PAN Aadhaar Card: সব সরকারি স্বল্প সঞ্চয় প্রকল্পে ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই কাজ করতে হবে, না হলে ফ্রিজ হবে আপনার অ্যাকাউন্ট

Investment Plan-

১/৭: সরকারি প্রকল্পের বিনিয়োগ করার নিয়মের রদবদল হতে চলেছে। স্বল্প সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করার জন্য প্যান কার্ড (Pan Card) এবং আধার কার্ড (Aadhaar Card) এবার থেকে বাধ্যতামূলক করা হলো।

২/৭: পরিবর্তন হতে চলেছে সরকারি প্রকল্পে বিনিয়োগের নিয়মে। এবার থেকে স্বল্প সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করার জন্য প্যান কার্ড এবং আধার কার্ড আবশ্যক করা হলো। আপনার যদি এই অ্যাকাউন্ট আগের থেকেই থাকে, কিন্তু সেখানে যদি আধার কিংবা প্যান নম্বর দেওয়া না থাকে, তাহলে আপনাকে প্যান এবং আধার নির্দিষ্ট দিনের মধ্যে বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে। নচেৎ আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে।

Aadhaar, PAN Mandatory: এই বিজ্ঞপ্তি এনেছে সরকার

৩/৭: সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY), পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এবং সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS), এই ধরনের ছোট সঞ্চয় প্রকল্পগুলিতে বিনিয়োগ করার জন্য ১ এপ্রিল ২০২৩ তারিখ থেকে স্থায়ী অ্যাকাউন্ট নম্বর অর্থাৎ PAN নম্বর এবং আধার বাধ্যতামূলক করা হয়েছে। গত ৩১ মার্চ অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে অর্থমন্ত্রক ঘোষণা করেছে।

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 WB Yuvasree Prakalpa Apply 2023

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 বিরাট সুদ বাড়াল কেন্দ্র! টাকা ডাবল পোস্ট অফিসের এই স্কিমে

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 প্রতিমাসে ৫,০০০ অতিরিক্ত টাকা পেতে শীঘ্রই করুন এই কাজটি! ক্লিক করে জেনে নিন কীভাবে করবেন

Small Savings Scheme: বন্ধ করে দেওয়া হবে অ্যাকাউন্ট

৪/৭: সরকারের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, যেকোনো সরকারি ছোট সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করার সময় প্যান এবং আধার নম্বর জমা দেওয়া আবশ্যক। বর্তমানে গ্রাহকদের আধার নম্বর জমা দিতে হবে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে। এই কাজ করতে ব্যর্থ হলে, আধার নম্বর জমা না দেওয়ার সময় পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তির অ্যাকাউন্ট ফ্রিজ করা হবে।

Investment Plan: সরকারি বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে?

৫/৭:  (১) স্পষ্টভাবে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, কোনো ব্যক্তি যদি আধার ছাড়া PPF, SSY, NSC অর্থাৎ ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট SCSS অথবা অন্য কোনো ছোট সঞ্চয় অ্যাকাউন্ট খোলেন, তাহলে সেই অ্যাকাউন্ট খোলার ৬ মাসের মধ্যে তার আধার নম্বর জমা দিতে হবে।

(২) এখন এই নম্বর ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প বিনিয়োগের সঙ্গে যুক্ত করা বাধ্যতামূলক। UIDAI যদি আপনাকে আধার কার্ড না বরাদ্দ করে থাকে, তাহলে আপনার আধার তালিকাভুক্তির নম্বর অথবা এনরোলমেন্ট নম্বর আপনি জমা দিতে পারেন।

(৩) এই বিজ্ঞপ্তি প্রকাশের আগে, ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলিতে আধার নম্বর জমা দেওয়া ছাড়াই বিনিয়োগ করা যেত। তবে এই ধরনের সেভিংস স্কিমে বিনিয়োগ করতে গ্রাহকদের এখন থেকে তাদের আধার নথিভুক্তি নম্বর জমা দিতে হবে। এই পরিবর্তনগুলি আপনার-গ্রাহক অর্থাৎ KYC প্রক্রিয়ার অংশ।

(৪) বিজ্ঞপ্তিতে এও বলা হয়েছে যে, প্যান কার্ড ছোটো সেভিংস অ্যাকাউন্ট খোলার সময় জমা দিতে হবে। অ্যাকাউন্ট খোলার সময় প্যান জমা না দিলে, অ্যাকাউন্ট খোলার ২ মাসের মধ্যে অবশ্যই তা জমা দিতে হবে।

(৫) নির্দিষ্ট ২ মাসের মধ্যে আমানতকারী যদি অ্যাকাউন্ট নম্বর অর্থাৎ PAN জমা দিতে ব্যর্থ হন, তাহলে অ্যাকাউন্ট অফিসে স্থায়ী অ্যাকাউন্ট নম্বর জমা না দেওয়া পর্যন্ত তার অ্যাকাউন্টটি বন্ধ থাকবে।

pan card aadhaar card All government small savings schemes have to do this by September 30, otherwise your account will be frozen

৬/৭: মধ্যবিত্ত মানুষরা অন্যান্য বিকল্পের তুলনায় পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এবং সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS), এই ধরনের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলিতে বিনিয়োগ করতে বেশি স্বচ্ছন্দ বোধ করেন। এই স্কিমগুলি সরকার দ্বারা পরিচালিত এবং এতে রিটার্নও নিশ্চিত। এছাড়াও এই স্কিমগুলি আয়কর আইনের ধারা 80C-এর অধীনে কর ছাড়ের সুবিধা দেয়।

৭/৭: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

 🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 পরিবারের আয় একটু কম হলেই মাসে মাসে টাকা পাবেন সরকারের এই নতুন প্রকল্পে! আজই আবেদন করুন।

👉 ২৫ হাজার টাকা সরাসরি ব্যাংকে ঢুকবে এই প্রকল্পে আবেদন করলেই! কিভাবে আবেদন করবেন? জেনে নিন পদ্ধতি

👉 Post Office Scheme: মাত্র ৫ বছরেই টাকা হয়ে যাবে ডবল! পোস্ট অফিসের এই সব থেকে আকর্ষণীয় স্কিম জেনে নিন

👉 এই আরও ৪টি প্রকল্প যুক্ত হলো দুয়ারে সরকার প্রকল্পে, কি কি সুবিধা পাবেন? জেনে নিন এখনই

👉 ১৫ লাখ টাকা মেয়েদের দেওয়া হবে জন্য বিয়ের জন্য! দারুন এই ঘোষণা করলো SBI

Leave a Comment