(১/১৩) প্যান কার্ড (PAN Card) নিয়ে কেন্দ্রীয় সরকার সম্প্রতি যে ঘোষণা দিয়েছেন সে সম্পর্কে সকলেই অবগত রয়েছেন। যেখানে বলা হয়েছে প্যানকার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক (Pan Aadhaar link) করা বাধ্যতামূলক। এই পূর্বে প্যান ও আধার সংযুক্তির শেষ সময়সীমা ছিল ৩১ শে মার্চ কিন্তু কেন্দ্রীয় সরকার জনগণের সুবিধার কথা ভেবে সে সময় বাড়িয়ে ৩০ জুন করে। এবার নিয়ে পঞ্চম বার এই সময় বাড়ানো হয়েছে।
(২/১৩) সরকারের এরূপ ঘোষণায় জনসাধারণের মধ্যে এই বিষয়ে উন্মাদনা বেশি রয়েছে। তবে নতুন অর্থবর্ষ পড়ার সাথে সাথে এর কিছুটা পরিবর্তন করা হয়েছে। যদি আপনি পরিবর্তনগুলি সম্পর্কে অবগত না হন তাহলে এক্ষেত্রে আপনাকে বেশ সমস্যার সম্মুখীন হতে হবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক এ বিষয়টি। তার আগে আমদের WhatsApp গ্রুপে যুক্ত হন নিচে দেওয়া লিঙ্ক থেকে নিয়মিত আপডেট সবার আগে পাওয়ার জন্য-
🔥 আরও পড়ুন:
👉 অকেজো হতে চলেছে ডিজিটাল রেশন কার্ড! আজই এই কাজ করুন রেশন সামগ্রী পাওয়া সচল রাখতে।
🔥 আরও পড়ুন:
👉 PAN Card: সবার প্যান কার্ডে লেখা থাকে ১০ টি নম্বর, ৯৯% মানুষ জানেন না এই নম্বরের অর্থ! জেনে নিন এখনই
🔥 আরও পড়ুন:
প্যান ও আধার লিঙ্ক এর ক্ষেত্রে কে কি পরিবর্তন আনা হয়েছে?
(৩/১৩) বিভিন্ন ক্ষেত্রে রিপোর্ট মারফত জানা গেছে অনলাইনের মাধ্যমে Pan Card এবং Aadhaar Card লিঙ্ক করার এ প্রক্রিয়ায় এক হাজার টাকা লেট ফাইন জমা দেওয়ার আগে এসেসমেন্ট ইয়ার AY নির্বাচন করতে হয়। তাই আপনারা লিংক করার সময় AY এর আওতায় থাকা অপশনগুলির মধ্যে থেকে ২৪-২৫ নির্বাচন করবেন। তবে এর পূর্বে AY -এর ক্ষেত্রে ২৩-২৪ নির্বাচন করতে হতো কিন্তু বর্তমানে এই নিয়মটি পরিবর্তিত হয়েছে এবং এই নিয়ম অনুযায়ী তার পরিবর্তে ২৪-২৫ নির্বাচন করতে হবে।
(৪/১৩) আবার এর টাকা জমা দেওয়ার ক্ষেত্রে Other Receipts (৫০০) অপশনটির মাধ্যমে নির্বাচনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গ সূত্রে খবর সাধারণ মানুষেরা এই দুটি বিষয় নিয়ে অধিক সমস্যার সম্মুখীন হচ্ছে। তাই এ সমস্যার সমাধানের জন্যই AY এবং টাকা জমা দেওয়ার ক্ষেত্রে কোন অপশন দুটি নির্বাচন করতে হবে তা স্পষ্টত জানানো হয়েছে।
(৫/১৩) আপনি চাইলে অনলাইনে আপনার প্যান কার্ডটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করিয়ে নিতে পারবেন এর জন্য আইকার বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট https://www.incometax.gov.in/ থেকেই নিজেদের আধার কার্ড এবং প্যান কার্ডটি লিংক করতে পারবেন।
(৬/১৩) এর জন্য প্রথমে আয়কর দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে Quick Links অপশনে ক্লিক করতে হবে। সেখানে থাকা Link Aadhaar বাটনে ক্লিক করার পর আপনার নিজস্ব আধার নম্বর ও PAN নম্বর বসাতে হবে।
(৭/১৩) এরপরে নির্দেশ অনুযায়ী বাকি প্রক্রিয়া গুলির সম্পন্ন করার পর পেমেন্ট অপশনটি আপনার সামনে প্রদর্শিত হবে এবং সবশেষে পেমেন্ট করা সম্পন্ন হলে আপনার কাজটি সফল হবে।
(৮/১৩) তবে প্যান আধার লিংক এর কাজটি অনলাইনে করার সঙ্গে সঙ্গে আপনি চাইলে বাড়িতে বসেও করতে পারেন। আপনার হাতে থাকা ফোনের মাধ্যমে আপনি এ কাজটি সম্পন্ন করতে পারেন।
(৯/১৩) তবে এর জন্য প্রথমে আপনাকে আপনার ফোনের মেসেজ বক্সে গিয়ে UIDPAN, PAN নম্বর, ADHAAR নম্বর সঠিকভাবে লিখতে হবে এবং 56161 অথবা 567678, যেকোনো একটি নম্বরে সেই এসএমএস পাঠাতে হবে। এর মাধ্যমে আপনি আপনার প্যান ও আধার কার্ড এর লিংকটি সম্পন্ন করতে পারবেন।
(১০/১৩) তবে এই সমস্যাটি ছাড়াও কিছু কিছু মানুষ অন্য একটি সমস্যা নিয়ে অধিক পরিমাণে ভুগছেন সেটি হল কিছু সংখ্যক মানুষ বুঝতে পারছেন না যে তাদের লিংক করা আছে কিনা। এর জন্য আপনাকে বলে রাখি এতে চিন্তার কোন কারণ নেই আপনি বাড়িতে বসেই এর সমাধান পেয়ে যাবেন আপনার ফোনের মাধ্যমে আপনি এর স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। আয়কর দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি এ তথ্য পেয়ে যাবেন।
(১১/১৩) এর জন্য প্রথমে আপনাকে আয়কর দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট https://www.incometax.gov.in/ -এ যেতে হবে সেখানে হোমপেজে থাকা ‘Link Aadhaar Status’ অপশনে ক্লিক করতে হবে।
(১২/১৩) এরপর সেখানে একটি পেজ আপনার সামনে প্রদর্শিত হবে এবং সেখানে সঠিকভাবে আপনার প্যান কার্ড এবং আধার কার্ড নম্বরটি লিখে View Link Aadhaar Status অপশনে ক্লিক করলে আপনি আপনার স্ট্যাটাস টি দেখতে পারবেন।
(১৩/১৩) নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন:
👉 Atal Pension Yojana: ১০,০০০ টাকা প্রতি মাসে মিলবে মাত্র 376 টাকা বিনিয়োগেই! এই কাজটি শীঘ্রই করুন!
👉 ডবল হয়ে যাবে আপনার টাকা পোস্ট অফিসের এই স্কিমে! জেনে নিন কোন স্কিম? ও কি ভাবে পাবেন?
👉 ৫ লক্ষ টাকা করে পাবেন রাজ্যের বেকার যুবক-যুবতীরা! কি ভাবে পাবেন? এখনই জেনে নিন
👉 WB Yuvasree Prakalpa Apply 2023
👉 বিরাট সুদ বাড়াল কেন্দ্র! টাকা ডাবল পোস্ট অফিসের এই স্কিমে