আপনার প্যান কার্ড আছে? ১০০০ টাকা জরিমানা এড়াতে এই নিয়ম মেনে চলুন! | Pan Aadhaar Link

১/৫: বর্তমানে দেশের নাগরিকের কাছে অত্যন্ত প্রয়োজনীয় দুটি নথি হলো আধার কার্ড (Aadhar Card) এবং প্যান কার্ড (PAN Card)। মোদী সরকার আগামী ৩১ মার্চের মধ্যে আধার এবং প্যান কার্ড লিঙ্ক (Pan Aadhaar Link) করার নির্দেশ দিয়েছে। এরূপ ঘোষণা পূর্বেও করা হয়েছে তবে এবারে তার সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। যদি উল্লিখিত সময়সীমার মধ্যে এই লিংক না করা হয়, তাহলে অকেজো হয়ে যাবে প্যান কার্ড

Pan Aadhaar Link না করালে সমস্যায় পড়তে হবে প্রত্যেককে

২/৫: একটি পরিসংখ্যান অনুযায়ী, ভারতে ১৩৬ কোটি মানুষের আধার কার্ড এবং ৪৩ কোটির বেশি মানুষের কাছে প্যান কার্ড রয়েছে। তাই এই লিঙ্ক প্রক্রিয়াটি বহু মানুষের জীবনে প্রভাব ফেলতে চলেছে। ইনকাম ট্যাক্স দপ্তর জানিয়েছে যে, যদি আগামী ৩১ মার্চ ২০২৩ তারিখের মধ্যে এই লিঙ্ক প্রক্রিয়াটি করলেও ১০০০ টাকা ফাইন দিতে হবে।

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 এবার আধারের সব সমস্যার সমাধান হবে নিমেষে! UIDAI লঞ্চ করল এই দুর্দান্ত পরিষেবা

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Aadhaar card: আধার তথ্যের নিরাপত্তা বাড়াতে আরও কড়াকড়ি UIDAI

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 বাতিল হয়ে যাবে PAN Card! ৩১ মার্চের আগে করতে হবে এই কাজ

Pan Aadhaar Link না করালে কি সমস্যা হবে?

৩/৫:  (১) পরবর্তীকালে কোনো ব্যাংকে নতুন অ্যাকাউন্ট খোলা যাবে না। 

(২) পোষ্ট অফিস (Post Office) কিংবা ব্যাংক (Bank) কোনো ধরনের বিনিয়োগ করা যাবে না।

(৩) প্যান কার্ড (PAN Card) না থাকলে ৫০ হাজার টাকার বেশি ক্যাশ নেওয়া হবে না।

(৪) ডবল ট্যাক্স দিতে হবে।

(৫) যদি কোনো ব্যক্তি বিদেশে যাওয়ার জন্য ভিসা করতে চান, তাহলে প্যান কার্ড না থাকলে সমস্যায় পড়তে পারেন।

(৬) ইনকাম ট্যাক্স ফাইল করা যাবে না।

(৭) সরকারি প্রকল্পের সুবিধা পেতে সমস্যা হবে।

(৮) সমস্ত ব্যাঙ্কিং লেনদেন বন্ধ হয়ে যাবে।

Pan Aadhaar Link করাবেন কিভাবে?

৪/৫:  ১) এই কাজ আপনাকে অনলাইন মাধ্যমে করতে হবে।

২) প্রথমে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট www.incometax.gov.in-এ প্রবেশ করতে হবে।

৩) তারপর আপনাকে Quick Links অপশনে ক্লিক করতে হবে।

৪) তারপর Link Aadhaar অপশনে ক্লিক করতে হবে।

৫) সেখানে আপনার আধার কার্ড এবং প্যান কার্ডের নম্বর প্রদান করতে হবে।

৬) এর জন্য আপনাকে ১০০০ টাকা দিতে হবে।

৭) তারপর আপনাকে কনফার্ম পে অপশনে ক্লিক নিতে হবে।

৮) এরপর আপনাকে প্যান নম্বর লিখে মোবাইল নম্বর এন্টার করতে হবে।

৯) প্রদত্ত মোবাইল নম্বরে ওটিপি আসবে, যা আপনাকে এন্টার করতে হবে।

১০) তারপর আপনাকে ইনকাম ট্যাক্স অপশনটি বেছে নিতে হবে।

১১) তারপর আপনাকে ২০২৩ – ২০২৪ অর্থবর্ষ এবং পেমেন্ট অপশন সিলেক্ট করতে হবে।

১২) পেমেন্ট গেটওয়ে অপশনে ক্লিক করে আপনাকে পেমেন্ট করতে হবে।

১৩) তারপর আপনাকে Continue অপশন বেছে নিয়ে Pay Now অপশনে ক্লিক করতে হবে।

১৪) ডেবিট কার্ড, অনলাইন ব্যাংকিং, মানি ট্রান্সফারের মাধ্যমে চালান কাটা যাবে

১৫) এরপর ইনকাম ট্যাক্স দপ্তরে পেমেন্ট ভেরিফাই হতে ৫-৭ দিন সময় লাগবে।

১৬) ৭ দিন হয়ে গেলে লিঙ্ক আধার অপশনটিকে আপনাকে পুনরায় বেছে নিতে হবে।

১৭) আধার প্যান কার্ড নম্বর প্রদান করলে সব তথ্য পাওয়া যাবে।

১৮) সবশেষে লিঙ্ক আধার অপশনে ক্লিক করলেই আবেদনকারীর প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হয়ে যাবে।

Pan Aadhaar Link process step by step

৫/৫: এই প্রতিবেদন সম্পর্কে নিজের মতামত কমেন্ট করে জানাবেন। এই ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন।

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 WB Volunteers Recruitment 2023

👉 বিরাট সুখবর সরকারি কর্মচারীদের জন্য! লাফিয়ে বাড়বে বেতন! মিলবে পুরোনো পেনশনও

👉 Make Money Online: ১ লাখ টাকা করে প্রতি মাসে আয় করুন শুধু গেম খেলে! এই ৩ টি কাজ করলেই টাকা পাওয়া যাবে

👉 WB HS Exam 2023: উচ্চ মাধ্যমিক নিয়ে এই ২০ দফা নির্দেশিকা জারি করলো পর্ষদ! কি কি নির্দেশিকা? জেনে নিন

👉 Breaking News!: প্রতি মাসে ৫ হাজার টাকা দেবে মোদী সরকার! এদের জন্য এল বড় খবর!

Leave a Comment