১/১০: কেন্দ্রীয় সরকার (Central Government of India) রেশন কার্ড (Ration Card) হোল্ডারদের জন্য পুনরায় সুখবর জানালো। নতুন বছরের আগে সরকারের এই ঘোষণা শুনে সমগ্র দেশবাসী অবশ্যই খুশি হবেন। সমগ্র বিশ্বে পুনরায় করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন বি এফ সেভেন মাথা চারা দিয়ে উঠেছে। তাই সমগ্র দেশ তথা বিশ্ব আগেরবারের অর্থনৈতিক অবস্থার কথা ভেবে চিন্তিত হয়ে পড়েছে।
২/১০: এমতাবস্থায় মোদী সরকার যথেষ্ট সতর্ক হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী সভা দেশের মানুষের খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য মন্ত্রী সভার বৈঠক ডাকে। সেখানেই এই রেশন নিয়ে আলোচনা করা হয়। দীর্ঘ সময় ধরে আলোচনা করার পর সিদ্ধান্ত নেওয়া হয় যে, রেশনে সম্পূর্ণ বিনামূল্যে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বণ্টন করা হবে।
৩/১০: কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল এই বিষয়ে বলেন যে, মহামারীর সময় থেকে (Pandemic) এখনও পর্যন্ত দেশের ৮০ কোটি কেন্দ্রীয় সরকার মানুষকে রেশনে সম্পূর্ণ বিনামুল্যে খাদ্য দ্রব্য অর্থাৎ চাল- গম- আটা দিয়েছে। এবারের পরিস্থিতি ঠেকাতে রেশনের খাদ্যদ্রব্য বণ্টন করার মেয়াদ আগামী ১ বছর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, দেশের ৮০ কোটি মানুষ আগামী ১ বছর অর্থাৎ ২০২৩ সালের ডিসেম্বর মাস পর্যন্ত রেশনে সম্পূর্ণ বিনামূল্যে চাল- গম- আটা পাবেন।
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Bank Rules Changes : ১ জানুয়ারি থেকে ব্যাঙ্কে আসছে এই নতুন নিয়ম! কি কি নিয়ম? জানুন বিস্তারিত
🔥 আরও পড়ুন: 👇👇👇
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Aadhaar Card: এই ৬টি বিষয় মাথায় রাখুন আধার কার্ড ব্যবহারের সময়! নইলে বিপদ!
৪/১০: মন্ত্রী জানিয়েছেন যে, এর জন্য সরকারের ওপর অতিরিক্ত ২ লক্ষ কোটি টাকার বোঝা চাপবে। তবে তিনি এও জানান যে, এর জন্য কোনোভাবেই কেন্দ্রীয় সরকার পিছু হটবে না। গত করোনাকালে সমগ্র দেশের ৮০ কোটি মানুষকে রেশনে বিনামুল্যে খাদ্যদ্রব্য দেওয়ার জন্য সরকারের খরচ হয়েছিল ১ লক্ষ ৮০ হাজার কোটি টাকা।
৫/১০: দেশ এবং রাজ্যের মানুষের হিতার্থে কেন্দ্র এবং রাজ্য উভয়ের যৌথ উদ্যোগে বিনা মূল্যে রেশন (Ration) ব্যবস্থা চালু রয়েছে। অর্থাৎ নিজের পকেট থেকে কোনো টাকা খরচ না করেই সমগ্র দেশ এবং রাজ্যের সাধারণ মানুষ গত কয়েক বছর ধরে রেশনে বিনামুল্যে চাল- গম- আটা ইত্যাদি।
৬/১০: এছাড়াও গত ২ বছর ধরে অতিমারীর জেরে গোটা দেশ তথা রাজ্যের আর্থিক অবস্থাও টলমল। এমনকি করোনাকালে (Pandemic) সমগ্র বিশ্বের প্রায় কয়েক কোটি মানুষ কাজ হারিয়েছিলেন।
৭/১০: সেই সময় কেন্দ্র এবং রাজ্য উভয়ের যৌথ এবং মিলিত উদ্যোগে সমগ্র দেশের মানুষ গত ২ বছর রেশনে সম্পূর্ণ বিনামূল্যে চাল গম পেয়েছেন। এই বছরের শুরু থেকে উদ্ভুত পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রিত। তাই এবার ধসে পড়া অর্থনীতি চাঙ্গা হওয়ার পাশাপাশি সমগ্র দেশের কয়েক কোটি কর্মহীন মানুষ কাজে যোগ দিতে শুরু করেছেন। সমগ্র দেশ থেকে শুরু করে রাজ্যের মানুষ বর্তমানে আর্থিক অনটন থেকে বেশ কিছুটা স্বাবলম্বী হয়েছেন।
৮/১০: এছাড়াও রাজ্যের (Wb Govt) মানুষের খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য গত ২ বছর ধরে কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় এই রাজ্যের সরকার খাদ্য সাথী (Khadya Sathi) প্রকল্পের অধীনে সম্পূর্ণ বিনামূল্যে রেশন ব্যবস্থা চালু করেছে।
৯/১০: কিন্তু সম্প্রতি করোনা ভাইরাসের ওমিক্রন প্রজাতির নতুন যে ভ্যারিয়েন্ট তা কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার অপেক্ষা। তবে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে সমগ্র দেশের সাধারন মানুষ বেজায় খুশি।
১০/১০: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 মার্চ মাসে অকেজো হয়ে যাবে লক্ষ লক্ষ প্যান কার্ড! এই নিয়ম মেনে চলুন আপনারটা সচল রাখতে
👉 উচ্চ মাধ্যমিক পাশেই সরাসরি বন্ধন ব্যাংকে চাকরির সুযোগ! (Apply Now!) | Bandhan Bank Vacancy 2022
👉 হাতে মাত্র কয়েকদিন! আবেদন করে ফেলুন এই স্কলারশিপগুলিতে
👉 কখন শুরু হবে স্কুল? কতক্ষণ ক্লাস? কড়া এই নির্দেশিকা দিল মধ্যশিক্ষা পর্ষদ!