন্যা স্কলারশিপ ২০২২ (Uttarkanya Scholarship 2022) দেওয়ার ঘোষণা করে রাজ্য সরকার। যেসব প্রার্থী মাধ্যমিক উচ্চমাধ্যমিক পাশ করেছেন তাদের জন্যই বিশেষ করে এই উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। এছাড়াও আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের যাতে উচ্চশিক্ষায় বাধা না আসে সেই দিকে লক্ষ্য রেখে এই ঘোষণা করেছে রাজ্য সরকার। মাধ্যমিক উচ্চমাধ্যমিক পাশ করা প্রত্যেক ছাত্রছাত্রী এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আপনি যদি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মধ্যে হয়ে থাকেন তাহলে আজই আবেদন করে ফেলুন।পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তত্ত্বাবধানে স্কলারশিপের জন্য আবেদনের ফর্ম অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। বিস্তারিত জানতে তাই আপনাকে শেষ পর্যন্ত এই নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।

এছাড়াও বিভিন্ন  চাকরিসরকারি প্রকল্পশিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

Nabanna Scholarship 2022 & Uttarkanya Scholarship 2022: নবান্ন স্কলারশিপ ২০২২ & উত্তরকন্যা স্কলারশিপ ২০২২

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে রাজ্যের সমস্ত মাধ্যমিক উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের নবান্ন স্কলারশিপ ২০২২ এবং উত্তরকন্যা স্কলারশিপ ২০২২ দেওয়ার ঘোষণা করা হয়েছে। এই স্কলারশিপে আবেদনের জন্য যোগ্যতা কি? আবেদন প্রক্রিয়া কি? ইত্যাদি বিষয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিস্তারিত জানতে তাই আপনাকে এই নিবন্ধটি শেষ পর্যন্ত পড়তে অনুরোধ করছি।

Nabanna Scholarship 2022 & Uttarkanya Scholarship 2022: Eligibility (যোগ্যতা)

আপনি যদি রাজ্য সরকারের নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম অবশ্যই মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। এছাড়াও আপনাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। এবং আপনার বার্ষিক আয় হতে হবে ৬০০০০ টাকার কম।

How to Apply for Nabanna Scholarship 2022 & Uttarkanya Scholarship 2022: আবেদন প্রক্রিয়া

নবান্ন স্কলারশিপ ২০২২ এবং উত্তরকন্যা স্কলারশিপ ২০২২-এর জন্য আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে অফলাইন মাধ্যমে। অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি ডাউনলোড (Download) করে তারপর সেটিকে প্রিন্ট আউট করে ভালো ফিল আপ করে একটি খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় গিয়ে পৌঁছে দিতে হবে।

আবেদনপত্রের সঙ্গে যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো জমা দেবেন:

আবেদনপত্রের সঙ্গে যে সব প্রয়োজনীয় ডকুমেন্টগুলো জমা দেবেন সেগুলি হলো-

  • আপনার শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র অর্থাৎ আপনার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশের সমস্ত ডকুমেন্ট
  • আপনার ২কপি পাসপোর্ট সাইজের ছবি
  • আপনার এলাকার বিডিও, এসডিও অথবা গ্রুপ-এ অফিসারের থেকে পাওয়া ইনকাম সার্টিফিকেট
  • আপনার ব্যাংকের বইয়ের প্রথম পাতার জেরক্স
  • আপনার এলাকার এমএলএ অথবা এমপি-এর কাছ থেকে রেকমেন্ডেশন লেটার

রাজ্য সরকার উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ এই দুটি স্থানের জন্য আলাদা আলাদা ঠিকানায় আবেদনপত্র জমা দেওয়ার ব্যবস্থা করেছে।

দক্ষিণবঙ্গের প্রার্থীরা আবেদনপত্রটি যে ঠিকানায় পাঠাবেন সেটি হলো-

Department of Summer Scholarships, Chief Minister’s Office: Nabanna 325, Sarat Chatterjee Road, Howrah – 6g 102.

উত্তরবঙ্গের প্রার্থীরা আবেদনপত্রটি যে ঠিকানায় পাঠাবেন তা হল-

Office of Tea Chief Minister’s Mini Secretariat ‘Uttarkanya’, New Satellite Township, Phulbari, Near Nap Station, Jalpaiguri.

কত টাকা দেওয়া হবে?

এই নবান্ন স্কলারশিপে আবেদনকারী ছাত্রছাত্রীদের ১০০০০ থেকে ২০০০০ টাকা পর্যন্ত স্কলারশিপ দেওয়া হবে।

Nabanna Scholarship Form 2022 (Nabanna Scholarship 2022 Application Form): নবান্ন স্কলারশিপ ফর্ম ২০২২

নবান্ন স্কলারশিপ ২০২২ আবেদন করতে হবে অফলাইন মাধ্যমে। এর ফর্মটি ডাউনলোডের লিঙ্ক (Nabanna Scholarship Form 2022) নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।

Uttarkanya Scholarship Form Pdf (Uttarkanya Scholarship 2022 Application Form): উত্তরকন্যা স্কলারশিপ ফর্ম ২০২২

উত্তরকন্যা স্কলারশিপ ২০২২ আবেদন করতে হবে অফলাইন মাধ্যমে। এর ফর্মটি ডাউনলোডের লিঙ্ক (Uttarkanya Scholarship Form Pdf) নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।

nabanna scholarship 2022 uttarkanya scholarship 2022

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরিসরকারি প্রকল্পশিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন
Nabanna Scholarship Form PdfDownload করুন
Uttarkanya Scholarship Form PdfDownload করুন

আরও চাকরি ও স্কলারশিপের আপডেট দেখুন 👇👇👇

🔥 HDFC Scholarship 2022

🔥 Scholarship 2022 West Bengal

🔥 ভারতীয় ডাক বিভাগে নিয়োগ ২০২২

🔥 West Bengal Health Recruitment 2022

🔥 WB Job Recruitment 2022

🔥 West Bengal Asha Karmi Recruitment 2022

🔥 Indian Railway Group D Recruitment 2022

🔥 ICICI Bank Recruitment 2022

FAQ:

Q: Nabanna Scholarship 2022 & Uttarkanya Scholarship 2022-এ কত টাকা স্কলারশিপ দেওয়া হবে?

Ans: ১০০০০ থেকে ২০০০০টাকা পর্যন্ত। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Q: Nabanna Scholarship 2022 & Uttarkanya Scholarship 2022-এ কিভাবে আবেদন করতে হবে?

Ans: অফলাইন মাধ্যমে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Q: Nabanna Scholarship 2022 & Uttarkanya Scholarship 2022-এ আবেদনের জন্য বার্ষিক আয় কত হওয়া প্রয়োজন?

Ans: ৬০০০০ টাকার কম হতে হবে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Leave a Comment