Pan Card ও Aadhaar Card নিয়ে বিরাট ঘোষণা! না মানলে ১০,০০০ হাজার জরিমানা! শীঘ্রই জেনে নিন

১/৫: আধার কার্ডের (Aadhaar Card) পাশাপাশি প্যান কার্ডও (Pan Card) ভারতীয় নাগরিকদের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ একটি নথি। এই দুটি নথির মধ্যে সরকার বহুদিন ধরেই সংযোগ সাধন অর্থাৎ প্যান-আধার লিংক (PAN Aadhaar Link) করার কথা বলেছে। তবে এবার এই বিষয়টিকে কেন্দ্রীয় সরকার বাধ্যতামূলক করেছে। সরকার জানিয়েছে যে, এতে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল (ITR) এবং অন্যান্য কয়েকটি পরিষেবাও খুব সহজে পাওয়া যাবে।

২/৫: সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস অর্থাৎ CBDT-এর ঘোষণা অনুযায়ী, যদি আপনি আগামী ৩১ মার্চের মধ্যে প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক না করেন, তাহলে ১ এপ্রিল ২০২৩ তারিখ থেকে নিষ্ক্রিয় হয়ে যেতে পারে আপনার প্যান কার্ড। অর্থাৎ আগামী ৩১ মার্চের মধ্যেই আপনাকে এই কাজ করে ফেলতে হবে। আপনি যদি বাড়িতে বসেই এই সংযুক্তিকরণের কাজ করতে চান, তাহলে নিম্নের পদ্ধতিগুলি অনুসরণ করে এই কাজ সম্পন্ন করে ফেলুন।

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Pan Card Fraud: প্যান কার্ড প্রতারণার শিকার খোদ এম এস ধোনি! আপনি কীভাবে বাঁচবেন? জানুন উপায়

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 এবার আধারের সব সমস্যার সমাধান হবে নিমেষে! UIDAI লঞ্চ করল এই দুর্দান্ত পরিষেবা

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Aadhaar Card: আধার কার্ডের এই কাজ এক্ষুনি করুন! না হলে সমস্যায় পড়তে পারেন

Aadhaar-এর সাথে Pan কিভাবে লিংক করবেন?

৩/৫:  (১) প্রথমে আপনাকে ভারতের আয়কর বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট https://www.incometaxindiaefiling.gov.in/-এ যেতে হবে।

(২) তারপর হোমপেজের Quick Links বিভাগের অধীনে Link Aadhaar অপশনে ক্লিক করতে হবে।

(৩) তারপর আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে। সেখানে আপনাকে আপনার প্যান, আধার নম্বর এবং আধার কার্ডে উল্লিখিত আপনার নাম লিখতে হবে।

(৪) এরপর আপনাকে ক্যাপচা কোড লিখে Link Aadhaar অপশনটিতে ক্লিক করতে হবে। তাহলে আপনার অ্যাপ্লিকেশন হয়ে যাবে।

অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করবেন কিভাবে?

৪/৫:  (১) আপনি যদি আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করতে চান তাহলে আপনাকে incometax.gov.in-এ যেতে হবে।

(২) তারপর আপনাকে Link Aadhaar অপশনে ক্লিক করতে হবে।

pan aadhaar link update 10000 rupees fine without link

(৩) তারপর আপনার প্যান এবং আধার নম্বর লিখে View Link Aadhaar Status অপশনে ক্লিক করতে হবে।

(৪) আপনার প্যান কার্ডের সাথে যদি আধার কার্ড লিঙ্ক করা থাকে, তাহলে এই বিষয়ে একটি মেসেজ স্ক্রিনে শো করবে।

৫/৫: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 পুরোনো ১০০ টাকার নোটে লুকিয়ে রয়েছে গভীর রহস্য! জানেন? জানলে বিস্মিত হবেন!

👉 Reliance Jio-র এই প্ল্যানে 900 GB ডেটা পাবেন! সারা বছর রিচার্জের টেনশন নেই

👉 কেন্দ্রীয় সরকারের বিশাল ঘোষণা! কার্যকর পুরনো পেনশন প্রকল্প, সরাসরি সুবিধা পাবেন!

👉 আপনার প্যান কার্ড আছে? ১০০০ টাকা জরিমানা এড়াতে এই নিয়ম মেনে চলুন! | Pan Aadhaar Link

👉 WB TET 2022: টেট ২০২২ ফেল প্রার্থীদের জন্য সুসংবাদ! বাড়তে চলেছে টেট নম্বর! নতুন করে পাশ করবে অনেকেই

Leave a Comment