হাতে মাত্র কয়েকদিন! আবেদন করে ফেলুন এই স্কলারশিপগুলিতে

Only a few days at hand Apply for these scholarships

Top Scholarships in this month.

১/১০: সমস্ত ছাত্রছাত্রীদের একমাত্র লক্ষ্য পড়াশুনো শেষ করে নিজে সাবলম্বী হওয়া। আর ঠিক সেই কারনে সব পড়ুয়ার উচ্চ শিক্ষিত হবার চেষ্টা করে। অনেকে আবার কারিগরি শিক্ষাও গ্রহণ করে থাকে। তবে এমন অনেক পড়িয়া আছে যারা অর্থাভাবের দরুন উচ্চশিক্ষা গ্রহণ করতে ব্যর্থ হয়।

২/১০: কিন্তু বর্তমানে এই পরিস্থিতির সম্মুখীন আর কাউকে হতে হয় না। এই মাসেই পড়ুয়ারা সাবলম্বী হওয়ার জন্য তাদের নিজস্ব পছন্দের কোর্স বেছে নিয়ে ভর্তি হতে পারবেন। এইক্ষেত্রে তাদের টাকার জন্য চিন্তা করতে হবে না। কারণ চলতি মাসেই অনেক নতুন স্কলারশিপে জন্য আবেদন করা যাচ্ছে।

LIC Golden Jubilee Scholarship 

৩/১০: অন্যতম একটি স্কলারশীপ হলো এলআইসি গোল্ডেন জুবিলী স্কলারশিপ (LIC Golden Jubilee Scholarship)। এটি একটি বেসরকারি যেটি প্রাইভেট একটি স্কলারশীপ। এই স্কলারশিপটি এলআইসির পক্ষ থেকে প্রদান করা হয়। এই স্কলারশিপের জন্য আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আপনি যদি মাধ্যমিক উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে আপনি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন।

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 PMSS Scholarship 2022

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Swami Vivekananda Scholarship-এর অধীনে কোন কোর্সে কতো টাকা পাবেন? জানুন

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 টাকা দেওয়া শুরু হলো এই Scholarship-এর! আপনি পেয়েছেন? কবে টাকা পাবেন? জেনে নিন

৪/১০: এছাড়াও একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা, ভোকেশনাল ট্রেনিং-এর জন্য যে সমস্ত পড়ুয়ারা ভর্তি হতে চান তারাও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

৫/১০: এই স্কলারশিপের জন্য আবেদন করতে হলে আপনাকে পূর্ববর্তী পরীক্ষাতে ৬০% নম্বরসহ পাশ করতে হবে। এছাড়াও আপনার পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম হতে হবে। এই স্কলারশিপের মাধ্যমে পড়ুয়ারা বার্ষিক ২০ হাজার টাকা পাবেন। এই স্কলারশিপে আবেদনের শেষ তারিখ হলো ১৮ ডিসেম্বর

Swami Vivekananda Scholarship 

৬/১০: স্বামী বিবেকানন্দ স্কলারশীপ (Swami Vivekananda Scholarship) আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এমনকি যারা পূর্বেই আবেদন করে ফেলেছেন তাদের অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকাও ঢুকতে শুরু করে দিয়েছে। এই স্কলারশিপের অনুদান জেনারেল, SC, ST, OBC সকল শ্রেণীর পড়ুয়ারাই পাবেন। এই স্কলারশিপে মাধ্যমে পড়ুয়ারা ১২ থেকে ৯৬ হাজার টাকা পর্যন্ত বৃত্তি পাবে। এই স্কলারশিপের জন্য আবেদনকারীর পরিবারের বার্ষিক আয়, পূর্ববর্তী পরীক্ষায় প্রাপ্ত নম্বরসহ যাবতীয় তথ্য দিয়ে আবেদন করতে হবে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের (Swami Vivekananda Scholarship) আবেদনের শেষ তারিখ হলো ১৫ জানুয়ারি ২০২৩

Colgate Scholarship 

৭/১০: পড়ুয়ারা এই মাসে আরও একটি স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এই স্কলারশিপের নাম হলো- কিপ ইন্ডিয়া স্মাইলিং ফাউন্ডেশন এন্ড মেন্টালশীপ প্রোগ্রাম (Keep India Smiling Foundation and Mentalship Programme)। এই স্কলারশিপটি কোলগেটের পক্ষ থেকে প্রদান করা হয়ে থেকে। এই স্কলারশিপের জন্য মাধ্যমিক উত্তীর্ণ পরীক্ষার্থী থেকে শুরু করে একাদশ দ্বাদশ এবং স্নাতক স্তরের পড়ুয়ারাও আবেদন করতে পারবে। 

৮/১০: এই স্কলারশিপে আবেদনের জন্য পড়ুয়াদের বার্ষিক আয় হতে হবে আড়াই লক্ষ টাকার কম। পূর্ববর্তী পরীক্ষায় পড়ুয়াদের ৬০% নম্বরসহ উত্তীর্ণ হতে হবে। এই স্কলারশিপে আবেদনের শেষ তারিখ হলো- ৩১ ডিসেম্বর ২০২২। এই স্কলারশিপের মাধ্যমে পড়ুয়ারা ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত পাবেন। এই স্কলারশিপের বিশেষত্ব হলো, যদি আপনি অন্য কোনো স্কলারশিপের জন্য আবেদন করে থাকেন তাহলেও আপনি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

Only a few days at hand Apply for these scholarships

৯/১০: অর্থাৎ এখনও পর্যন্ত যে সমস্ত পড়ুয়ারা কোনো স্কলারশিপের জন্য আবেদন করেননি চলতি ডিসেম্বর মাসেই তারা একাধিক স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। ডিসেম্বর মাসের মধ্যে প্রত্যেকটি স্কলারশিপেই আবেদন করা যাবে। যে সমস্ত পড়ুয়া আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন তারা উচ্চশিক্ষা গ্রহণের জন্য, ভোকেশনাল কোর্সে ভর্তি হওয়ার জন্য, স্নাতক স্তরে যে কোনো স্ট্রিমে ভর্তি হওয়ার জন্য অথবা শিক্ষাপর্বকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই সকল স্কলারশিপগুলিতে আবেদন করে অনুদান নিতে পারবেন।

১০/১০: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

 🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 ১৮,০০০ টাকা করে পেয়ে যান এই Scholarship-এ আবেদন করে (Apply Now!)

👉 Saksham Scholarship 2022

👉 Amazon Scholarship 2022

👉 SBI Scholarship 2022

Leave a Comment