(১/৯) বর্তমানে আধার কার্ডের মত প্যান কার্ডও (PAN Card) একটি গুরুত্বপূর্ণ নথি। যেটি ছাড়া বিভিন্ন আর্থিক লেনদেনগুলো অসম্পূর্ণ থেকে যাবে। কোন ব্যাংকের একাউন্ট খোলা থেকে শুরু করে আর্থিক লেনদেন, ভিসা এবং অন্যান্য বিভিন্ন কাজে এটির প্রয়োজন হয়।
(২/৯) আপনার কাছে যদি প্যান কার্ড (PAN Card) না থাকে তাহলে আপনি অনেক সমস্যায় পড়বেন এবং বিভিন্ন রকম পরিষেবা থেকে বঞ্চিত হবেন।
(৩/৯) বর্তমানে প্যান কার্ডের বহুবিধ ব্যাবহার প্রসঙ্গে সমস্ত মানুষ অবগত হয়ে নিজেদের প্যান কার্ড বানিয়ে নিয়েছেন। এই প্যান কার্ডে দশ সংখ্যার একটি ইউনিক কোড রয়েছে। যার অর্থ অনেক মানুষই এখনো পর্যন্ত জানেন না। তবে এটি জেনে নেওয়া প্রত্যেক প্যান কার্ডধারী ব্যক্তির জন্য প্রয়োজন আপনিও যদি এটি সম্পর্কে না জেনে থাকেন তাহলে চলুন জেনে নেওয়া যাক।
🔥 আরও পড়ুন:
👉 Govt Scheme: ৫০০০ টাকা পেয়ে যান এই প্রকল্পে আবেদন করেই! এই ভাবে করে ফেলুন আবেদন
🔥 আরও পড়ুন:
👉 ৫০ হাজার টাকার বেশি প্রতিমাসে পাবেন! SBI-এর এই বাম্পার অফারটি জেনে নিন
🔥 আরও পড়ুন:
👉 ৫০০০ টাকা পাবেন নাম তুললেই! রাজ্যের এই প্রকল্প সম্পর্কে এখনই জেনে নিন!
(৪/৯) যেকোনো প্যান কার্ডে একটি ১০ সংখ্যার ইউনিক কোড থাকে এর মধ্যে প্রথম তিনটি অক্ষর বর্ণানুক্রমিক। আয়কর বিভাগ প্যান কার্ড তৈরি করার জন্য একটি বিশেষ প্রক্রিয়া ব্যবহার করে থাকেন। এই প্যান কার্ডে ব্যবহার করে থাকা দশ সংখ্যারে ইউনিক কোডটি হল বর্ণমালা এবং সংখ্যা সূচক সংখ্যার সংমিশ্রণ।
(৫/৯) এই বর্ণ অনুযায়ী আপনার প্যানকার্ডে AAA থেকে ZZZ পর্যন্ত যে কোনো তিনটি অক্ষরের সিরিজ আপনার প্যান কার্ডে ব্যাবহার করা যেতে পারে। ১০ সংখ্যার এই ইউনিক করে প্রথম পাঁচটি অক্ষর এবং পরের চারটি সংখ্যা থাকে এবং আবার শেষের টি অক্ষর থাকে।
(৬/৯) প্যান কার্ডে ব্যবহার করা এই দশ সংখ্যার ইউনিক কোড এ একটি বিশেষ অর্থ রয়েছে। এর চতুর্থ বর্ণমালাটি আয়কর বিভাগের চোখে আপনি কী তা নির্দেশ করে। এক্ষেত্রে আপনি যদি একজন ব্যক্তি হন, তাহলে আপনার প্যান কার্ডের চতুর্থ বর্ণমালা হবে ‘P’।
(৭/৯) একইভাবে এর প্রতিটি অক্ষরের আলাদা আলাদা অর্থ রয়েছে। যদি আপনার PAN কার্ডে F লেখা থাকে, তবে তার অর্থ হলো এই যে এই নম্বরটি একটি ফার্মের। একইভাবে T অক্ষর নির্দেশ করে ট্রাস্টের, H অক্ষর নির্দেশ করে হিন্দু পরিবার, B অক্ষর নির্দেশ করে কোন এক ব্যক্তি, L অক্ষর নির্দেশ করে স্থানীয়, J অক্ষর নির্দেশ করে আর্টিফিশিয়াল ব্যাক্তি এবং G অক্ষর নির্দেশ করে সরকার।
(৮/৯) আপনার প্যান কার্ডে থাকা পঞ্চম অক্ষরটি আপনার নামের প্রথম অক্ষর হিসেবে ব্যবহার করা হয় এরপর চারটি এলোমেলো সংখ্যা এতে প্রবেশ করানো হয়। এরপর শেষের একটি বর্ণমালা বসানো হয়। আর্থিক কাজের জন্য বা ব্যাংকের লেনদেনের ক্ষেত্রে এই প্যান কার্ড ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন:
👉 Atal Pension Yojana: ১০,০০০ টাকা প্রতি মাসে মিলবে মাত্র 376 টাকা বিনিয়োগেই! এই কাজটি শীঘ্রই করুন!
👉 ডবল হয়ে যাবে আপনার টাকা পোস্ট অফিসের এই স্কিমে! জেনে নিন কোন স্কিম? ও কি ভাবে পাবেন?
👉 ৫ লক্ষ টাকা করে পাবেন রাজ্যের বেকার যুবক-যুবতীরা! কি ভাবে পাবেন? এখনই জেনে নিন
👉 WB Yuvasree Prakalpa Apply 2023
👉 বিরাট সুদ বাড়াল কেন্দ্র! টাকা ডাবল পোস্ট অফিসের এই স্কিমে