নতুন এই পদ্ধতিতে বাড়িতে বসেই আপনাকে রেশন কার্ডের (Ration Card) জন্য আবেদন করতে হবে।
বর্তমানে বাজারদর আকাশছোঁয়া। জিনিসের দাম ক্রমশ বেড়েই চলেছে। এমতাবস্থায় দেশের জনগণকে সহায়তা করার জন্য সরকার নিয়ে এসেছে রেশন কার্ডের (Ration Card) সুবিধা। এর মাধ্যমে আপনি নানা ধরনের সরকারি প্রকল্পের সুবিধাও নিতে পারবেন। প্রত্যেকটি রাজ্যের সরকার রাজ্যের যোগ্য পরিবারগুলোকে রেশন কার্ড জারি করে। এই রেশন কার্ড কেবলমাত্র একটি গুরুত্বপূর্ণ নথিই নয়, এটি আপনার পরিচয়পত্রও। পাশাপাশি আবাসিক শংসাপত্র হিসেবেও ব্যবহৃত হয়।
আপনি এই রেশন কার্ডকে ব্যবহার করে অন্য কাগজ অর্থাৎ নথিও তৈরি করতে পারবেন। আবাসিক শংসাপত্র, জন্ম শংসাপত্র এবং ভোটার আইডি কার্ডসহ অন্যান্য শংসাপত্র তৈরি করতে রেশন কার্ড ব্যবহার করা হয়ে থাকে। এমনকি আপনি ভর্তুকিতে গম, চাল, চিনি এবং কেরোসিনও রেশন কার্ড ব্যবহার করে কিনতে পারবেন। তবে অবশ্যই মনে রাখতে হবে যে, আপনার রেশন কার্ড কেবলমাত্র আপনি যে রাজ্যের বাসিন্দা সেই রাজ্য থেকেই জারিবকরা সম্ভব।
এছাড়াও বিভিন্ন সরকারি চাকরি (Sarkari Job) সহ বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
বর্তমান যুগ হলো ডিজিটাল যুগ। এই ডিজিটাল যুগে ইন্টারনেটের মাধ্যমে অনেক কাজই বাড়িতে বসে করা সম্ভব হয়। এই ইন্টারনেটের যুগে যেকোনো ক্ষেত্রে আবেদন করা অনেকটাই সহজ হয়ে গেছে। তাই এবার সরকারও রেশন কার্ড তৈরির জন্য অনলাইনেই আবেদনের সুবিধা দিয়েছে।
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Pradhan Mantri Awas Yojana: আবাস যোজনায় এবার কি ভাবে কতগুলি বাড়ি পাওয়া যাবে? জেনে নিন বিস্তারিত
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Swastha Sathi Prakalpa: স্বাস্থ্যসাথীতে কোন ক্ষেত্রে কত টাকা পাবে বেসরকারি হাসপাতাল? জানাল রাজ্য
🔥 আরও পড়ুন: 👇👇👇
যদি আপনি উত্তরপ্রদেশের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনাকে রেশন কার্ডের জন্য ভোক্তা বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। প্রথমে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট https://fcs.up.gov.in/FoodPortal.aspx-এ যেতে হবে। এরপর আপনাকে হোমপেজে লগইন করতে হবে। সেখানে আপনাকে ‘NFSA 2013’ অপশনে ক্লিক করতে হবে। সেখানে আপনি বিবরণ দেখতে পাবেন। তারপর আপনাকে সেখানে আধার কার্ড, আবাসিক শংসাপত্র, আয়ের শংসাপত্র, পাসপোর্ট সাইজের ছবি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের ছবি আপলোড করতে হবে। এরপর আপনাকে রেশন কার্ডের আবেদনের ফি পূরণ করতে হবে। সবশেষে আপনাকে ‘Submit’ অপশনে ক্লিক করতে হবে।
বিষয় তালিকা
এই রেশন কার্ডের জন্য আপনার খরচ হবে ৫ থেকে ৪৫ টাকা
রেশন কার্ডের জন্য প্রত্যেককে তার বিভাগ অনুযায়ী ৫ টাকা থেকে ৪৫ টাকা পর্যন্ত ফি দিতে হবে। আপনি অনলাইনে আবেদন করার পর এই বিভাগের কর্মকর্তারা আপনার এই তথ্যগুলি যাচাই করবে। আপনার নথি এবং তথ্য যদি সঠিক হয় তাহলে সেই বিভাগ কর্তৃক ১ মাসের মধ্যে আপনার রেশন কার্ড জারি করা হবে। কিন্তু বিহারের বাসিন্দাদের http://epds.bihar.gov.in/-এ গিয়ে আবেদন করতে হবে।
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Aadhaar Card: আধার নির্দেশিকায় দেওয়া হলো এই সাবধানতার বার্তা! না জানলে বিপদে পড়বেন
👉 নতুন বছরের শুরুতেই সুখবর! এবার আয়ের ওপর ধার্য হবে মাত্র ৫% Tax, অর্থমন্ত্রী কি নির্দেশ দিলেন? দেখুন
👉 Forest Survey Of India Recruitment 2023