(১/৯) বর্তমান সময়ে দেশের সকল নাগরিকের জন্য আধার কার্ডের (Aadhaar Card) পর অন্য একটি ডকুমেন্ট ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আর সেটি হল প্যান কার্ড (PAN Card)। আজকাল আমরা প্যান কার্ডের প্রয়োজনীয়তা সম্পর্কে সকলেই অবগত রয়েছি।
(২/৯) সরকারি থেকে বেসরকারি যে কোন রকম কাজের ক্ষেত্রে এটি প্রয়োজন হয়। আর্থিক লেনদেন হোক বা ট্যাক্স বা ভিসার ক্ষেত্রে এটি সমানভাবে জরুরী। আমাদের দেশে বর্তমান সময়ে প্রায় ৬১ কোটির বেশি মানুষের প্যান কার্ড রয়েছে। এবং এই সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে।
(৩/৯) এ প্যান কার্ড নিয়ে কেন্দ্রীয় সরকারের একটি নিয়ম রয়েছে যেটি সকল প্যান কার্ডধারী ব্যক্তির জেনে নেওয়া অবশ্য কর্তব্য। এ নিয়ম না মানলে হতে পারে জরিমানা তাই আপনার কাছেও যদি প্যান কার্ড থেকে থাকে তাহলে আপনিও জেনে নিন কি সেই নিয়ম।
🔥 আরও পড়ুন:
Teacher Recruitment: ১২৪৮৯টি শূন্যপদে স্কুলে শিক্ষক নিয়োগ করবে এই রাজ্য, বিস্তারিত জেনে নিন
🔥 আরও পড়ুন:
বিরাট সুখবর! সরকারি কর্মীদের DA ও বেতন আবারও একসাথে বাড়তে চলেছে
🔥 আরও পড়ুন:
Bank Loan: আধার কার্ড দেখালেই ব্যাঙ্ক লোন পাবেন! সময় লাগবে মাত্র ৫ মিনিট! উপায় জেনে নিন
(৪/৯) কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেশের প্রতিটি সাবালক ব্যক্তিকে প্যান কার্ড তৈরি করতে বলা হয়েছে। তবে যদি কোন ব্যক্তি নিজের প্যান কার্ড একাধিক তৈরি করে তবে সেক্ষেত্রে এটি অপরাধ বলে গণ্য করা হবে এবং এর জন্য তাকে জরিমানার সম্মুখীন হতে হবে।
(৫/৯) প্যান কার্ডের আবেদন করার সময় অনেক ক্ষেত্রে দেখা যায় প্রথমবারে আবেদন করলে সেটি সঠিকভাবে সম্পন্ন হয় না তাই দ্বিতীয়বারে আবেদন করলে অনেক সময় এটাও দেখা যায় প্রথমবার এবং দ্বিতীয়বার আবেদন করার ফলে একই ব্যক্তির দুটি প্যান কার্ড তৈরি হয়ে এসেছে এক্ষেত্রে সে ব্যক্তি দুটি প্যান কার্ড রাখতে পারবে না। সরকারিভাবে একটি প্যান কার্ড বাতিল করা হবে।
(৬/৯) এ ডুপ্লিকেট প্যান কার্ড ইউজ করে বিভিন্ন ধরনের অনৈতিক কাজ গুলি সম্পন্ন করা হয় আবার দেখা যায় অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের অসাধু লোকজনেরা নিজেদের রোজগার সরকারের থেকে লোকানোর জন্য একাধিক প্যান কার্ড ব্যবহার করে।
(৭/৯) ২৭২ বি আয়কর আইন অনুসারে সরকারের নজরে এমন কোন ব্যক্তি ধরা পড়ে যায় তবে তার কঠিন শাস্তির নির্দেশ দেওয়া হয়েছে, এর সঙ্গে ১০ হাজার টাকা জরিমানার কথা বলা হয়েছে।
(৮/৯) আইনের কথা ভেবে দেশের কোন মানুষের কাছে ভুলক্রমে যদি ডুপ্লিকেট প্যান কার্ড থেকে থাকে তাই কেন্দ্রীয় সরকার এই নির্দেশ জারি করেছে। যেন কোন ব্যক্তির কাছে একাধিক প্যান কার্ড থাকলে তা সরকারিভাবে একটিকে বাতিল করা হয়। অন্যথায় তাদের শাস্তি সহ জরিমানার সম্মুখীন হতে হবে।
🔥 আরও পড়ুন:
👉 Bank Loan: আধার কার্ড দেখালেই ব্যাঙ্ক লোন পাবেন! সময় লাগবে মাত্র ৫ মিনিট! উপায় জেনে নিন
👉 চাকরির চিন্তা শেষ! ১.৫ লক্ষ টাকা প্রতি মাসে আয় করুন এই ব্যবসা শুরু করেই
👉 PAN Aadhaar Link এদের আর করতে হবে না! কারা পাচ্ছেন রেহাই? জেনে নিন এখন
👉 বিরাট সুখবর! এবারে ৪২ দিন ছুটি পাবেন এক সাথে! নতুন এই ছুটির নিয়ম জারি করলো সরকার