(ONGC) Oil and Natural Gas Corporation Recruitment 2022: ১,৮০,০০০ টাকা পর্যন্ত বেতনে ওয়েল অ্যান্ড নেচারাল গ্যাস করপোরেশন-এ চাকরির সুযোগ! (Apply Now!)

Oil and Natural Gas Corporation Recruitment 2022, Oil and Natural Gas Corporation Recruitment 2022 Apply Online, Oil and Natural Gas Corporation Recruitment 2022 Official Notice, ওয়েল অ্যান্ড নেচারাল গ্যাস করপোরেশন নিয়োগ ২০২২

চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল সুখবর! আপনি যদি দীর্ঘদিন ধরে চাকরির জন্য অপেক্ষা করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুযোগ। সম্প্রতি ওয়েল অ্যান্ড নেচারাল গ্যাস করপোরেশন ( Oil and Natural Gas Corporation Recruitment 2022) কর্তৃক একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে এখানে একাধিক শূন্যপদের জন্য প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হবে। যেকোনো ভারতীয় নাগরিক এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তিটি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তাই আপনাকে শেষ পর্যন্ত এই নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।

এছাড়াও বিভিন্ন  চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

বিষয় তালিকা

(ONGC) Oil and Natural Gas Corporation Recruitment 2022 | ওয়েল অ্যান্ড নেচারাল গ্যাস করপোরেশন নিয়োগ ২০২২

🔥 Organization Name (সংস্থার নাম)ওয়েল অ্যান্ড নেচারাল গ্যাস করপোরেশন (ONGC)
🔥 Post Details (পোস্টের নাম)এইই এবং অন্যান্য 
🔥 Total Vacancies (মোট শূন্যপদ)৮৭১টি
🔥 Salary (বেতন)৬০,০০০ থেকে ১,৮০,০০০ টাকা পর্যন্ত 
🔥 Job Location (চাকরির স্থান)সমগ্র দেশে (ইন্ডিয়া)
🔥 Apply Mode (আবেদন মাধ্যম)অনলাইন
🔥 Official Website (অফিশিয়াল ওয়েবসাইট)ongcindia.com

ওয়েল অ্যান্ড নেচারাল গ্যাস করপোরেশনে (ONGC Recruitment 2022) কর্মী নিয়োগ করা হতে চলেছে। এই নিয়োগে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি? বয়সসীমা কত? আবেদন ও নিয়োগ প্রক্রিয়া কি? ইত্যাদি বিষয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিস্তারিত জানতে তাই আপনাকে এই নিবন্ধটি শেষ পর্যন্ত পড়তে অনুরোধ করছি।

ONGC Recruitment 2022: Vacancy Detail | ওয়েল অ্যান্ড নেচারাল গ্যাস করপোরেশন নিয়োগ ২০২২: পদের নাম

🔥 Post Name (পোস্টের নাম)🔥 Post Vacancy (শূন্যপদের সংখ্যা)
🔥 AEE (Cementing Mechanical)১৩টি 
🔥 AEE (Cementing Petroleum)৪টি 
🔥 AEE (Civil)২৯টি 
🔥 AEE (Drilling Mechanical)১২১টি 
🔥 AEE (Drilling Petroleum)২০টি 
🔥 AEE (Electrical)১০১টি 
🔥 AEE (Electronics)২২টি 
🔥 AEE (Instrumentation)৫৩টি 
🔥 AEE (Mechanical)১০৩টি 
🔥 AEE (Production Mechanical)৩৯টি 
🔥 AEE (Production Chemical)৬০টি 
🔥 AEE (Production Petroleum)৩২টি 
🔥 AEE (Environment)১১টি 
🔥 AEE (Reservoir)৩৩টি 
🔥 Chemist৩৯টি 
🔥 Geologist৫৫টি 
🔥 Geophysicist (Surface)৫৪টি 
🔥 Geophysicist (Wells)২৪টি 
🔥 Programming Officer১৩টি 
🔥 Materials Management Officer৩২টি 
🔥 Transport Officer১৩টি 

ONGC Recruitment 2022: Age Limit | ওয়েল অ্যান্ড নেচারাল গ্যাস করপোরেশন নিয়োগ ২০২২: বয়স সীমা

আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনার বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। এছাড়াও আপনি যদি SC/ST প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি অতিরিক্ত ৫ বছর এবং যদি আপনি OBC প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি অতিরিক্ত ৩ বছর বয়সের ছাড় পাবেন।

(ONGC) Oil and Natural Gas Corporation Recruitment 2022: Selection Process | ওয়েল অ্যান্ড নেচারাল গ্যাস করপোরেশন নিয়োগ ২০২২: নিয়োগ প্রক্রিয়া

এই চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের মেরিট লিস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

(ONGC) Oil and Natural Gas Corporation Recruitment 2022: Salary | ওয়েল অ্যান্ড নেচারাল গ্যাস করপোরেশন নিয়োগ ২০২২: বেতন

এই চাকরির জন্য কর্মীদের ৬০,০০০ থেকে ১,৮০,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

How to Apply for (ONGC) Oil and Natural Gas Corporation Recruitment 2022: | ওয়েল অ্যান্ড নেচারাল গ্যাস করপোরেশন নিয়োগ ২০২২: আবেদন প্রক্রিয়া

আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি ভালো করে ফিল আপ করে সেটিকে অনলাইনে সাবমিট করতে হবে।

(ONGC) Oil and Natural Gas Corporation Recruitment 2022: Required Documents | ওয়েল অ্যান্ড নেচারাল গ্যাস করপোরেশন নিয়োগ ২০২২: প্রয়োজনীয় নথিপত্র

এই চাকরির আবেদনের জন্য যে নথিপত্রগুলির প্রয়োজন সেগুলি হলো-

  • আপনার শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • আপনার টেকনিক্যাল যোগ্যতার প্রমানপত্র
  • আপনার জন্ম এবং বয়সের প্রমাণপত্র
  • আপনার  পরিচয়পত্র (আঁধার কার্ড, ভোটার কার্ড)
  • আপনার কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
  • আপনার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)

আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিশ ডাউনলোডের লিঙ্ক নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

(ONGC) Oil and Natural Gas Corporation Recruitment 2022: Application Fees | ওয়েল অ্যান্ড নেচারাল গ্যাস করপোরেশন নিয়োগ ২০২২: আবেদন মূল্য

আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে ৩০০ টাকা আবেদন মূল্য দিতে হবে। এছাড়াও SC/ ST/PWD প্রার্থীদের কোনো আবেদন মূল্য দিতে হবে না।

(ONGC) Oil and Natural Gas Corporation Recruitment 2022: Educational Qualification | ওয়েল অ্যান্ড নেচারাল গ্যাস করপোরেশন নিয়োগ ২০২২: শিক্ষাগত যোগ্যতা

🔥 Post Name (পোস্টের নাম)🔥 Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা)
🔥 AEE (Cementing Mechanical)মেকানিকাল ইঞ্জিনিয়ারিং-এ গ্র্যাজুয়েশন
🔥 AEE (Cementing Petroleum)পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং-এ গ্র্যাজুয়েশন
🔥 AEE (Civil)সিভিল ইঞ্জিনিয়ারিং-এ গ্র্যাজুয়েশন
🔥 AEE (Drilling Mechanical)মেকানিকাল ইঞ্জিনিয়ারিং-এ গ্র্যাজুয়েশন
🔥 AEE (Drilling Petroleum)পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং-এ গ্র্যাজুয়েশন
🔥 AEE (Electrical)ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ গ্র্যাজুয়েশন
🔥 AEE (Electronics)ইলেকট্রনিকস/ টেলি কমিউনিকেশন/ E&T ইঞ্জিনিয়ারিং-এ গ্র্যাজুয়েশন, ফিজিক্সে পোস্ট গ্র্যাজুয়েশন
🔥 AEE (Instrumentation)ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং-এ গ্র্যাজুয়েশন 
🔥 AEE (Mechanical)
মেকানিকাল ইঞ্জিনিয়ারিং-এ গ্র্যাজুয়েশন
🔥 AEE (Production Mechanical)
🔥 AEE (Production Chemical)কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ গ্র্যাজুয়েশন
🔥 AEE (Production Petroleum)পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং-এ গ্র্যাজুয়েশন
🔥 AEE (Environment)এনভাইরনমেন্ট ইঞ্জিনিয়ারিং/ সায়েন্স-এ গ্র্যাজুয়েশন, ME/ M.Tech
🔥 AEE (Reservoir)কেমিক্যাল, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং-এ গ্র্যাজুয়েশন, ফিজিক্স, ম্যাথামেটিকস, জিওফিজিক্স, জিওলজি, কেমিস্ট্রিতে পোস্ট গ্র্যাজুয়েশন 
🔥 Chemistকেমিস্ট্রিতে পোস্ট গ্র্যাজুয়েশন
🔥 Geologistপেট্রোলিয়াম জিওসায়েন্স/ জিওলজি/ জিওলজিক্যালে ME/ M.Tech, M.Sc, পোস্ট গ্র্যাজুয়েশন 
🔥 Geophysicist (Surface)জিও ফিজিক্যাল টেকনোলজিতে ME/ M.Tech, ফিজিক্সে পোস্ট গ্র্যাজুয়েশন 
🔥 Geophysicist (Wells)
🔥 Programming Officerকম্পিউটার ইঞ্জিনিয়ারিং-এ গ্র্যাজুয়েশন, ডিপ্লোমা ডিগ্রি, পোস্ট গ্র্যাজুয়েশন 
🔥 Materials Management Officerগ্র্যাজুয়েশন 
🔥 Transport Officerমেকানিকাল, অটো ইঞ্জিনিয়ারিং-এ গ্র্যাজুয়েশন
Oil and Natural Gas Corporation Recruitment 2022

(ONGC) Oil and Natural Gas Corporation Recruitment 2022: Last Date of Apply | ওয়েল অ্যান্ড নেচারাল গ্যাস করপোরেশন নিয়োগ ২০২২: আবেদনের শেষ তারিখ

আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে ১২.১০.২০২২ অর্থাৎ ১২ অক্টোবর ২০২২ তারিখে মধ্যে।

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন
(ONGC) Oil and Natural Gas Corporation Recruitment 2022 Apply Online আবেদন করুন
(ONGC) Oil and Natural Gas Corporation Recruitment 2022 Official Notice ডাউনলোড করুন
(ONGC) Oil and Natural Gas Corporation Recruitment 2022 Official Website এখানে দেখুন

 🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇

🔥 IACS Recruitment 2022

🔥 Bandhan Bank Job Vacancy 2022

🔥 Post office group c Recruitment 2022

🔥 West Bengal TET Exam 2022

🔥 West Bengal Municipality Recruitment 2022

🔥UPSC Geo Scientist Exam 2022

FAQ: (ONGC) Oil and Natural Gas Corporation Recruitment 2022 (ওয়েল অ্যান্ড নেচারাল গ্যাস করপোরেশন নিয়োগ ২০২২)

Q: (ONGC) Oil and Natural Gas Corporation Recruitment 2022 (ওয়েল অ্যান্ড নেচারাল গ্যাস করপোরেশন নিয়োগ ২০২২)-তে আবেদনের শেষ তারিখ কবে?

Ans: ১২ অক্টোবর ২০২২ তারিখে মধ্যে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Q: (ONGC) Oil and Natural Gas Corporation Recruitment 2022 (ওয়েল অ্যান্ড নেচারাল গ্যাস করপোরেশন নিয়োগ ২০২২)-তে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি?

Ans: সংশ্লিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Q: (ONGC) Oil and Natural Gas Corporation Recruitment 2022 (ওয়েল অ্যান্ড নেচারাল গ্যাস করপোরেশন নিয়োগ ২০২২)-তে আবেদনের জন্য বয়সসীমা কত?

Ans: ৩০ বছরের মধ্যে। এছাড়াও আপনি SC/ST প্রার্থী হলে অতিরিক্ত ৫ বছর এবং আপনি OBC প্রার্থী হলে অতিরিক্ত ৩ বছর বয়সের ছাড় পাবেন। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Leave a Comment