NBU Non Teaching Staff Recruitment 2023: রাজ্যের বিশ্ববিদ্যালয়ে প্রচুর স্টাফ নিয়োগ, এই ভাবে করুন আবেদন

University Non Teaching Staff Recruitment 2023: চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল সুখবর! আপনি যদি দীর্ঘদিন ধরে চাকরির জন্য অপেক্ষা করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুযোগ। সম্প্রতি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় (University of North Bengal) কর্তৃক একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে যে এখানে কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের যেকোনো জায়গার মানুষেরা পারবেন এই চাকরির জন্য আবেদন করতে। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তিটি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তাই আপনাকে শেষ পর্যন্ত এই নিবন্ধটি পড়তে অনুরোধ করছি

এছাড়াও বিভিন্ন সরকারি চাকরি (Sarkari Job) সহ বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।

🔥 Organization Name (সংস্থার নাম)North Bengal University 
🔥 Post Details (পোস্টের নাম)ইন্সপেক্টর অফ কলেজ এবং অন্যান্য 
🔥 Total Vacancies (মোট শূন্যপদ)৪ টি
🔥 Salary (বেতন)৫৭,৭০০ থেকে ২,১৮,২০০ টাকা পর্যন্ত
🔥 Job Location (চাকরির স্থান)নর্থ বেঙ্গল 
🔥 Apply Mode (আবেদন মাধ্যম)অনলাইন
🔥 Official Website (অফিশিয়াল ওয়েবসাইট)https://www.nbu.ac.in/

নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়ে (NBU Non Teaching Staff Recruitment 2023) কর্মী নিয়োগ করা হতে চলেছে। এই নিয়োগে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি? বয়সসীমা কত? আবেদন ও নিয়োগ প্রক্রিয়া কি? ইত্যাদি বিষয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিস্তারিত জানতে তাই আপনাকে এই নিবন্ধটি শেষ পর্যন্ত পড়তে অনুরোধ করছি

বিষয় তালিকা:

পদের নাম (Vacancy Detail)

🔥 Post Name (পোস্টের নাম)🔥 Post Vacancy (শূন্যপদের সংখ্যা)
🔥 Inspector of Colleges১টি 
🔥 Audit & Accounts Officer১টি 
🔥 Officer – in- Charge, Watch & Ward ১টি 
🔥 Senior Research Physicist ১টি 
🔥 Total৪টি 

🔥 আরও পড়ুন:

👉 DA News: কেন্দ্রীয় হারেই DA পেলেন রাজ্য সরকারের এই কর্মচারীরা! বিজ্ঞপ্তি প্রকাশ! চালু হবে কবে থেকে? জেনে নিন

🔥 আরও পড়ুন:

👉 ৫০০০ টাকা পাবেন নাম তুললেই! রাজ্যের এই প্রকল্প সম্পর্কে এখনই জেনে নিন!

🔥 আরও পড়ুন:

👉 Karmai Dharma Scheme: ২ লক্ষ বেকার যুবক যুবতীদের মোটরবাইক দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে! কি ভাবে পাবেন? জেনে নিন

বয়স সীমা (Age Limit)

🔥 Post Name (পোস্টের নাম)🔥 Age Limit (বয়সসীমা)
🔥 Inspector of Colleges৪০ বছর 
🔥 Audit & Accounts Officer৩৫ বছর 
🔥 Officer – in- Charge, Watch & Ward ৫০ বছর 
🔥 Senior Research Physicist ৩৫ বছর 

নিয়োগ প্রক্রিয়া (Selection Process)

এই চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের কোনোরকম লিখিত পরীক্ষা ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

বেতন (Salary)

🔥 Post Name (পোস্টের নাম)🔥 Salary (বেতন)
🔥 Inspector of Colleges১,৪৪,২০০ থেকে ২,১৮,২০০ টাকা পর্যন্ত 
🔥 Audit & Accounts Officer৭৯,৮০০ থেকে ২,১১,৫০০ টাকা পর্যন্ত 
🔥 Officer – in- Charge, Watch & Ward ৫৭,৭০০ থেকে ১,৮২,৪০০ টাকা পর্যন্ত 
🔥 Senior Research Physicist ৭৯,৮০০ থেকে ২,১১,৫০০ টাকা পর্যন্ত 

আবেদন প্রক্রিয়া (Apply Online) 

১) আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে।

২) আবেদন করার পূর্বে আপনাকে আপনার সমস্ত নথিপত্র স্ক্যান করে নিতে হবে।

৩) আপনাকে আপনার বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। সার্টিফিকেট, ভেরিফিকেশন এবং অন্যান্য তথ্য আপনাকে এই মোবাইল নম্বর এবং ইমেল আইডিতে পাঠানো হবে।

৪) আবেদন করার সময় মনে রাখতে হবে, আবেদন করার সময় আপনি আপনার নাম, যে পোস্টের জন্য আবেদন করছেন, জন্মের তারিখ, আপনি বাসস্থানের ঠিকানা, ইমেল আইডি ইত্যাদি বিষয়গুলি চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।

প্রার্থীদের নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়ের অনলাইন আবেদনপত্রটি ভালো করে ফিল আপ করতে অনুরোধ করা হচ্ছে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আবেদনপত্রে কোনো পরিবর্তন করা যাবে না।

৫) আপনি আবেদন মূল্য অনলাইন/ অফলাইন উভয়ভাবেই দিতে পারবেন (যদি থাকে)।

৬) সবশেষে আপনাকে ‘Submit’ অপশনে ক্লিক করতে হবে। আবেদনপত্রটি সাবমিট করার পর সেভ করে রাখতে পারেন অথবা পরবর্তী প্রয়োজনের জন্য অ্যাপ্লিকেশন নম্বরটি প্রিন্ট করে রাখতে পারেন।

প্রয়োজনীয় নথিপত্র (Required Documents)

এই চাকরির আবেদনের জন্য যে নথিপত্রগুলির প্রয়োজন সেগুলি হলো-

  • আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • আপনার বয়সের প্রমাণপত্র 
  • আপনার বাসস্থানের প্রমাণপত্র
  • আপনার পরিচয়পত্র (আঁধার কার্ড, ভোটার কার্ড)
  • আপনার কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
  • আপনার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)

আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিশ ডাউনলোডের লিঙ্ক নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

আবেদন মুল্য (Application Fees)

🔥 Post Name (পোস্টের নাম)🔥 Application Fees for General Catagory (সাধারণ শ্রেণীর আবেদন মূল্য)🔥 Application Fees for SC/ST/ OBC-A / OBC-B / PH C Catagory (সংরক্ষিত শ্রেণীর আবেদন মূল্য)
🔥 Inspector of Colleges৫,০০০ টাকা ২,৫০০ টাকা 
🔥 Audit & Accounts Officer৩,০০০ টাকা ৭৫০ টাকা 
🔥 Officer – in- Charge, Watch & Ward ১,২০০ টাকা ৬০০ টাকা 
🔥 Senior Research Physicist ৩,০০০ টাকা ৭৫০ টাকা 
NBU Non Teaching Staff Recruitment 2023

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

🔥 Post Name (পোস্টের নাম)🔥 Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা)
🔥 Inspector of Colleges৫৫% নম্বরসহ মাস্টার্স ডিগ্রি। ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও ডক্টরেট ডিগ্রি থাকলে অগ্রাধিকার পাবেন।
🔥 Audit & Accounts Officer৫৫% নম্বরসহ কমার্স/ফাইন্যান্স বিষয়ে মাস্টার্স ডিগ্রি। এছাড়াও অডিট এবং অ্যাকাউন্টেন্স বিষয়ে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
🔥 Officer – in- Charge, Watch & Ward সিকিউরিটি/ল এবং অর্ডার/ওয়াচ এবং ওয়ার্ডের কাজে ১০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি হতে হবে
🔥 Senior Research Physicist ফিজিক্স/অ্যাস্ট্রোফিজিক্স/ম্যাথমেটিক্স/স্পেস সাইন্স বিষয়ে ৫৫% নম্বরসহ মাস্টার্স ডিগ্রি। হাই এনার্জি কসমিক রে ফিজিক্স/স্পেস সাইন্স বিষয়ে ডক্টরেট ডিগ্রী। ৫ বছরের রিসার্চের অভিজ্ঞতা থাকতে হবে

গুরুত্বপুর্ণ তারিখসমুহ (Important Dates)

  • আবেদনের শুরুর তারিখ: ১৪.০৪.২০২৩ অর্থাৎ ১৪ এপ্রিল ২০২৩ তারিখ 
  • আবেদনের শেষ তারিখ: ৩০.০৪.২০২৩ অর্থাৎ ৩০ এপ্রিল ২০২৩ তারিখ

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉👉🔥 যুক্ত হন
Apply Online আবেদন করুন
Official Noticeডাউনলোড করুন
Official Website এখানে দেখুন

🔥 আরও পড়ুন:

 👉 Atal Pension Yojana১০,০০০ টাকা প্রতি মাসে মিলবে মাত্র 376 টাকা বিনিয়োগেই! এই কাজটি শীঘ্রই করুন!

👉 ডবল হয়ে যাবে আপনার টাকা পোস্ট অফিসের এই স্কিমে! জেনে নিন কোন স্কিম? ও কি ভাবে পাবেন?

👉 ৫ লক্ষ টাকা করে পাবেন রাজ্যের বেকার যুবক-যুবতীরা! কি ভাবে পাবেন? এখনই জেনে নিন

👉 WB Yuvasree Prakalpa Apply 2023

👉 বিরাট সুদ বাড়াল কেন্দ্র! টাকা ডাবল পোস্ট অফিসের এই স্কিমে

FAQ: University of North Bengal Non Teaching Staff Recruitment 2023 (বিশ্ববিদ্যালয় নন টিচিং স্টাফ নিয়োগ ২০২৩)

Q: NBU Non Teaching Staff Recruitment 2023 (বিশ্ববিদ্যালয় নন টিচিং স্টাফ নিয়োগ ২০২৩)-তে আবেদনের শেষ তারিখ কবে?

Ans: ৩০ এপ্রিল ২০২৩ তারিখের মধ্যে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Q: NBU Non Teaching Staff Recruitment 2023 (বিশ্ববিদ্যালয় নন টিচিং স্টাফ নিয়োগ ২০২৩)-তে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি?

Ans: সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রী/ডক্টরেট ডিগ্রী। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Q: North Bengal University Non Teaching Staff Recruitment 2023 (বিশ্ববিদ্যালয় নন টিচিং স্টাফ নিয়োগ ২০২৩)-তে আবেদনের জন্য বয়সসীমা কত?

Ans: ৩৫ থেকে ৫০ বছরের মধ্যে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Leave a Comment