২,০২৬ টি শূন্য পদে লিখিত পরীক্ষা ছাড়াই ভারতীয় উত্তর-পশ্চিম রেলে নিয়োগ চলছে (Apply Now!) | North Western Railway Recruitment 2023

North Western Railway Recruitment 2023, (ভারতীয় উত্তর-পশ্চিম রেলে নিয়োগ ২০২৩) nwr.indianrailways.gov.in, North Western Railway Recruitment 2023 Apply Online, Official Notice Pdf Download

চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল সুখবর! আপনি যদি দীর্ঘদিন ধরে চাকরির জন্য অপেক্ষা করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুযোগ। সম্প্রতি নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে (North Western Railway Recruitment 2023) কর্তৃক একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে যে এখানে কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের যেকোনো জায়গার মানুষেরা পারবেন এই চাকরির জন্য আবেদন করতে। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তিটি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তাই আপনাকে শেষ পর্যন্ত এই নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।

এছাড়াও বিভিন্ন সরকারি চাকরি (Sarkari Job) সহ বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

বিষয় তালিকা

North Western Railway Recruitment 2023 | ভারতীয় উত্তর-পশ্চিম রেলে নিয়োগ ২০২৩

🔥 Organization Name (সংস্থার নাম)North Western Railway 
🔥 Post Details (পোস্টের নাম)অ্যাপ্রেন্টিস
🔥 Total Vacancies (মোট শূন্যপদ)২০২৬ টি 
🔥 Job Location (চাকরির স্থান)সমগ্র দেশে (ইন্ডিয়া)
🔥 Apply Mode (আবেদন মাধ্যম)অনলাইন
🔥 Official Website (অফিশিয়াল ওয়েবসাইট)https://nwr.indianrailways.gov.in/

নর্থ ওয়েস্টার্ন রেলওয়েতে (North Western Railway Recruitment 2023) কর্মী নিয়োগ করা হতে চলেছে। এই নিয়োগে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি? বয়সসীমা কত? আবেদন ও নিয়োগ প্রক্রিয়া কি? ইত্যাদি বিষয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিস্তারিত জানতে তাই আপনাকে এই নিবন্ধটি শেষ পর্যন্ত পড়তে অনুরোধ করছি।

North Western Railway Recruitment 2023: Vacancy Detail | উত্তর-পশ্চিম রেলে নিয়োগ ২০২৩: পদের নাম  

🔥 Post Name (পোস্টের নাম)🔥 Vacancy Detail (শূন্যপদের সংখ্যা)
🔥 Apprentice২০২৬ টি
🔥 Total২০২৬ টি

🔥 আরও পড়ুন: 👇👇👇

🔥 India Post GDS Recruitment 2023

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 MTS Group D Recruitment 2023

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Jio Recruitment 2023

North Western Railway Recruitment 2023: Trade Wise Vacancy Detail | ভারতীয় উত্তর-পশ্চিম রেলে নিয়োগ ২০২৩: ট্রেড ভিত্তিক শূন্যপদের সংখ্যা  

🔥 Trade Name (ট্রেডের নাম)🔥 Trade Wise Vacancy Detail (ট্রেড ভিত্তিক শূন্যপদের সংখ্যা)
🔥 Ajmer ৪১৩ টি 
🔥 Bikaner৪২৩ টি 
🔥 Jaipur ৪৯৪ টি 
🔥 Jodhpur ৪০৪ টি 
🔥 B.T.C Carriage, Ajmer১২৬ টি 
🔥 B.T.C LOCO, Ajmer৬৫ টি 
🔥 Carriage Work Shop, Bikaner৩১ টি 
🔥 Carriage Work Shop, Jodhpur৭০ টি 
🔥 Total২০২৬ টি 

North Western Railway Recruitment 2023: Age Limit | ভারতীয় উত্তর-পশ্চিম রেলে নিয়োগ ২০২৩: বয়স সীমা  

আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনার বয়স হতে হবে ১০.০২.২০২৩ অনুযায়ী ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। এছাড়া আপনি যদি SC/ST শ্রেণীর প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি অতিরিক্ত ৫ বছর এবং যদি আপনি OBC শ্রেণীর প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি অতিরিক্ত ৩ বছর বয়সের ছাড় পাবেন। এছাড়া PWBD প্রার্থীদের জন্যে অতিরিক্ত ১০ বছরের ছাড় পাবেন।

North Western Railway Recruitment 2023: Selection Process | ভারতীয় উত্তর-পশ্চিম রেলে নিয়োগ ২০২৩: নিয়োগ প্রক্রিয়া 

এই চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের কোনোরকম লিখিত পরীক্ষা ছাড়াই কেবলমাত্র মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে মেরিট লিস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।

North Western Railway Recruitment 2023 Apply Online: | উত্তর-পশ্চিম রেলে নিয়োগ ২০২৩: আবেদন প্রক্রিয়া  

১) আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে নর্থ ওয়েস্টার্ন রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে।

২) আবেদন করার পূর্বে আপনাকে আপনার সমস্ত নথিপত্র স্ক্যান করে নিতে হবে।

৩) আপনাকে আপনার বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। সার্টিফিকেট, ভেরিফিকেশন এবং অন্যান্য তথ্য আপনাকে এই মোবাইল নম্বর এবং ইমেল আইডিতে পাঠানো হবে।

৪) আবেদন করার সময় মনে রাখতে হবে, আবেদন করার সময় আপনি আপনার নাম, যে পোস্টের জন্য আবেদন করছেন, জন্মের তারিখ, আপনি বাসস্থানের ঠিকানা, ইমেল আইডি ইত্যাদি বিষয়গুলি চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।

প্রার্থীদের নর্থ ওয়েস্টার্ন রেলওয়ের অনলাইন আবেদনপত্রটি ভালো করে ফিল আপ করতে অনুরোধ করা হচ্ছে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আবেদনপত্রে কোনো পরিবর্তন করা যাবে না।

৫) আপনি আবেদন মূল্য অনলাইন/ অফলাইন উভয়ভাবেই দিতে পারবেন (যদি থাকে)।

৬) সবশেষে আপনাকে ‘Submit’ অপশনে ক্লিক করতে হবে। আবেদনপত্রটি সাবমিট করার পর সেভ করে রাখতে পারেন অথবা পরবর্তী প্রয়োজনের জন্য অ্যাপ্লিকেশন নম্বরটি প্রিন্ট করে রাখতে পারেন। 

North Western Railway Recruitment 2023: Required Documents | উত্তর-পশ্চিম রেলে নিয়োগ ২০২৩: প্রয়োজনীয় নথিপত্র 

এই চাকরির আবেদনের জন্য যে নথিপত্রগুলির প্রয়োজন সেগুলি হলো-

  • আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • আপনার বয়সের প্রমাণপত্র 
  • আপনার বাসস্থানের প্রমাণপত্র
  • আপনার পরিচয়পত্র (আঁধার কার্ড, ভোটার কার্ড)
  • আপনার কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
  • আপনার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)

আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিশ ডাউনলোডের লিঙ্ক নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

North Western Railway Recruitment 2023: Application Fees | উত্তর-পশ্চিম রেলে নিয়োগ ২০২৩: আবেদন মুল্য 

এই চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের ১০০ টাকা আবেদন মুল্য দিতে হবে। এছাড়াও SC/ST/PwBD প্রার্থীদের কোনো আবেদন মুল্য দিতে হবে না।

North Western Railway Recruitment 2023

North Western Railway Recruitment 2023: Education Qualification | উত্তর-পশ্চিম রেলে নিয়োগ ২০২৩: শিক্ষাগত যোগ্যতা  

আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে ৫০% নম্বরসহ মাধ্যমিক পাস করতে হবে। এছাড়াও নেশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।

North Western Railway Recruitment 2023: Important Dates | উত্তর-পশ্চিম রেলে নিয়োগ ২০২৩: গুরুত্বপুর্ণ তারিখসমুহ  

  • আবেদনের শুরুর তারিখ: ১০.০১.২০২৩ অর্থাৎ ১০ জানুয়ারি ২০২৩ তারিখ 
  • আবেদনের শেষ তারিখ: ১০.০২.২০২৩ অর্থাৎ ১০ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন
North Western Railway Recruitment 2023 Official Notice ডাউনলোড করুন
North Western Railway Recruitment 2023 Official Website এখানে দেখুন

 🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Income Tax Department Recruitment 2023

👉 CRPF Recruitment 2023

👉 Bandhan Bank Recruitment 2023

👉 বিপুল সংখ্যক শিক্ষকের পদ ফাঁকা রাজ্যের স্কুলগুলোতে! জেনেনিন ক্যাটাগরি অনুযায়ী শূন্যপদ

👉 Jio-র ধামাকা অফার! ২৩ দিনে ৭৫ জিবি ডেটা ফ্রী! তাড়াতাড়ি জেনে নিন অফার

👉 এতে আবেদন করলেই মিলবে ২ বছরের পড়াশোনার খরচ! কিভাবে আবেদন করবেন? দেখুন

FAQ: North Western Railway Recruitment 2023 (উত্তর-পশ্চিম রেলে নিয়োগ ২০২৩)

Q: North Western Railway Recruitment 2023 (উত্তর-পশ্চিম রেলে নিয়োগ ২০২৩)-তে আবেদনের শেষ তারিখ কবে?

Ans: ১০ ফেব্রুয়ারি ২০২৩ তারিখের মধ্যে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Q: North Western Railway Recruitment 2023 (উত্তর-পশ্চিম রেলে নিয়োগ ২০২৩)-তে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি?

Ans: ৫০% নম্বরসহ মাধ্যমিক পাস। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Q: North Western Railway Recruitment 2023 (উত্তর-পশ্চিম রেলে নিয়োগ ২০২৩)-তে আবেদনের জন্য বয়সসীমা কত?

Ans: ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Leave a Comment