Paramparik Scholarship 2022, Paramparik Scholarship Online Application, Paramparik Scholarship Last Date, Paramparik Scholarship Official Website, পারম্পরিক স্কলারশিপ ২০২২
আজ আপনাদের সাথে যে স্কলারশিপ নিয়ে আলোচনা করবো তা হলো পারম্পরিক স্কলারশিপ (Paramparik Scholarship 2022)। পশ্চিমবঙ্গের দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ পড়ুয়ারা যাতে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে তাই এই স্কলারশিপের মাধ্যমে সেই পড়ুয়াদের ভালো পরিমাণ আর্থিক অনুদান প্রদান করা হয়। তাহলে চলুন এই পারম্পরিক স্কলারশিপের জন্য কিভাবে আবেদন করবেন, কারা আবেদন করতে পারবেন, আবেদনের জন্য কী কী লাগবে ইত্যাদি বিষয়ে বিষদে জেনে নেওয়া যাক।
এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
বিষয় তালিকা
- 1 Paramparik Scholarship 2022 | পারম্পরিক স্কলারশিপ ২০২২
- 2 Who can Apply for Paramparik Scholarship 2022 | পারম্পরিক স্কলারশিপ ২০২২: কারা আবেদন করতে পারবেন
- 3 Paramparik Scholarship 2022: Required Documents | পারম্পরিক স্কলারশিপ ২০২২: প্রয়োজনীয় নথিপত্র
- 4 How to Apply for Paramparik Scholarship 2022 | পারম্পরিক স্কলারশিপ ২০২২: আবেদন প্রক্রিয়া
- 5 Paramparik Scholarship 2022: Last Date of Apply | পারম্পরিক স্কলারশিপ ২০২২: আবেদনের শেষ তারিখ
- 6 Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
Paramparik Scholarship 2022 | পারম্পরিক স্কলারশিপ ২০২২
পারম্পরিক- দ্যা ট্র্যাডিশন নামক একটি নন-প্রফিট সংস্থার কর্তৃক যে সমস্ত মেধাবী পড়ুয়া আর্থিকভাবে অসচ্ছল তাদেরকে এই স্কলারশিপ (Paramparik Scholarship 2022) দেওয়া হয়।
এই স্কলারশিপের মাধ্যমে উচ্চশিক্ষা গ্রহণে পড়ুয়াদের আর্থিকভাবে সহায়তা করা হয়। এই স্কলারশিপের মাধ্যমে যে অর্থ দেওয়া হয় তা নির্দিষ্ট নয়।
আবেদনকারী পড়ুয়ার অর্থনৈতিক অবস্থা এবং পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করে কত পরিমাণ স্কলারশিপ দেওয়া হবে তা
নির্ধারণ করা হয়।
Who can Apply for Paramparik Scholarship 2022 | পারম্পরিক স্কলারশিপ ২০২২: কারা আবেদন করতে পারবেন
এই স্কলারশিপের জন্য পশ্চিমবঙ্গের যে সমস্ত পড়ুয়া মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর উচ্চশিক্ষার জন্য বিভিন্ন কোর্স অর্থাৎ স্নাতক, স্নাতকোত্তর, ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, নার্সিং-এ ভর্তি হয়েছেন সেই ছাত্রছাত্রীরাই আবেদন করতে পারবেন।
এই স্কলারশিপে আবেদনের জন্য কোনো নির্দিষ্ট পার্সেন্টেজ নেই, কিন্তু যদি আপনি ৮০%-এর বেশী নম্বর পান তাহলে এই স্কলারশিপের ক্ষেত্রে আপনি অগ্রাধিকার পাবেন। এছাড়াও আবেদনকারী ছাত্রছাত্রীদের আর্থিক অবস্থাও এই স্কলারশিপ প্রদানের আগে বিবেচনা করে নেওয়া হবে।
Paramparik Scholarship 2022: Required Documents | পারম্পরিক স্কলারশিপ ২০২২: প্রয়োজনীয় নথিপত্র
এই স্কলারশিপে আবেদনের জন্য যে নথিপত্রগুলির প্রয়োজন সেগুলি হলো-
- আপনার পূর্ববর্তী পরীক্ষার মার্কশীট
- আপনার নতুন কোর্সে ভর্তির রিসিপ্ট
- আপনার পাসপোর্ট সাইজ ছবি
- আপনার ব্যাংকের বইয়ের প্রথম পাতার জেরক্স
- আপনার আধার কার্ড
- আপনার পরিবারের ইনকাম সার্টিফিকেট
- আপনার কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
How to Apply for Paramparik Scholarship 2022 | পারম্পরিক স্কলারশিপ ২০২২: আবেদন প্রক্রিয়া
আপনি যদি এই স্কলারশিপের জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে। আপনাকে এই স্কলারশিপের ইমেল আইডিতে আবেদন করতে হবে। আপনার নিজের নাম, বাবার নাম, ঠিকানা, বর্তমান কোর্সের বিবরণ, উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর, পরিবারের বার্ষিক আয় এবং অন্যান্য যাবতীয় নির্ভুলভাবে লিখে এবং তার সাথে প্রয়োজনীয় নথিপত্রগুলির স্ক্যান কপি অ্যাটাচ করে নির্দিষ্ট ইমেল আইডিতে পাঠিয়ে দিতে হবে।
যে ইমেল আইডিতে আপনি আবেদনপত্রটি পাঠাবেন তা হলো–
Paramparik Scholarship 2022: Last Date of Apply | পারম্পরিক স্কলারশিপ ২০২২: আবেদনের শেষ তারিখ
আপনি যদি এই স্কলারশিপের জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে নতুন কোর্স ভর্তি হওয়ার পর আবেদন করতে হবে। এখানে আবেদনের জন্য কোনো শেষ তারিখ দেওয়া হয়নি।
আপনি সরাসরি পারম্পরিক ফাউন্ডেশনের ঠিকানাতে গিয়ে এই বিষয়ে যোগাযোগ করতে পারেন।
পারম্পরিক ফাউন্ডেশনের ঠিকানা-
The Tradition 122 C Ananda Palit Road, Kolkata – 700014, West Bengal, India.
স্কলারশিপ সংক্রান্ত এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন।
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇
🔥 Shah Rukh Khan Scholarship 2022
🔥 JK Lakshmi Vidya Scholarship 2022
🔥 Sitaram Jindal Scholarship 2022
🔥 Swami Vivekananda Scholarship 2022