১/১০: আধার নম্বর থেকে ওটিপি অথবা পিন না দিয়েই আপনি টাকার লেনদেন করতে পারবেন।
বিষয় তালিকা
Money Transfer by Aadhaar Card-
২/১০: আধার নম্বর (Aadhar Number) থেকে ওটিপি অথবা পিন না দিয়েই আপনি টাকার লেনদেন করতে পারবেন। Aadhaar Enabled Payment System (AePS)-এর সাহায্যে আপনি করতে পারবেন ডিজিটাল লেনদেন। তাহলে চলুন কিভাবে আপনি এই টাকার লেনদেন করবেন তা জেনে নেওয়া যাক।
Aadhaar Card: লেনদেনে ব্যাঙ্কের বিবরণ লাগবে না
৩/১০: দেশের প্রত্যেকটি নাগরিকের কাছে আধার কার্ড রয়েছে। আধার কার্ড এখন আর কেবলমাত্র পরিচয়পত্র নয়। এবার আপনি এই আধার কার্ডের মাধ্যমে টাকা তুলতেও পারবেন। পাশাপাশি আধার নম্বরের সাহায্যেই এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে আপনি টাকাও পাঠাতে পারবেন।
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Jio-এর বিশেষ অফার! একটি রিচার্জেই চলবে দুটি ফোন! সঙ্গে আরও কি কি পাবেন? জানুন
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Jago Prakalpa: ৫০০০ টাকা করে প্রত্যেক মহিলা পাবেন এই প্রকল্পে আবেদন করলে! আবেদন প্রক্রিয়া দেখুন এখানেই
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 লাখ লাখ টাকা পাবেন মেয়ের বিয়ের জন্য এই স্কীমে! কিভাবে আবেদন করবেন? জেনে নিন
৪/১০: এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে আধার নম্বরের সাহায্যে টাকা পাঠানোর এই সিস্টেমটি ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) স্বীকৃত। এই সিস্টেমটি আধার নম্বর, আইরিস স্ক্যান এবং আঙুলের ছাপ দিয়ে ভেরিফাই করে ATM-এর মাধ্যমে টাকার লেনদেনের অনুমতি দেয়।
৫/১০: একটি অত্যন্ত নিরাপদ বিকল্প হিসেবে এই সিস্টেমটিকে বিবেচিত হয়। তার কারণ আপনাকে এর জন্য ব্যাঙ্কের বিবরণ দিতে হবে না৷
Money Transfer by Aadhaar Card: ব্যাঙ্কের সাথে লিঙ্ক করতে হবে আধার কার্ড
৬/১০: এই পরিষেবার সুবিধা যদি আপনি নিতে চান, তাহলে আপনার আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা বাধ্যতামূলক। আপনার আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যদি লিঙ্ক না থাকে, তাহলে আপনি এই সিস্টেমের মাধ্যমে টাকা তুলতে পারবেন না।
৭/১০: এই সিস্টেমের মাধ্যমে লেনদেনিয়ে জন্য কোনো OTP এবং PIN-এর প্রয়োজন নেই। অবশ্যই মনে রাখবেন, একটি আধার কার্ড লিঙ্ক করা যেতে পারে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে।
AePS সিস্টেমে কি কি সুবিধা পাওয়া যায়?
৮/১০: এই AePS সিস্টেমের মাধ্যমে আপনি ব্যালেন্স তুলতে পারবেন। পাশাপাশি ব্যালেন্স চেকিং, টাকা জমা দেওয়া এবং আধার থেকে আধারে তহবিল স্থানান্তর ইত্যাদিও আপনি করতে পারবেন। এছাড়াও এর মাধ্যমে আপনি মিনি ব্যাঙ্ক স্টেটমেন্ট ,ইকেওয়াইসির সুবিধা পাবেন।
Aadhaar Card: AePS সিস্টেম ব্যবহার করবেন কিভাবে?
৯/১০: (১) প্রথমে আপনাকে আপনার এলাকার ব্যাঙ্কের প্রতিনিধিদের কাছে যেতে হবে।
(২) এরপর আপনাকে OPS মেশিনে আপনার ১২ সংখ্যার আধার নম্বর লিখতে হবে।
(৩) তারপর আপনাকে যেকোনো একটি পরিষেবা অর্থাৎ টাকা তোলা, আমানত, কেওয়াইসি ও ব্যালেন্স চেক ইত্যাদি সিলেক্ট করতে হবে।
(৪) তারপর আপনাকে ব্যাঙ্কের নাম এবং টাকা তোলার পরিমাণ লিখতে হবে।
(৫) এরপর বায়োমেট্রিক লেনদেন যাচাই করতে হবে। তারপরই আপনি টাকা তুলতে পারবেন।
১০/১০: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 ৮ হাজার টাকা পাবেন প্রতিমাসে! কেন্দ্র সরকারের এই স্কিমে আবেদন করলেই ধনলাভ!
👉 Central Bank of India Recruitment 2023 Apply Online
👉 Union Budget 2023: এবারের বাজেটে চাকরিজীবী ও সাধারন মানুষদের জন্য থাকছে এই ৫ টি চমক!
👉 রেশন কার্ডের নিয়মে বড় পরিবর্তন! খাদ্যশস্য পাবেন না কোটি গ্রাহকরা! জানুন কেন?
👉 LPG গ্যাস থেকে ট্র্যাফিক চালান, ১ ফেব্রুয়ারি বদলে যাচ্ছ এই ৬টি নিয়ম! ফায়দা নিতে এখনই জেনে নিন