গত ২ বছর ধরে করোনা মহামারীর জন্য গোটা বিশ্ব তথা দেশের অর্থনৈতিক অবস্থা প্রায় তলানিতে গিয়ে ঠেকেছে। এমনকি করোনাকালে চাকরিও হারিয়েছেন কোটি কোটি মানুষ। এই তালিকায় ভারতও রয়েছে। এতে গোটা দেশে বৃদ্ধি পেয়েছে বেকারত্বের হার। এমতাবস্থায় রাজ্য এবং কেন্দ্রীয় সরকার উভয়েই বেকারত্ব কমাতে মরিয়া। তাই একদিকে গত কয়েক মাসে রাজ্য সরকারের তরফে একাধিক শিল্প মেলার (JOB FAIR) আয়োজন করা হয়েছে। অপরদিকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রোজগার মেলাসহ একাধিক প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করেছে। এই সমস্ত প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশিক্ষিত প্রার্থীরা সংশাপত্র এবং সাম্মানিক ভাতা উভয়ই পাবেন। এছাড়াও প্রশিক্ষণ শেষ হওয়ার পর এই সমস্ত প্রশিক্ষিত প্রার্থীরা কেন্দ্রীয় সরকারের একাধিক দপ্তরে কাজের সুযোগ পাবেন।
কেন্দ্রীয় সরকার (Central Govt) দেশের বেকার যুবক যুবতীদের জন্য দারুন সুযোগ নিয়ে এসেছে। সম্প্রতি বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে কর্মসংস্থানের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যের যেকোনো প্রার্থীই এই কর্মসূচির অধীনে প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন।
বিষয় তালিকা
তাহলে চলুন এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক-
প্রকাশ হওয়া বিজ্ঞপ্তি নম্বর হলো- 108/2022
যে যে পদের জন্য এখানে কর্মী নিয়োগ করা হবে তা হলো-
১) টেকনিশিয়ান আই টি আই (Technician- ITI)
২) ডিপ্লোমা অ্যাপ্রেন্টিশশিপ (Dipoloma Apprenticeship)
৩) গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিশশিপ (Graduate Apperentieship)
এখানে মোট শূন্যপদের সংখ্যা হলো- ৪০০ টি।
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে ৬,০০০ চাকরির ঘোষণা পশ্চিমবঙ্গে! প্রশিক্ষণ শেষেই চাকরি (Apply Now!)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 মাসে ৩৬ হাজার টাকা করে পেয়ে যাবেন LIC-র এই স্কিমে! একবার ইনভেস্ট করলেই কেল্লাফতে
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Taruner Swapna Scheme 2022: ১০,০০০ টাকা করে ছাত্র-ছাত্রীদের দেবে সরকার! কি ভাবে? জেনে নিন
এখানে যে বিভাগগুলিতে নিয়োগ করা হবে তা হলো-
১) Mechanical
২) Electronics
৩) Electrical
৪) Civil
৫) Architecture
৬) Information & Technology
৭) Human Resources
৮) Finance & Accounts , etc .
স্টাইপেন্ড-
এই স্কিমের অধীনে কর্মহীন যুবক যুবতীরা প্রশিক্ষণ চলাকালীন সরকারের পক্ষ থেকে মাসিক ভাতাও পাবেন।
১) টেকনিশিয়ান আই টি আই-এর প্রার্থীরা প্রশিক্ষণ চলাকালীন মাসিক ৭০০০ টাকা ভাতা পাবেন।
২) ডিপ্লোমা আপ্রেন্টিসশিপের প্রার্থীরা প্রশিক্ষণ চলাকালীন মাসিক ৮০০০ টাকা ভাতা পাবেন।
৩) গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিশশিপের প্রার্থীরা প্রশিক্ষণ চলাকালীন মাসিক ১০,০০০ টাকা ভাতা পাবেন।
এই প্রকল্পে তিনটি বেনিফিট (Triple Benefit) রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। তার ওপর প্রশিক্ষণ চলাকালীন রয়েছে মাসিক ভাতা। এখানেই শেষ হয়, প্রশিক্ষণ শেষ হওয়ার পর প্রশিক্ষিত প্রার্থীরা সরকারের বিভিন্ন দপ্তরে চাকরির সুযোগ পাবেন। এবার চলুন স্টুডেন্টস ইন্টার্নশিপের যাবতীয় নিয়মাবলি সম্পর্কে জেনে নেওয়া যাক।
১) সাধারণ শ্রেণীর প্রার্থীদের এই প্রকল্পে আবেদনের জন্য ১০০ টাকা আবেদন মুল্য দিতে হবে। এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের কোনো আবেদন মুল্য দিতে হবে না।
২) ট্রেনিং চলাকালীন সরকারের তরফ থেকে শিক্ষানবিশরা মাসিক ভাতা পাবেন।
৩) প্রশিক্ষিত প্রার্থীরা বিভিন্ন সরকারি দপ্তরে কর্মসংস্থানের সুযোগ পাবেন।
৪) এই প্রকল্পের জন্য আইটিআই (ITI) অথবা পলিটেকনিক (Polytechnic ) পড়ুয়ারা আবেদন করতে পারবেন।
৫) এই প্রকল্পে আবেদনের জন্য কর্মহীন আবেদনকারীর বয়সসীমা হতে হবে ১৮ থেকে ৩০ বছর।
৬) প্রশিক্ষণ শেষ হওয়ার পর সরকারের পক্ষ থেকে প্রার্থীদের সার্টিফিকেট প্রদান করা হবে।
৭) প্রশিক্ষণ শেষ হওয়ার পর প্রশিক্ষিত প্রার্থীরা সরকারি দপ্তরে কাজের জন্য অগ্রাধিকার পাবেন।
৮) এই প্রশিক্ষণের সময়সীমা হবে ১ বছর।
৯) অফিসিয়াল ওয়েবসাইট www.sjvn.nic.in-এ গিয়ে আবেদন করতে হবে।
১০) এই প্রকল্পে আবেদনের শেষ তারিখ হলো ৮ জানুয়ারি ২০২৩ অর্থাৎ ০৮.০১.২০২৩ তারিখ।
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও চাকরি, প্রকল্প ও লেটেস্ট আপডেট দেখুন 👇👇👇
👉 Primary TET Result 2022: টেট-এর রেজাল্ট এই সময়ে প্রকাশ করতে চায় পর্ষদ! জানুন বিস্তারিত
👉 Post Office Scheme: পোস্ট অফিসের এই স্কিমে টাকা রাখলেই ডাবল! কম মেয়াদে সুদও বেশি
👉 Pradhan Mantri Vaya Vandana Yojana
👉 Pradhan Mantri Ujjwala Yojana 2022