লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ দিয়ে কেন্দ্র সরকারের অধীনে চাকরি (Apply Now) | National Horticulture Board Recruitment 2022

National Horticulture Board Recruitment 2022, National Horticulture Board Recruitment 2022 Apply Online, Official Notice Pdf Download, (নেশনাল হর্টিকালচার বোর্ড নিয়োগ ২০২২)

চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল সুখবর! আপনি যদি দীর্ঘদিন ধরে চাকরির জন্য অপেক্ষা করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুযোগ। সম্প্রতি নেশনাল হর্টিকালচার বোর্ড (National Horticulture Board Recruitment 2022) দ্বারা একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে যে এখানে কর্মী নিয়োগ করা হবে। যেকোনো ভারতীয় নাগরিক এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তিটি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তাই আপনাকে শেষ পর্যন্ত এই নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।

এছাড়াও বিভিন্ন  চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇 

বিষয় তালিকা

National Horticulture Board Recruitment 2022 | নেশনাল হর্টিকালচার বোর্ড নিয়োগ ২০২২

🔥 Organization Name (সংস্থার নাম)National Horticulture Board
🔥 Post Details (পোস্টের নাম)ইয়ং প্রফেশনাল
🔥 Total Vacancies (মোট শূন্যপদ)১৭টি
🔥 Salary (বেতন)৫০,০০০ টাকা
🔥 Job Location (চাকরির স্থান)ব্যাঙ্গালোর, চেন্নাই, গুয়াহাটি, হায়দরাবাদ, জম্মু/শ্রীনগর, কলকাতা, নাসিক, পুনে, বিজয়ওয়াডা, ভূপাল, গোয়ালিয়র, ভুবনেশ্বর, দেরাদুন, নাগপুর, পাটনা, রায়পুর, রাঁচি
🔥 Apply Mode (আবেদন মাধ্যম)অনলাইন অথবা অফলাইন
🔥 Official Website (অফিশিয়াল ওয়েবসাইট)nhb.gov.in

নেশনাল হর্টিকালচার বোর্ডে (National Horticulture Board Recruitment 2022) প্রচুর কর্মী নিয়োগ করা হতে চলেছে। এই নিয়োগে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি? বয়সসীমা কত? আবেদন ও নিয়োগ প্রক্রিয়া কি? ইত্যাদি বিষয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিস্তারিত জানতে তাই আপনাকে এই নিবন্ধটি শেষ পর্যন্ত পড়তে অনুরোধ করছি। 

National Horticulture Board Recruitment 2022: Vacancy Details | নেশনাল হর্টিকালচার বোর্ড নিয়োগ ২০২২: পদের নাম

🔥 Post Name (পোস্টের নাম)🔥 Post Vacancy (শূন্যপদের সংখ্যা)
🔥 Young Professional১৭ টি 
🔥 Total১৭ টি 

🔥 Siliguri District Hospital Recruitment 2022

🔥 ৯৮,০৮৩টি শূন্য পদে লিখিত পরীক্ষা ছাড়াই ভারতীয় পোস্ট অফিসে চাকরির সুযোগ! (Apply Now!)

🔥 Punjab and Sind Bank Recruitment 2022

🔥 Post Office Group D Recruitment 2022

National Horticulture Board Recruitment 2022: Age Limit | নেশনাল হর্টিকালচার বোর্ড নিয়োগ ২০২২: বয়সসীমা

আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনার বয়স হতে হবে ২৭.১১.২২ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে।

National Horticulture Board Recruitment 2022: Selection Process | নেশনাল হর্টিকালচার বোর্ড নিয়োগ ২০২২: নিয়োগ প্রক্রিয়া 

এই চাকরির আবেদনকারী প্রার্থীদের কোনরকমের লিখিত পরীক্ষা ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

National Horticulture Board Recruitment 2022: Salary | নেশনাল হর্টিকালচার বোর্ড নিয়োগ ২০২২: বেতন

এই চাকরির জন্য কর্মীদের মাসিক ৫০,০০০ টাকা বেতন দেওয়া হবে।

National Horticulture Board Recruitment 2022 Apply Online: | নেশনাল হর্টিকালচার বোর্ড নিয়োগ ২০২২ : আবেদন প্রক্রিয়া

১) আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে নেশনাল হর্টিকালচার বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে।

২) আবেদন করার পূর্বে আপনাকে আপনার সমস্ত নথিপত্র স্ক্যান করে নিতে হবে।

৩) আপনাকে আপনার বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। সার্টিফিকেট, ভেরিফিকেশন এবং অন্যান্য তথ্য আপনাকে এই মোবাইল নম্বর এবং ইমেল আইডিতে পাঠানো হবে।

৪) আবেদন করার সময় মনে রাখতে হবে, আবেদন করার সময় আপনি আপনার নাম, যে পোস্টের জন্য আবেদন করছেন, জন্মের তারিখ, আপনি বাসস্থানের ঠিকানা, ইমেল আইডি ইত্যাদি বিষয়গুলি চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।

প্রার্থীদের নেশনাল হর্টিকালচার বোর্ডের অনলাইন আবেদনপত্রটি ভালো করে ফিল আপ করতে অনুরোধ করা হচ্ছে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আবেদনপত্রে কোনো পরিবর্তন করা যাবে না।

৫) আপনি আবেদন মূল্য অনলাইন/ অফলাইন উভয়ভাবেই দিতে পারবেন (যদি থাকে)।

৬) সবশেষে আপনাকে ‘Submit’ অপশনে ক্লিক করতে হবে। আবেদনপত্রটি সাবমিট করার পর সেভ করে রাখতে পারেন অথবা পরবর্তী প্রয়োজনের জন্য অ্যাপ্লিকেশন নম্বরটি প্রিন্ট করে রাখতে পারেন।

আপনার আবেদনপত্রের হার্ডকপিটি আপনি যে ঠিকানায় পাঠাবেন তা হলো-

Managing Director, National Horticulture Board, Plot 85, Sector 18, Institutional Area, Gurugram (Haryana) Pin-122015 

National Horticulture Board Recruitment 2022:  Required Documents | নেশনাল হর্টিকালচার বোর্ড নিয়োগ ২০২২: প্রয়োজনীয় নথিপত্র 

এই চাকরির আবেদনের জন্য যে নথিপত্রগুলির প্রয়োজন সেগুলি হলো-

  • আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • আপনার বয়সের প্রমাণপত্র 
  • আপনার বাসস্থানের প্রমাণপত্র
  • আপনার পরিচয়পত্র (আঁধার কার্ড, ভোটার কার্ড)
  • আপনার কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
  • আপনার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)

আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিশ ডাউনলোডের লিঙ্ক নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।  

National Horticulture Board Recruitment 2022: Application Fees | নেশনাল হর্টিকালচার বোর্ড নিয়োগ ২০২২: আবেদন মুল্য

এই চাকরির জন্য কোনো আবেদন মুল্য দিতে হবে না।

National Horticulture Board Recruitment 2022: Education Qualification | নেশনাল হর্টিকালচার বোর্ড  নিয়োগ ২০২২: শিক্ষাগত যোগ্যতা

আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে এগ্রিকালচার অথবা হর্টিকালচারে গ্র্যাজুয়েশনসহ হর্টিকালচার/ পোষ্ট হারভেস্ট, টেকনোলজি/ এগ্রিকালচার, ইঞ্জিনিয়ারিং/ পোষ্ট হারভেস্ট ম্যানেজমেন্ট/ ফুড টেকনোলজি/ ফুড সায়েন্স বিষয়ে পোষ্ট গ্র্যাজুয়েট হতে হবে।  এগ্রিকালচার অথবা হর্টিকালচারে গ্র্যাজুয়েশনসহ এগ্রিবিজনেস বিষয়ে MBA হতে হবে। এছাড়াও MS office, Power Points, Excel বিষয়ে জ্ঞান থাকতে হবে।

National Horticulture Board Recruitment 2022

National Horticulture Board Recruitment 2022: Important Date |নেশনাল হর্টিকালচার বোর্ড নিয়োগ ২০২২ : গুরুত্বপুর্ণ তারিখ

  • আবেদন শুরুর তারিখ: ১২.১১.২০২২ অর্থাৎ ১২ নভেম্বর ২০২২ তারিখ
  • আবেদনের শেষ তারিখ: ২৭.১১.২০২২ অর্থাৎ ২৭ নভেম্বর ২০২২ তারিখ

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন
National Horticulture Board Recruitment 2022 Apply Online আবেদন করুন
National Horticulture Board Recruitment 2022 Official Notice ডাউনলোড করুন
National Horticulture Board Recruitment 2022 Official Website এখানে দেখুন

 🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇 

🔥 Siliguri District Hospital Recruitment 2022

🔥 ৬৩,২০০ টাকা পর্যন্ত মাসিক বেতনে পশ্চিমবঙ্গে ক্লার্ক পদের চাকরির সুযোগ (Apply Now!) | WB LDC Recruitment 2022

🔥 ৯৮,০৮৩টি শূন্য পদে লিখিত পরীক্ষা ছাড়াই ভারতীয় পোস্ট অফিসে চাকরির সুযোগ! (Apply Now!)

🔥 Punjab and Sind Bank Recruitment 2022

🔥 Post Office Group D Recruitment 2022

FAQ: National Horticulture Board Recruitment 2022 (নেশনাল হর্টিকালচার বোর্ড নিয়োগ ২০২২)

Q: National Horticulture Board Recruitment 2022 (নেশনাল হর্টিকালচার বোর্ড নিয়োগ ২০২২)-তে আবেদনের শেষ তারিখ কবে?

Ans: ২৭ নভেম্বর ২০২২ তারিখের মধ্যে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Q: National Horticulture Board Recruitment 2022 (নেশনাল হর্টিকালচার বোর্ড নিয়োগ ২০২২)-তে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি?

Ans: সংশ্লিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েশন, পোষ্ট গ্র্যাজুয়েট। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Q: National Horticulture Board Recruitment 2022 (নেশনাল হর্টিকালচার বোর্ড নিয়োগ ২০২২)-তে আবেদনের জন্য বয়সসীমা কত?

Ans: ৩৫ বছরের মধ্যে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Leave a Comment