NEET PG 2022 Result: প্রকাশিত নিট-পিজির ফল, কীভাবে দেখবেন?

NEET PG 2022 Result, NEET Result 2022, NEET PG Exam 2022, নিট রেজাল্ট ২০২২, natboard.edu.in 

প্রকাশিত হয়ে গেল নিট-পিজির (NEET-PG) ফল। স্বয়ং টুইট করে জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী (Union Health Minister) মনসুখ মান্ডব্য (Mansukh Mandaviya)। পরীক্ষায় যাঁরা সফল হয়েছেন তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। 

দশ দিনের মাথায় ফলপ্রকাশ করায় পরীক্ষক সংস্থার (National Board of Examinations in Medical Sciences)  প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। 

কোথায় পাবেন ফল?

যে ওয়েবসাইটে আপনি পরীক্ষার ফল দেখতে পাবেন সেটি হলো- natboard.edu.in 

আরও পড়ুন 👇

🔥 Axis Bank Recruitment 2022: উচ্চমাধ্যমিক পাশে এক্সিস ব্যাংক-এ নিয়োগ ২০২২ চলছে!

🔥 দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পশ্চিমবঙ্গে প্রাইমারি স্কুলে শিক্ষক ও গ্রুপ ডি নিয়োগ নিয়োগ: West Bengal Primary Teacher & Geoup-D Recruitment

🔥 পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ও স্কুলে ‘মিড-ডে-মিল’ প্রকল্পের ‘গ্রুপ-সি’ পদে (Assistant Accountant and Accountant) নিয়োগ!: West Bengal Mid Day Meal Recruitment 2022

🔥 পশ্চিমবঙ্গে জেলার বিডিও অফিসে ‘গ্রুপ-সি’ পদে কর্মী নিয়োগ ২০২২ | WB Group-C Assistant Accountant Recruitment 2022

🔥 Indian Bank Recruitment 2022: ৬৩,০০০ টাকা বেতনে ইন্ডিয়ান ব্যাঙ্কে চাকরির সুযোগ

কীভাবে দেখা যাবে ফল?

  • natboard.edu.in বা nbe.edu.in-এই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে।
  • হোমপেজে ‘NEET PG 2022 results’ লিঙ্কটি দেখা যাবে
  • ওই লিঙ্কে ক্লিক করলে রেজাল্টের পিডিএফ (PDF) দেখা যাবে।
  • নিজের রোল নম্বর খুঁজে পাওয়ার জন্য কিবোর্ডে ctrl+F ব্যবহার করুন। 
NEET PG 2022 Result

২১ মে, ২০২২ সালে নিট পিজি (NEET PG) পরীক্ষা নেওয়া হয়। এবার মোট ১ লক্ষ ৮২ হাজার ৩১৮ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। CBT অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হয়েছিল। মোট পরীক্ষা হয়েছিল ৩ ঘণ্টা ৩০ মিনিটের।  মোট ২০০টি MCQ ধরনের প্রশ্ন ছিল। প্রতিটি ঠিক উত্তরের জন্য পরীক্ষার্থী ৪ নম্বর পেয়েছেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা গিয়েছে। পরীক্ষার্থী কোনো প্রশ্নের উত্তর না দিলে সেই প্রশ্নের জন্য কোনও নম্বর কাটা হয়নি।

Leave a Comment