(১/৮) সারাদেশে রান্নার গ্যাসের (LPG Gas) অতিরিক্ত দাম নিয়ে জল্পনা তুঙ্গে। এই পরিস্থিতিতে গত শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রীসভার তরফ থেকে এক বড়সড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গ সূত্রে খবর কেন্দ্রীয় মন্ত্রিসভা উজ্জ্বলা সুবিধাভোগীদের জন্য সিলিন্ডার প্রতি ২০০ টাকা ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
(২/৮) বর্তমানে অতিরিক্ত মুদ্রাস্ফীতির বাজারে সরকারের এই ছাড় জনগণকে একটি বড় সুবিধা প্রদান করবে বলে সরকার আশা রাখছে। এছাড়াও সরকারের তরফ থেকে আরও একটি সুখবর হলো এইমাসের শেষেই আবার DA বাড়ানো হচ্ছে।
(৩/৮) দেশের যে সমস্ত নাগরিকরা রান্নার জন্য উজ্জ্বলা গ্যাস ব্যাবহার করেন, তাদের জন্য সুখবর। কেন্দ্রীয় মন্ত্রিসভার পক্ষ থেকে গ্যাস ব্যাবহারকারীদের ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
🔥 আরও পড়ুন: 👇👇👇
ছুটি হবে তাড়াতাড়ি! ছুটি নিয়ে এই বিরাট ঘোষণা মমতা সরকারের
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 ১লা এপ্রিল থেকে বদলে যাবে এই ১০ আর্থিক নিয়ম! টান পড়বে পকেটে, জেনে নিন সময় থাকতে
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Ration Card: রেশন কার্ড নিয়ে এই বড়ো সুখবর দিল কেন্দ্র! উপকৃত হবেন কোটি কোটি মানুষ
(৪/৮) বলা হয়েছে প্রত্যেক উজ্জ্বলা LPG সুবিধাভোগী ২০০ টাকার রিবেট পাবেন। তবে কেন্দ্রের তরফ থেকে এই সুবিধা বছরে কেবল ১২টি সিলিন্ডারের জন্যই উপলব্ধ হবে। তবে ১২ এর বেশি সিলিন্ডার যদি হয় তবে সেক্ষেত্রে অতিরিক্ত টাকা লাগবে।
(৫/৮) এছাড়াও দেশের নাগরিকদের জন্য আরও কয়েকটি সুখবর দিয়েছে কেন্দ্র সরকার। দেশের কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন যে, ২০২৩ সালের ১ জানুয়ারী থেকে কেন্দ্র সরকারের অধীনস্থ সমস্ত কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতার অতিরিক্ত কিস্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এটি চালু হলে দেশের প্রায় ৪৮ লক্ষ কর্মচারী এবং ৭০ লক্ষ পেনশনভোগী মানুষ উপকৃত হবেন।
(৬/৮) কেন্দ্র সরকারের অধীনে মোট ১ কোটিরও বেশী সরকারি কর্মচারী রয়েছে। তবে তা সত্বেও সরকার কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বাড়ানোর ফলে সেটি ৪৩ শতাংশে পৌঁছেছে।এক্ষেত্রে সরকারের অতিরিক্ত টাকা ব্যয় হবে ১২,৮১৫ কোটি। এক্ষেত্রে সপ্তম বেতন কমিশনের বেতন অনুযায়ী মহার্ঘ্য ভাতা মিলবে।
(৭/৮) একই সঙ্গে জেনে রাখুন দেশের বিশেষ খবর গুলো। সম্প্রতি অনুরাগ ঠাকুর কাঁচা পাটের জন্য MSP ও নির্ধারণ করেছেন। দাম ঠিক হয়েছে প্রতি কুইন্টালে ৫০৫০ টাকা। অপরদিকে কর্ণাটক সরকার মুসলিমদের জন্য ৪ শতাংশ ওবিসি সংরক্ষণ বাতিল করে দিয়েছেন।
(৮/৮) কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাইয়ের নেতৃত্বাধীন বিজেপি সরকার কেবল লিঙ্গায়ত এবং ভোক্কালিঙ্গা সম্প্রদায়ের মধ্যে ৪% ওবিসি সংরক্ষণ ভাগ করেছে। সরকারের এরূপ বিভাগের ফলে দুই সম্প্রদায় ৬ শতাংশ সংরক্ষণ পাবে।
১০/১০: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 WB Bandhan Bank Recruitment 2023
👉 বেকার বসে না থেকে এই ৩ ব্যবসা শুরু করতে পারেন, মোটা টাকা আয় হবে মাস গেলে!
👉 Salary Hike: দেশে চাকরিজীবীদের এবার কতটা বেতন বাড়বে? কী বলছে সমীক্ষা? জেনে নিন