১/৮: আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) দেশের প্রত্যেকটি মেয়েকে মোটা অঙ্কের টাকা প্রদান করছে। সত্যিই কি তাই? সত্যিই কি প্রত্যেকটি ভারতীয় মহিলাকে ২ লক্ষ ২০ হাজার টাকা দিচ্ছে মোদী সরকার?
২/৮: একটি ইউটিউব চ্যানেল এরকমই দাবি করছে। ‘প্রধানমন্ত্রী নারী শক্তি যোজনা’র আওতায় দেশের প্রতি ঘরের সব মেয়েকে ২ লক্ষ ২০ হাজার টাকা করে দেওয়া হবে।’-‘ইন্ডিয়ান জব’ নামক ইউটিউব চ্যানেলটি এমনটাই দাবি করে। আর তারপর স্বাভাবিকভাবেই কথাটি ভাইরাল হয়ে যায়।
৩/৮: আপনি যদি কোনো খবর সঠিক নাকি ভুয়ো তা জানতে চান তাহলে পিআইবির মাধ্যমে তা জেনে নিতে পারবেন। এর জন্য যে খবরটি সম্পর্কে আপনি জানতে চান সেটিকে আপনাকে https://factcheck.pib.gov.in-এ পাঠাতে হবে
🔥 আরও পড়ুন:
👉 টাকা দেওয়া শুরু হলো এই Scholarship-এর! আপনি পেয়েছেন? কবে টাকা পাবেন? জেনে নিন
🔥 আরও পড়ুন: 👇👇👇
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Paytm: কিভাবে পেটিএম থেকে লাইভ ট্রেন স্ট্যাটাস ও PNR স্ট্যাটাস চেক করবেন? জেনে নিন
৪/৮: কিন্তু যে দাবিটি করা হয়েছে তা সর্বান্তকরণে ভুয়ো। এই দাবির কোনো সত্যতা নেই। এইরকম কোনো প্রকল্পের ঘোষণা কেন্দ্রীয় সরকার করেনি। ‘ইন্ডিয়ান জব’ নামক ইউটিউব চ্যানেলটি শুধু যে এই দাবি করেছে তাই নয়, আরও এককদম এগিয়ে, এই আর্থিক সহায়তা পাওয়ার জন্য তারা মানুষকে নাম নথিভুক্ত করার জন্যও বলে।
৫/৮: এই বিষয়টি পিআইবির নজরে পড়ে। আর এরপরই তারা এই বিষয়টি নিয়ে কাজে নেমে। পিআইবি একটি ভিডিও বার্তায় স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, এরকম কোনোকিছুই নেই। পুরো বিষয়টিই মিথ্যে, ভুয়ো। এরকম কোনো অর্থ সাহায্যের ঘোষণা কেন্দ্রীয় সরকার করেনি।
৬/৮: উল্লেখ্য, মাঝেমধ্যেই পিআইবি দেশের সাধারণ মানুষকে সাবধান করে থাকে। পিআইবি মানুষকে সতর্ক করে যে, যেকোনো ভাইরাল বার্তায় বিশ্বাস করে কেউ যেনো কোনো সন্দেহজনক লিংকে ক্লিক না করেন।
৭/৮: আপনি যদি কোনো খবর সঠিক নাকি ভুয়ো তা জানতে চান তাহলে পিআইবির মাধ্যমে তা জেনে নিতে পারবেন। এর জন্য যে খবরটি সম্পর্কে আপনি জানতে চান সেটিকে আপনাকে https://factcheck.pib.gov.in-এ পাঠাতে হবে। এছাড়াও যদি আপনি ফ্যাক্ট চেক করতে চান তাহলে আপনি +৯১৮৭৯৯৭১১২৫৯ নম্বরে হোয়াটসঅ্যাপও করতে পারেন। অথবা আপনার খবরটি আপনি [email protected]-এই ইমেল আইডিতে মেলও করতে পারেন। তথ্য যাচাই করার জন্য যাবতীয় তথ্য আপনারা https://pib.gov.in-এ পেয়ে যাবেন।
৮/৮: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇
👉 Calcutta University Recruitment 2022
👉 WB Primary TET 2022: টেট-এ এবার প্রশ্ন কেমন হবে? নেগেটিভ মার্কিং থাকবে? জেনে নিন বিস্তারিত