(১/১০) বাড়ানো হয়েছে PAN Aadhaar Link করানোর সময়সীমা!এখনও কি আগের মতো টাকা দিতে হচ্ছে ফের প্যান আধার লিংক করার সময়সীমা বাড়িয়েছে সরকার। গত সপ্তাহে এমনই একটি ঘোষণা দেন সরকার যেখানে বলা হয়েছে প্যান আধার লিঙ্ক (PAN Aadhaar Link) করার জন্য সাধারণ মানুষ এখনো কিছুটা সময় পাবে।
(২/১০) পূর্বে এর শেষ সময় ছিল ৩১ মার্চ। পরে এটি বাড়িয়ে ৩১ মার্চ থেকে ৩০জুন পর্যন্ত করানো হয়।
(৩/১০) সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (CBDT)-র আয়কর দাতা দের কথা অনুযায়ী প্যান আধার লিঙ্ক করার সময় সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। তবে এই সময়ের মধ্যেও যদি কেউ প্যান আধার লিঙ্ক করে না থাকে তবে শেষ তারিখ পেরোনোর পর তার প্যান কার্ড বন্ধ হয়ে যাবে।
🔥 আরও পড়ুন:
🔥 আরও পড়ুন:
👉 বিরাট সুদ বাড়াল কেন্দ্র! টাকা ডাবল পোস্ট অফিসের এই স্কিমে
🔥 আরও পড়ুন:
👉 প্রতিমাসে ৫,০০০ অতিরিক্ত টাকা পেতে শীঘ্রই করুন এই কাজটি! ক্লিক করে জেনে নিন কীভাবে করবেন
(৪/১০) এর আগেও এই সংযুক্তির সময়সীমা বাড়িয়েছে আয়কর দফতর। এর পূর্বে আঁধার সংযুক্তির শেষ তারিখ ছিল ৩১ মার্চ ২০২২। এই দিনের মধ্যে যাঁরা এই সংযুক্তি করাতে পারেননি তাঁদের ৫০০ টাকা লাগবে।
(৫/১০) গত সপ্তাহে যে নতুন ঘোষণা দেওয়া হয়েছে সেখানে নতুন করে সময় বাড়ানোর পর এই শেষ তারিখ হিসেবে নির্ধারণ করা হয়েছে ৩০ শে জুন।
অনলাইনে সংযুক্তিকরণের পদ্ধতি
(৬/১০) যদি অনলাইনে আধার লিঙ্ক করাতে চান তাহলে এক্ষেত্রে আপনাকে প্রথমে https://www.incometax.gov.in/iec/foportal/ এই পোর্টালে যেতে হবে। এখান থেকে আপনি আপনার প্যান আধার লিংক করিয়ে নিতে পারেন।
(৭/১০) এই পোর্টালে যাওয়ার পর Quick Link অপশানে গিয়ে Link Adhaar অপশনটি বেছে নিতে হবে। PAN ও আধার লিঙ্ক করিয়ে নিতে পারেন। এই পোর্টালে ঢুকে Quick Link অপশনে যেতে হবে। তারপর Link Aadhaar অপশন বেছে নিতে হবে।
(৮/১০) প্যান আধার সংযুক্তিকরনে খরচ সরকার প্যান আধার লিঙ্ক করার জন্য যে নতুন করে সময় সীমা বাড়িয়েছে এর মধ্যে লিংক করাতে হলে সংযুক্ত করা বাবদ হাজার টাকা ফি আপনাকে দিতে হবে।আবার এই সময়সীমার মধ্যে লিঙ্ক না করা হলে আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে।
(৯/১০) আবার অনেকের ক্ষেত্রে এমন হয় প্যান আধার লিঙ্ক করানোর পর তারা ভুলে যান যে তাদের এ কাজটি সম্পন্ন করা হয়েছে কিনা। তাদের ক্ষেত্রে একটি বিশেষ বন্দোবস্ত রয়েছে। এক্ষেত্রে আপনি চাইলে আপনি স্ট্যাটাসের মাধ্যমে চেক করে নিতে পারেন আপনার প্যান আধার সংযোগ করা সম্পন্ন হয়েছে কিনা।
(১০/১০) আয়কর দফতরের ই-ফাইলিং ওয়েবসাইটের Link Aadhaar অপশনে ক্লিক করলেই আপনার লিংকের স্ট্যাটাস দেখা যাবে।
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 ৫ লক্ষ টাকা পেয়ে যাবেন এই স্কলারশিপে আবেদন করে! (Apply Now) | SBI Asha Scholarship 2023
👉 পরিবারের আয় একটু কম হলেই মাসে মাসে টাকা পাবেন সরকারের এই নতুন প্রকল্পে! আজই আবেদন করুন।
👉 ২৫ হাজার টাকা সরাসরি ব্যাংকে ঢুকবে এই প্রকল্পে আবেদন করলেই! কিভাবে আবেদন করবেন? জেনে নিন পদ্ধতি
👉 এই আরও ৪টি প্রকল্প যুক্ত হলো দুয়ারে সরকার প্রকল্পে, কি কি সুবিধা পাবেন? জেনে নিন এখনই
👉 ১৫ লাখ টাকা মেয়েদের দেওয়া হবে জন্য বিয়ের জন্য! দারুন এই ঘোষণা করলো SBI